Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 8:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 ইষ্রা মহান প্রভু পরমেশ্বরের প্রশংসা করলেন আর সব লোক হাত তুলে ‘তথাস্তু’ ‘তথাস্তু’ বলে প্রত্যুত্তর করল। তারপর তারা সাষ্টাঙ্গে প্রণত হয়ে পরমেশ্বরের উপাসনা করল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 পরে উযায়ের মহান আল্লাহ্‌ মাবুদের প্রশংসা করলেন। আর সমস্ত লোক হাত তুলে জবাবে বললো, আমিন, আমিন এবং উবুড় হয়ে ভূমিতে মুখ দিয়ে মাবুদের কাছে সেজ্‌দা করলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 ইষ্রা মহান ঈশ্বর সদাপ্রভুর গৌরব করলেন, আর সমস্ত লোক হাত তুলে উত্তর দিল, “আমেন! আমেন!” তারপর তারা মাটিতে মাথা ঠেকিয়ে সদাপ্রভুর আরাধনা করল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 পরে ইষ্রা মহান্‌ ঈশ্বর সদাপ্রভুর ধন্যবাদ করিলেন। আর সমস্ত লোক হাত তুলিয়া উত্তর করিল, আমেন, আমেন এবং মস্তক নমনপূর্ব্বক ভূমিতে মুখ দিয়া সদাপ্রভুর কাছে প্রণিপাত করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 প্রথমে ইষ্রা প্রভু, মহান ঈশ্বরের প্রশংসা করলেন। তখন উপস্থিত সবাই হাত তুলে বলল, “আমেন, আমেন।” তারপর মাথা নীচু করে হাঁটু মুড়ে বসে প্রভুর প্রশংসা করল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 পরে ইষ্রা মহান ঈশ্বর সদাপ্রভুর ধন্যবাদ করলেন। আর সব লোক তাদের হাত তুলে বলল, “আমেন, আমেন।” তারপর তারা মাটিতে মাথা ঠেকিয়ে সদাপ্রভুর আরাধনা করলো।

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 8:6
30 ক্রস রেফারেন্স  

আমি চাই যেখানে তোমরা উপাসনার জন্য সমবেত হবে, ক্রোধ আর মতান্তর ভুলে সেখানেই পুরুষেরা ঈশ্বরে নিবেদিত অন্তরে হাত তুলে প্রার্থনা করবে।


এস উন্মুক্ত করে আপন হৃদয়, স্বর্গের অধীশ্বরের কাছে জানাই আকুল প্রার্থনা।


ইসরায়েলীরা তখন তাঁকে বিশ্বাস করল আর প্রভু পরমেশ্বর তাদের প্রতি সদয় হয়েছেন এবং তাদের দুর্দশা দেখেছেন —এ কথা শুনে তারা প্রণত হয়ে প্রভু পরমেশ্বরের আরাধনা করল।


তখন রাজা যিহোশাফট ভূমিষ্ঠ হয়ে প্রভু পরমেশ্বরকে প্রণাম করলেন এবং সমস্ত প্রজাবৃন্দ তাঁর সঙ্গে প্রভুকে প্রণাম করলেন ও তাঁর আরাধনা করলেন।


সিংহাসন, প্রবীণ মণ্ডলী ও প্রাণীচতুষ্টয়ের চারিদিকে যে স্বর্গদূতবৃন্দ দাঁড়িয়ে ছিলেন, তাঁরা সিংহাসনের সম্মুখে সাষ্টাঙ্গে প্রণিপাত করে ঈশ্বরের আরাধনা করে বললেনঃ


পবিত্রস্থানের দিকে দুহাত তুলে প্রভু পরমেশ্বরের গুণগান কর।


আমি আমার কাপড়ের ভাঁজগুলি ঝাড়লাম আর বললাম, যেসব লোক তাদের প্রতিজ্ঞা রক্ষা করবে না ঈশ্বর যেন এইভাবে তাদের সম্পত্তি ও গৃহ থেকে তাদের ঝেড়ে বার করে দেন। এই ধরণের মানুষকে যেন এমনিভাবে ঝাড়া হয় এবং সে যেন নিঃস্ব হয়ে যায়। এতে সমবেত সকলে তথাস্তু বলল এবং পরমেশ্বরের প্রশংসা করল আর নিজেদের প্রতিজ্ঞা রক্ষা করল।


তখন সেই কমর্চারী মাথা নত করে প্রভু পরমেশ্বরের উদ্দেশে প্রণতি জানিয়ে বললেন, আমার মনিব অব্রাহামের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর ধন্য!


তারপর দাউদ প্রজাদের আদেশ দিলেনঃ তোমরা প্রভু পরমেশ্বরের মহিমা কীর্তন কর। সমবেত জনতা তাদের পূর্বপুরুষের আরাধ্য ঈশ্বর প্রভুর মহিমা কীর্তন করতে লাগল। প্রভু পরমেশ্বর ও রাজার সম্মানে প্রণিপাত করল।


প্রভু পরমেশ্বরের কাছ থেকে নির্গত অগ্নিশিখা বেদীর উপরে স্থিত হোমবলি ও মেদ গ্রাস করল। সমগ্র জনতা এই দৃশ্য দেখে জয়ধ্বনি করে উঠল এবং উবুড় হয়ে প্রণিপাত করল।


তখন তোমরা তাদের বলবে, এ হচ্ছে প্রভু পরমেশ্বরের উদ্দেশে তারণোৎসবের বলিদান। মিশরদেশে তিনি যখন মিশরীদের সংহার করেছিলেন, তখন তিনি ইসরায়েলীদের বাড়িগুলি অতিক্রম করে গিয়েছিলেন এবং আমাদের পরিবারসমূহকে অব্যাহতি দিয়েছিলেন। সমবেত জনতা তখন নত হয়ে প্রণিপাত করল।


ধন্য ঈশ্বর, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পিতা। তিনি তাঁর দয়ায় মৃত্যুলোক থেকে যীশু খ্রীষ্টকে পুনরুত্থিত করে জীবন্ত এক প্রত্যাশার ভিত্তিতে আমাদের নবজন্ম দান করেছেন।


ধন্য ঈশ্বর, যিনি আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পিতা, যিনি খ্রীষ্টের মাধ্যমে স্বর্গলোকের যাবতীয় দিব্য আধ্যাত্মিক বর আমাদের দান করেছেন।


তা না হলে তুমি যদি শুধু ভাবের ঘোরে ঈশ্বরের প্রশস্তি কর তবে সেখানে উপস্থিত একজন সাধারণ মানুষ কী করে তোমার প্রশস্তির শেষে ‘আমেন’ বলবে? কারণ সে তো জানে না তুমি কী বলছ।


আরও কিছুটা এগিয়ে তিনি মাটিতে উপুড় হয়ে পড়লেন এবং প্রার্থনা করলেন, পিতা আমার! যদি সম্ভব হয় তবে এই পানপাত্র আমার কাছ থেকে সরিয়ে নাও। কিন্তু আমার ইচ্ছা নয়, তোমারই ইচ্ছা পূর্ণ হোক।


আমাদের প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অশুভ শক্তির প্রভাব থেকে রক্ষা কর।


চমৎকার! প্রভু পরমেশ্বর এই কাজই করবেন আশা রাখি! আমার নিশ্চিত আশা যে তিনি তোমার এই ভবিষ্যদ্বাণী সফল করবেন এবং ব্যাবিলন থেকে মন্দিরের রত্নভাণ্ডার ও যাদের বন্দী করে নিয়ে যাওয়া হয়েছে, সেই সমস্ত লোককে ফিরিয়ে আনবেন।


সুগন্ধি ধূপের মত আমার বিনতি, সান্ধ্য নৈবেদ্যস্বরূপ আমার প্রসারিত অঞ্জলি, গ্রাহ্য হোক তোমার দৃষ্টিতে।


আমি আজীবন গাইব তোমার স্তুতিগান, দুহাত তুলে তোমার নামে করব জয়ধ্বনি।


তুমি ধন্য হে প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, অনাদিকাল থেকে অনন্তকাল অবধি! আমেন! আমেন!


আমি যখন সাহায্যের আশায় আর্তস্বরে তোমায় ডাকি, তোমার পুণ্য মন্দিরের দিকে প্রসারিত করি দুটি হাত তখন তুমি শ্রবণ করো আমার করুণ মিনতি।


রাজা এবং ইসরায়েলীদের নেতৃবৃন্দ রাজা দাউদ ও প্রবক্তা নবী আসফের লেখা প্রংশসা গীতি ও স্তবগান লেবীয়দের গাইতে বললেন। তখন সকলে মহানন্দে প্রশংসাগীতি গাইতে লাগল এবং নতজানু হয়ে ঈশ্বরের কাছে প্রণাম নিবেদন করল।


তিনি তাদের বললেন, “তোমরা ইসরায়েলের আরাধ্য প্রভু পরমেশ্বরের স্তুতি কর। তিনি আমার পিতা দাউদের কাছে নিজ মুখে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূর্ণ করেছেন।


কিন্তু অব্রাম সদোমরাজকে বললেন, স্বর্গ ও মর্ত্যের স্রষ্টা পরাৎপর ঈশ্বর প্রভুর কাছে আমি এই শপথ করেছি যে আমি আপনার কিছুই নেব না,


ধন্য হোক প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের নাম যুগে যুগে, অনন্তকাল। সমবেত জনতা সকলে বলল, আমেন। তারা পরমেশ্বরের বন্দনা করল।


যেশূয়, বানি, শেরেবিয়, যামীন, অক্কুব, শব্বথয় হোদিয়, মাসেয়, কলীট, অসরিয়, যোষাবদ, হানন, পলায় নামে লেবীয়েরা সেখানে দাঁড়িয়ে থাকা লোকদের কাছে বিধানের অর্থ ব্যাখ্যা করলেন।


সভার সকলের সামনে রাজা দাউদ প্রভু পরমেশ্বরের উদ্দেশে স্তব নিবেদন করলেন। তিনি বললেন, আমাদের পূর্বপুরুষ যাকোবের আরাধ্য প্রভু পরমেশ্বরের স্তবগান হোক যুগে যুগে চিরকাল!


আমি মনস্থ করেছি, ইসরায়েলের ঈশ্বর প্রভু পরমেশ্বরের সঙ্গে এক সন্ধিচুক্তি স্তাপন করব যাতে আমাদের উপর তাঁর ক্রোধ নিবৃত্ত হয়।


প্রভু পরমেশ্বর মহান ঈশ্বর, সকল দেবতার উপরে তিনিই মহান রাজা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন