Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 6:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 তারা সবাই এইভাবে আমাদের ভয় দেখাবার চেষ্টা করছিল যাতে আমরা দুর্বল হয়ে কাজ বন্ধ করে দিই।কিন্তু আমি প্রার্থনা করলাম, হে ঈশ্বর আমাকে শক্তি দাও।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 কারণ তারা সকলে আমাদেরকে ভয় দেখাতে চাইত, বলতো, এই কাজে ওদের হাত দুর্বল হোক, তাতে তা সমাপ্ত হবে না। কিন্তু এখন, হে আল্লাহ্‌, তুমি আমার হাত সবল কর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 তারা সকলে আমাদের ভয় দেখবার চেষ্টা করছিল, মনে করছিল, “এই কাজ করার জন্য ওদের হাত দুর্বল হয়ে যাবে, এবং তা সম্পূর্ণ হবে না।” কিন্তু আমি প্রার্থনা করলাম, “এখন আমার হাত শক্তিশালী করো।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 কারণ তাহারা সকলে আমাদিগকে ভয় দেখাইতে চাহিত, বলিত, এই কর্ম্মে উহাদের হস্ত দুর্ব্বল হউক, তাহাতে তাহা সমাপ্ত হইবে না। কিন্তু এখন, [হে ঈশ্বর,] তুমি আমার হস্ত সবল কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 আসলে আমাদের শত্রুরা আমাদের ভয় দেখাতে চেষ্টা করছিল। ওরা ভাবছিল, “এসব করলে ইহুদীরা ভয় পেয়ে কাজ বন্ধ করে দেবে আর দেওয়ালের কাজও শেষ হবে না।” কিন্তু আমি প্রার্থনা করেছিলাম, “হে ঈশ্বর, আমাকে শক্তি দাও।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 কারণ তারা সবাই আমাদেরকে ভয় দেখাতে চাইত, এই কাজে ওদের হাত দুর্বল হোক, তাতে তা শেষ হবে না। কিন্তু এখন হে ঈশ্বর, তুমি আমার হাত শক্ত কর।

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 6:9
23 ক্রস রেফারেন্স  

যেদিন আমি ডেকেছি তোমায়, তুমি দিয়েছ সাড়া আমার প্রাণে শক্তি দিয়ে তুমি আমায় করেছ শক্তিমান।


যীশু খ্রীষ্টের মাধ্যমে সর্ব অনুগ্রহের আধার ঈশ্বর তাঁর শাশ্বত মহিমা তোমাদের দান করার জন্য আহ্বান করেছেন। তিনিই এই ক্ষণস্থায়ী নির্যাতন ভোগের পর তোমাদের সক্ষম, সবল, সুস্থ এবং সুপ্রতিষ্ঠিত করবেন।


সুতরাং তেআমরা তোমাদের শিথিল বাহু তুলে ধর, অবসন্ন চরণ দুখানি সবল কর, দৃঢ় পদে উঠে দাঁড়াও।


যিনি আমাকে শক্তি জোগান, তাঁর শক্তিতে আমি সব কিছু করতে পারি।


যেন তিনি তাঁর ঐশ্বর্যের ভাণ্ডার থেকে তোমাদের বর দান করেন যেন তাঁর আত্মার শক্তিতে তোমাদের অন্তরের সত্তা সবল হয়ে ওঠে,


কিন্তু তিনি আমাকে বলেছেন, আমার অনুগ্রহই তোমার পক্ষে যথেষ্ট, যেখানে দুর্বলতা সেখানেই আমার শক্তি পূর্ণরূপে প্রকাশিত হয়। সেইজন্য আমি আমার দুর্বলতা সম্পর্কে সানন্দে গর্ব করব যেন খ্রীষ্টের শক্তি আমার মধ্যে সঞ্চারিত হয়।


ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি! আমি তোমার ঈশ্বর, হতাশ হয়ো না তুমি! আমি তোমায় শক্তিমান করব সাহায্য করব তোমায়, আমি তোমার রক্ষা করব, উদ্ধার করব তোমায়!


প্রত্যেকে নিজ নিজ পুত্রকন্যাদের জন্য অত্যন্ত শোকার্ত হয়ে পড়েছিল। তারা দাউদকে পাথর মেরে হত্যা করার কথা আলোচনা করতে লাগল।দাউদ খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন কিন্তু তিনি তাঁর আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উপর নির্ভর করে শক্তি সঞ্চয় করলেন।


শেষ কথা এই, তোমরা প্রভুর বলে বলীয়ান হও, তাঁরই পরাক্রমে হও পরাক্রান্ত।


পদস্থ কর্মচারীরা রাজার কাছে গিয়ে বলল, এই লোকটির মৃত্যুদণ্ড হওয়া উচিত। কারণ এই সমস্ত কথা বলে এ আমাদের সৈন্যদলের মনোবল ভেঙ্গে দিচ্ছে এবং নগরীতে অবশিষ্ট অধিবাসীদের মনও এভাবে দুর্বল করে তুলছে। মানুষকে সাহস দিয়ে সাহায্য করার কোনও চেষ্টাই নেই তার, বরং সে কেবল তাদের অমঙ্গল করতে চায়।


কিন্তু তোমরা বিচলিত হয়ো না, তোমরা হবে সবল ও শক্তিমান। তোমরা যে কাজ করবে, তার জন্য পুরস্কৃত হবে।


হে প্রভু পরমেশ্বর, আমি তোমারই শরণ নিয়েছি, কখনও লজ্জিত হতে দিও না আমায়।


হে সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, যখন আমি উদ্বেগ ও ভয়ে বিহ্বল হয়ে পড়ি, তখন তোমারই উপরে স্থাপন করি আমার সকল আস্থা।


তখন আমি প্রার্থনা করলাম, হে আমার ঈশ্বর, টোবিয় আর সনবল্লট যা করেছে তার জন্য তাদের স্মরণ কর। সেই নোয়াদিয়া মহিলা নবী এবং অন্য সব প্রবক্তা, যারা আমাকে ভীতি প্রদর্শন করছে তাদেরও স্মরণ করো।


ভয়াবহ মর্যাদা ও সম্ভ্রমে বিরাজিত ঈশ্বর আপন পবিত্র মন্দিরে! ইসরায়েলের ঈশ্বর তিনি, তিনিই আপন প্রজাদের জোগান শক্তি ও সামর্থ্য। ধন্য ঈশ্বর!


নগরের প্রচীরের উপরে জেরুশালেমের যে লোকেরা বসে ছিল তাদের ভয় দেখিয়ে মনোবল ভেঙ্গে দেবার জন্য আসিরীয় রাজকর্মচারীরা চীৎকার করে হিব্রু ভাষায় এই সমস্ত কথা বলল যাতে সহজে নগর অধিকার করা যায়।


আমার শক্তিতে আমি তাদের করব শক্তিমান, আমার নামেই তারা করবে অভিযান— এ কথা বলেছেন প্রভু পরমেশ্বর।


তাদের প্রতিবেশীরা মন্দিরের জন্য স্বেচ্ছাদান, এবং এ ছাড়াও রূপোর বাসনপত্র, সোনা প্রয়োজনীয় দ্রব্যসম্ভার, ভারবাহী পশু ও মূল্যবান বস্তু দিয়ে তাদের সাহায্য করল।


তারপর আমি ব্যাবিলনরাজের বাহুদুটিতে শক্তি সঞ্চার করব এবং আমার তরবারি তার হাতে তুলে দেব। কিন্তু মিশররাজের হাত দুটি আমি ভেঙ্গে দেব, সে মৃত্যু যন্ত্রণায় তার শত্রুদের সামনেই আর্তনাদ করবে।


সজীব করেন তিনি শ্রান্তজনকে দুর্বলকে করেন শক্তিদান।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন