Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 7:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 যেশূয় ও যোয়াবের বংশধরদের মধ্যে পহৎমোয়াবের বংশধর 2818

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 যেশূয় ও যোয়াবের সন্তানদের মধ্যে পহৎ —মোয়াবের সন্তান দুই হাজার আট শত আঠার জন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 পহৎ-মোয়াবের বংশধর (যেশূয় ও যোয়াবের সন্তানদের মধ্যে) 2,818 জন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 যেশূয় ও যোয়াবের সন্তানদের মধ্যে পহৎ-মোয়াবের সন্তান দুই সহস্র আট শত আঠার জন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 যেশূয় ও যোয়াবের পরিবারগোষ্ঠীর পহৎ-মোয়াবের উত্তরপুরুষ 2818

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 যেশূয় ও যোয়াবের বংশধরদের মধ্যে পহৎ মোয়াবের বংশধর দুই হাজার আটশো আঠারো জন;

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 7:11
6 ক্রস রেফারেন্স  

প্রজাদের নেতৃবর্গ: পারোশ, পহৎ-মোয়াব, এলম, সত্তু, বানি, বুন্নি, অসগদ, বেবয়, অদনিয়, বিগবয়, আদীন, আটেয়, হিষ্কিয়, অসূর, হোদিয়, হশুম, বেৎসয়, হারীফ, অনাথোৎ, নবয়, মগপীয়স, মশুল্লম, হেষীর, মশেষবল, সাদোক, যদ্দূয়, পলটিয়, হানন, অনীয়, হোশেয়, হনানিয়, হশূব, হলোহেশ, পিল্‌হ, শোবেক, রহূম, হুশব্‌ন, মাসেয়, অহিয়, হানন, অনান, মল্লুক, হারীম, বানা।


অধ্যাপক ইষা সেই উপলক্ষে তৈরী একটি কাঠের উঁচু মঞ্চে দাঁড়িয়েছিলেন। তাঁর ডান দিকে মত্তিথিয়, শেমা, অনায়, উরিয়, হিল্কিয় আর মাসেয় এবং তার বাম দিকে পদায়, মীশায়েল মল্কিয়, হশুম, হশবদ্দানা, সখরিয় ও মশুল্লম দাঁড়িয়েছিলেন।


হারীমের পুত্র মল্কিয় আর পহৎ, মোয়াবের পুত্র হশূব অন্য একটি অংশ এবং উনানের দুর্গ মেরামত করেছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন