Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 8:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 সেই অনুরোধ অনুযায়ী সপ্তম মাসের প্রথম দিনে পুরোহিত ইষা এই সমাবেশের সামনে বিধান শাস্ত্র উপস্থিত করলেন। এই সমাবেশে ছিল নরনারী ও সমস্ত বোধশক্তি সম্পন্ন মানুষ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 তাতে সপ্তম মাসের প্রথম দিনে ইমাম উযায়ের সমাজের সম্মুখে, স্ত্রী পুরুষ এবং যারা শুনে বুঝতে পারে, তাদের সম্মুখে সেই শরীয়ত-কিতাব আনলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 সুতরাং সপ্তম মাসের প্রথম দিনে যাজক ইষ্রা সমাজের সামনে, স্ত্রী ও পুরুষ এবং যারা শুনে বুঝতে পারে, তাদের সামনে বিধানপুস্তক আনলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 তাহাতে সপ্তম মাসের প্রথম দিনে ইষ্রা যাজক সমাজের সম্মুখে, স্ত্রী পুরুষ এবং যাহারা শুনিয়া বুঝিতে পারে, তাহাদের সম্মুখে সেই ব্যবস্থা-পুস্তক আনিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 সকলের অনুরোধে ইষ্রা জনসমক্ষে বিধিপুস্তকটি বার করলেন। এটি ছিল সপ্তম মাসের প্রথম দিন; ঐ জনসমাগমে ছিল পুরুষ, মহিলা এবং ঈশ্বরের বিধি শোনা ও বোঝার মত বয়স হয়েছে এমন ব্যক্তিরা।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 তাতে সপ্তম মাসের প্রথম দিনের যাজক ইষ্রা স্ত্রী পুরুষ এবং যারা শুনে বুঝতে পারে তাদের সামনে সেই ব্যবস্থার বইটি নিয়ে আসলেন।

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 8:2
14 ক্রস রেফারেন্স  

তুমি ইসরায়েলীদের বল, সপ্তম মাসের প্রথম দিনটি তোমরা বিশেষ পবিত্র বিশ্রাম দিবসরূপে পালন করবে। ঐ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য তোমরা তুরীধ্বনি দেবে এবং ঐ দিনে তোমাদের পবিত্র সমাবেশ অনুষ্ঠিত হবে।


প্রকৃতপক্ষে যাজকের ওষ্ঠাধরই প্রজ্ঞার আধার, লোকে তার মুখ থেকেই উপদেশ শোনে কারণ সে সর্বাধিপতি ঈশ্বরের বার্তাবহ।


সপ্তম মাসের প্রথম দিনে পুণ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সেদিন তোমরা বিশেষ কোন কাজ করবে না। সেই দিন তূর্যধ্বনি সহযোগে ঘোষণার দিন।


কারণ সেই আদি যুগ থেকেই মোশির এই বিধান প্রতি সাব্বাথ দিনে ইহুদীদের সমস্ত সমাজভবনে পাঠ করা হয়েছে এবং নগরে প্রচারিত হয়েছ।


লোকে আমার বিরুদ্ধে অভিযোগ করে। বলে, ও কাকে শিক্ষা দেবে? কে ওর কাছে জ্ঞান নেবে? একমাত্র ছোট শিশুই ওর কথা শুনবে, যে সবেমাত্র স্তন্যপান ত্যাগ করেছে।


স্বরাজ্যে সিংহাসনে আরোহণের সময় সে নিজের জন্য লেবীয় পুরোহিতদের রক্ষণাধীন এই বিধি ব্যবস্থার অনুলিপি একটি পুস্তকে লিপিবদ্ধ করবে।


বিধানের বাণী শুনে লোকেরা কাঁদতে লাগল। তখন শাসক নহিমিয়, পুরোহিত-অধ্যপক ইষ্রা এবং লেবীয়েরা যাঁরা লোকদের শিক্ষা দিচ্ছিলেন, তাদের সকলকে বললেন, এই দিনটি তোমাদের প্রভু পরমেশ্বরের কাছে পবিত্র। তোমরা শোক বা বিলাপ করবে না।


সেই একই মাসের চব্বিশ তারিখে ইসরায়েলীরা তাদের পাপের জন্য তীব্র অনুশোচনায় উপবাস করে, চটের বস্ত্র পরিধান করে, মাথায় ধূলা মেখে একত্র সমবেত হল।


মোশি যে সব নির্দেশ দিয়েছিলেন, যিহোশূয় সমগ্র ইসরায়েলী সমাজ, নারী, বালক-বালিকা ও তাদের মধ্যে বসবাসকারী প্রবাসী - সর্বসমক্ষে সমস্তই পাঠ করলেন, একটি কথাও বাদ দিলেন না।


উৎসবের প্রথম দিন থেকে শেষদিন পর্যন্ত প্রতিদিন নিয়মিতভাবে ঈশ্বরের বিধান পুস্তক পাঠ করা হত। সপ্তাহব্যাপী উৎসব পালনের পর বিধি-অনুসারে অষ্টম দিনে মহাসমারোহে সমাপ্তি উৎসব পালিত হয়েছিল।


সকলকে, তাদের ভ্রাতাদের এবং সম্ভ্রান্তব্যক্তিদের সঙ্গে শপথ ও শপথভঙ্গের অভিশাপ দ্বারা নিজেদের এই চুক্তির বন্ধনে আবদ্ধ করল যে, ঈশ্বরের সেবক মোশির মাধ্যমে দেওয়া ঈশ্বরের অনুশাসনগুলি তারা পালন করবে আর আমাদের প্রভু পরমেশ্বরের সমস্ত আদেশ, বিধান ও অনুশাসনগুলি সযত্নে মেনে চলবে।


একদিন মোশির পুস্তক সকলের সামনে উচ্চস্বরে পাঠ করা হল। সেখানে এক জায়গায় লেখা ছিল, আম্মোনী বা মোয়াবী কোন লোক কখনই ঈশ্বরের উদ্দেশে কোন সমাবেশে প্রবেশের অধিকার পাবে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন