Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 9:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 মেঘস্তম্ভ হয়ে দিবাকালে তুমি হয়েছ পথের দিশারী, রাত্রিকালে অগ্নিস্তম্ভ হয়ে তুমি হয়েছ তাদের পথের আলো।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 আর তুমি দিনে মেঘস্তম্ভ দ্বারা ও রাতে তাদের গন্তব্য পথে আলো দেবার জন্য অগ্নিস্তম্ভ দ্বারা তাদেরকে গমন করাতে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 তুমি দিনে মেঘস্তম্ভ ও রাত্রে অগ্নিস্তম্ভ দ্বারা তাদের গন্তব্য পথে আলো দিয়ে তাদের চালাতে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 আর তুমি দিবসে মেঘস্তম্ভ দ্বারা, ও রাত্রিতে তাহাদের গন্তব্য পথে দীপ্তি দিবার জন্য অগ্নিস্তম্ভ দ্বারা তাহাদিগকে গমন করাইতে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 একটি উঁচু মেঘ দিয়ে দিনের বেলা তুমি তাদের পথ দেখালে। রাতের বেলা, একটি আলোকস্তম্ভ দিয়ে তুমি তাদের পথ দেখালে। তুমি তাদের দেখালে কোথায় যেতে হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 আর তুমি দিনের মেঘের থামের মাধ্যমে ও রাতে তাদের গন্তব্য পথে এল দেবার আগুনের থামের মাধ্যমে তাদেরকে নিয়ে যেতে।

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 9:12
12 ক্রস রেফারেন্স  

তবুও তুমি তাদের করনি পরিত্যাগ সেই মরুদেশে তোমার করুণার নেই কোন শেষ। নাওনি সরিয়ে তুমি মেঘস্তম্ভ অথবা স্তম্ভ অগ্নির যা তাদের দেখাত পথ দিবসে-নিশীথে।


প্রভাতে আমায় শোনাও তোমার অবিচল প্রেমের কথা, তোমাতেই আমার একান্ত নির্ভর, আমায় দেখিয়ে দাও আমার চলার পথ, তোমার দিকেই আমি তুলে ধরি আমার প্রাণ।


তিনি তাদের সঠিক পথে পরিচালিত করে বসবাস করার জন্য এক নগরে নিয়ে গেলেন।


মেঘ বিস্তার করে তিনি রচনা করলেন আচ্ছাদন, রাত্রে আলোকের জন্য দিলেন অগ্নিশিখা।


দিনে মেঘপুঞ্জ ও রাত্রে অগ্নিশিখার দ্বারা তিনি তাদের করতেন পথপ্রদর্শন।


যাদের তুমি মুক্তিমূল্যে করেছ ক্রয় অপার করুণায় তুমিই তাদের করছ চালনা, আপন পরাক্রমে নিয়ে চলেছ তাদের তোমার পবিত্র পীঠস্থানে।


প্রতিদিনই এরকম হত। দিনের বেলা শিবিরটি মেঘে ঢাকা থাকত, রাত্রে আগুনের আভা সেটিকে ঘিরে রাখত।


যিনি তোমাদের যাত্রাপথে শিবির স্থাপনের উপযুক্ত স্থান খুঁজে বার করার জন্য তোমাদের অগ্রগামী হয়ে রাত্রে অগ্নিস্তম্ভ ও দিনে মেঘপুঞ্জের দ্বারা তোমাদের পথ প্রদর্শন করতেন।


কখনও এই মেঘপুঞ্জ সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত থাকত। সকালে মেঘ কেটে গেলেই তারা যাত্রা করত।


সেদিন আমি তাদের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে, মিশর থেকে তাদের বার করে নিয়ে যাব আমার মনোনীত সেই দেশে—সকল দেশের সেরা সেই সুজলা সুফলা দুগ্ধ-মধু-প্রবাহিনী দেশে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন