Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 7:72 - পবিএ বাইবেল CL Bible (BSI)

72 বাকী লোকেরা দিয়েছিল 20,000 স্বর্ণমুদ্রা, 2000 রৌপ্যমুদ্রা এবং পুরেহিতদের জন্য 67টি বস্ত্র।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

72 দুই হাজার মানি রূপা ও ইমামদের জন্য সাতষট্টিটি কোর্তা দিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

72 বাকি লোকেরা মোট 20,000 অদর্কোন সোনা ও 2,000 মানি রুপো এবং যাজকদের জন্য 67-টি পোশাক দিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

72 অন্য লোকেরা স্বর্ণের বিংশতি সহস্র অদর্কোন, দুই সহস্র মানি রৌপ্য ও যাজকদের জন্য সাতষট্টিটী অঙ্গরক্ষক দিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

72 সব মিলিয়ে অন্যান্য ব্যক্তিরা 375 পাউণ্ড স্বর্ণমুদ্রা, 1 1/3 টন রূপা এবং যাজকদের জন্য 67 টি বস্ত্রখণ্ড দিয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

72 বাকি লোকেরা দিল মোট সোনার কুড়ি হাজার অর্দকোন, দুই হ্যাঁজার মানি রূপা ও যাজকদের জন্য সাতষট্টিটা পোশাক।

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 7:72
5 ক্রস রেফারেন্স  

কোন কোন গোষ্ঠীপতি দান করেছিলেন 20000 স্বর্গমুদ্রা 2200 রৌপ্যমুদ্রা।


পুরোহিতেরা, লেবীয়েরা, দ্বাররক্ষকেরা, গায়কেরা এবং কিছু সংখ্যক লোকসহ উপাসনাগৃহের ভৃত্যেরা ও ইসরায়েল বংশীয় বাকী লোকেরা নিজেদের শহরে বসতি স্থাপন করেছিল।


পুরোহিত হিল্‌কিয়, অহিকাম, আখবর, শাফন ও আসাইয়াহ্ হুল্‌দা নামে এক মহিলা নবীর কাছে পরামর্শ চাইতে গেলেন। ইনি জেরুশালেমের নবনির্মিত এলাকায় থাকতেন। এঁর স্বামী হারহাসের পৌত্র, তিকভার পুত্র শাল্লুম ছিলেন মন্দিরের বস্ত্রাগারের অধ্যক্ষ। তাঁরা গিয়ে হুল্‌দাকে সমস্ত ঘটনা জানালেন।


ইসরায়েলীরা নিজ নিজ নগর জনপদে স্থায়ীভাবে বসতি স্থাপন করার পর সপ্তম মাসে তারা সকলে জেরুশালেমে সমবেত হল।


অবশিষ্ট লোকেরা: পুরোহিত, লেবীয়, দ্বাররক্ষক, গায়ক, আরাধনাগৃহের ভৃত্য এবং যারা ঈশ্বরের বিধানের জন্য সন্নিহিত জাতিদের থেকে নিজেদের পৃথক করেছিল, তারা তাদের স্ত্রী এবং বোধশক্তি সম্পন্ন পুত্র-কন্যাদের


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন