Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 8:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 অধ্যাপক ইষা সেই উপলক্ষে তৈরী একটি কাঠের উঁচু মঞ্চে দাঁড়িয়েছিলেন। তাঁর ডান দিকে মত্তিথিয়, শেমা, অনায়, উরিয়, হিল্কিয় আর মাসেয় এবং তার বাম দিকে পদায়, মীশায়েল মল্কিয়, হশুম, হশবদ্দানা, সখরিয় ও মশুল্লম দাঁড়িয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 বস্তুত অধ্যাপক উযায়ের ঐ কাজের জন্য নির্মিত একটি কাঠের মঞ্চের উপরে দাঁড়ালেন এবং তাঁর দক্ষিণ পাশে মত্তিথিয়, শেমা, অনায়, ঊরিয়, হিল্কিয় ও মাসেয় এবং তাঁর বাম পাশে পদায়, মীশায়েল, মল্কিয়, হশুম, হশবদ্দানা, জাকারিয়া ও মশুল্লম দাঁড়ালো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 এই কাজের জন্য যে কাঠের মঞ্চ তৈরি করা হয়েছিল তার উপর বিধানের অধ্যাপক ইষ্রা দাঁড়িয়েছিলেন। তার ডানদিকে মত্তিথিয়, শেমা, অনায়, ঊরিয়, হিল্কিয় ও মাসেয় এবং বাঁদিকে পদায়, মীশায়েল, মল্কিয়, হশুম, হশবদ্দানা, সখরিয় ও মশুল্লম দাঁড়িয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 বস্তুতঃ অধ্যাপক ইষ্রা ঐ কার্য্যের জন্য নির্ম্মিত এক কাষ্ঠময় মঞ্চের উপরে দাঁড়াইলেন, এবং তাঁহার দক্ষিণ পার্শ্বে মত্তিথিয়, শেমা, অনায়, ঊরিয়, হিল্কিয় ও মাসেয়, এবং তাঁহার বাম পার্শ্বে পদায়, মীশায়েল, মল্কিয়, হশুম, হশবদ্দানা, সখরিয় ও মশুল্লম দাঁড়াইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 ইষ্রা একটি উঁচু কাঠের মঞ্চের ওপর দাঁড়িয়ে এগুলি পাঠ করছিলেন। পাটাতনটি এই উপলক্ষেই বিশেষভাবে বানানো হয়েছিল। ইষ্রার ডানদিকে দাঁড়িয়ে ছিলেন মত্তিথিয়, শেমা, অনায়, ঊরিয়, হিল্কিয় ও মাসেয় এবং তাঁর বাঁদিকে ছিলেন পদায়, মীশায়েল, মল্কিয়, হশুম, হশবদ্দানা, সখরিয় ও মশুল্লম।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 ফলে অধ্যাপক ইষ্রা এই কাজের জন্য তৈরী এক কাঠের মঞ্চের উপরে দাঁড়ালেন এবং তাঁর ডান পাশে দাঁড়িয়ে ছিলেন মত্তিথিয়, শেমা, অনায়, ঊরিয়, হিল্কিয় ও মাসেয়; এবং তাঁর বাঁ পাশে ছিলেন পদায়, মীশায়েল, মল্কিয়, হশুম, হশবদ্দানা, সখরিয় ও মশুল্লম।

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 8:4
16 ক্রস রেফারেন্স  

ইষ্রার বংশে মশুল্লম, অমরিয়ের বংশে যিহোহানন,


মশুল্লমের পুত্র সল্লু, মশুল্লম যোয়েদের পুত্র, যোয়েদ পদায়ের পুত্র, পদায় কোলায়ার পুত্র, কোলায়া মাসেয়ের পুত্র, মাসেয় ঈথীয়েলের পুত্র, ঈথীয়েল যিশায়াহের পুত্র,


আর বারূকের পুত্র মাসেয়, বারূক কলহোষির পুত্র, কলহোষি হসায়ের পুত্র, হসায় অদায়ার পুত্র, অদায়া যোয়ারীবের পুত্র, যোয়ারীব সখরিয়ের পুত্র, সখরিয় শীলোনীয়ের পুত্র।


হশূমের সন্তানদের মধ্যে মত্তনয়, মত্তত্ত, সাবদ, ইলিফেলট, যিরেময়, মনঃশি ও শিমিয়ি।


বানির সন্তানদের মধ্যে মশুল্লম, মল্লক ও অদায়া, যাশূব, শাল ও যিরমোৎ।


শাস্ত্রবিদ ও ফরিশীরা মোশির আসন গ্রহণ করেছে।


(শলোমন পাঁচ হাত লম্বা, পাঁচ হাত চওড়া ও তিন হাত উঁচু ব্রোঞ্জের একটি বেদী তৈরী করিয়েছিলেন। সেটিকে তিনি প্রাঙ্গণের মাঝখানে রেখে তার উপরে উঠে নতজানু হলেন যেন সকলে তাঁকে দেখতে পায়। তারপর স্বর্গের দিকে দুহাত তুলে ধরলেন।)


তিনি জলদ্বারের সামনের চত্বরে দাঁড়িয়ে নরনারী ও বোধশক্তিসম্পন্ন লোকদের কাছে ভোরবেলা থেকে দুপুর পর্যন্ত উচ্চস্বরে বিধানশাস্ত্র পাঠ করলেন। সমস্ত লোক মনোযোগ দিয়ে বিধানশাস্ত্রের পাঠ শুনল।


ইষ্রা সমস্ত লোকের সমনে উঁচু একটি মঞ্চে গিয়এ দাঁড়ালেন। সকলের দৃষ্টি তাঁর দিকে নিবদ্ধ হল। তিনি পুস্তকটি খুললেন। সব লোক উঠে দাঁড়াল।


তারা দিনে তিন ঘণ্টা ধরে তাদের প্রভু পরমেশ্বরের বিধানপুস্তক থেকে পাঠ করত, তারপরের তিন ঘণ্টা তারা পাপ স্বীকার ও তাদের প্রভু পরমেশ্বরের আরাধনায় কাটাত।


লেবীয়দের জন্য নির্দিষ্ট সোপানে দাঁড়িয়ে যেশূয়, বানি, কদমীয়েল শবনিয়, বুন্নি, শেরেবিয়, বানি ও কেনানি তাদের প্রভু পরমেশ্বরকে উচ্চকণ্ঠে আহ্বান করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন