নহিমিয় 7:71 - পবিএ বাইবেল CL Bible (BSI)71 কোন কোন গোষ্ঠীপতি দান করেছিলেন 20000 স্বর্গমুদ্রা 2200 রৌপ্যমুদ্রা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস71 কয়েকজন পিতৃকুলপতি সেই কাজের ভাণ্ডারে সোনার বিশ হাজার অদর্কোন ও দুই হাজার দুই শত মানি রূপা দিল। অন্য লোকেরা সোনার বিশ হাজার অদর্কোন, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ71 কয়েকজন পিতৃকুলপতি ভাণ্ডারে এই কাজের জন্য 20,000 অদর্কোন সোনা ও 2,200 মানি রুপো দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)71 কয়েক জন পিতৃকুলপতি সেই কর্ম্মের ভাণ্ডারে স্বর্ণের বিংশতি সহস্র অদর্কোন ও দুই সহস্র দুই শত মানি রৌপ্য দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল71 বিভিন্ন পরিবারের প্রধানরা কাজ চালিয়ে যাওয়ার জন্য 375 পাউণ্ড স্বর্ণমুদ্রা এবং 1 1/3 টন পরিমাণ রূপো দান করেছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী71 বংশের প্রধান লোকদের মধ্যে কেউ কেউ এই কাজের জন্য সোনার কুড়ি হ্যাঁজার অর্দকোন ও দুই হ্যাঁজার দুশো মানি রূপা ধনভান্ডারে দিলেন। অধ্যায় দেখুন |