6 যারা বন্দীরূপে নীত হয়েছিল, ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসার যাদেরকে বন্দী করে নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে প্রদেশের এই লোকেরা বন্দীদশা থেকে যাত্রা করে জেরুশালেম ও এহুদাতে যার যার নগরে ফিরে এল;
6 ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার যাদের বন্দি করে নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে সেই প্রদেশের এইসব লোকজন নির্বাসন কাটিয়ে জেরুশালেম ও যিহূদায় নিজের নিজের নগরে ফিরে এসেছিল।
6 এই ইহুদীরা বন্দীদশা থেকে জেরুশালেম এবং যিহূদায় ফিরে এসেছিল। রাজা নবূখদ্নিৎসর এদের বন্দী করে বাবিলে নিয়ে গিয়েছিলেন। এরা হল: যেশূয়, নহিমিয়, অসরিয়, রয়মিয়া, নহমানি,
6 যারা বন্দী অবস্থায় আনা হয়েছিল, বাবিলের রাজা নবূখদনিত্সর যাদেরকে বন্দী করে নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে প্রদেশের এই লোকেরা বন্দী অবস্থা থেকে গিয়ে যিরূশালেম ও যিহূদাতে নিজের নিজের শহরে ফিরে আসল;
সম্রাটের কাছে আমাদের নিবেদন এই যে মহামান্য সম্রাট নিশ্চয় অবগত আছেন যে আমরা যিহুদীয়া প্রদেশ পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে দেখলাম, মহান ঈশ্বরের মন্দির বড় বড় পাথর দিয়ে পুনর্নির্মাণ করা হচ্ছে এবং তার সঙ্গে দেওয়ালে কাঠ ব্যবহার করা হচ্ছে। খুব যত্ন সহকারেই কাজ হচ্ছে এবং সুসংহতভাবে কাজের অগ্রগতি হচ্ছে।
তারা আমাকে বলেছিল যে, বন্দীদশা থেকে অবশিষ্ট যারা রক্ষা পেয়েছিল তারা সেই প্রদেশে মহাকষ্ট এবং লাঞ্ছনা ভোগ করছে। জেরুশালেমের প্রাচীর ভেঙ্গে গেছে আর আগুনে তার সব দ্বারগুলি পুড়ে গেছে।
এদের নেতা ছিলেন সরুব্বাবিল, যেশূয়, নহিমিয়, অসরিয়, রয়মিয়া, নহমানি, মর্দখয়, বিলশন, মিস্পরৎ, বিগবয়, নহূম ও বানা।ইসরায়েলের লোকদের তালিকা—এরা বিভিন্ন গোষ্ঠীর বংশধর ছিল: