Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 6:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 তারপর পঞ্চমবার সনবল্লট তার সহকারীকে একই বার্তা দিয়ে আমার কাছে পাঠাল। তার হাতে একটি খোলা চিঠি ছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 পরে সন্‌বল্লট একইভাবে পঞ্চমবার আমার কাছে তার ভৃত্যকে পাঠাল, তার হাতে একটি খোলা চিঠি ছিল;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 তারপর, পঞ্চমবার, সন্‌বল্লট একই সংবাদ তার চাকরকে দিয়ে আমার কাছে পাঠাল, আর তার হাতে একটি খোলা চিঠি ছিল

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 পরে সন্‌বল্লট ঐ প্রকারে পঞ্চম বার আমার নিকটে আপন চাকরকে পাঠাইল, তাহার হস্তে এক মুক্ত পত্র ছিল;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 তারপর পঞ্চমবার সন্‌বল্লট ওর নিজের এক সাহায্যকারীর মাধ্যমে আমাকে একই আমন্ত্রণ পাঠালো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 পরে পঞ্চম বারে সন্‌বল্লট ঐভাবে তার চাকরকে আমার কাছে পাঠিয়ে দিল। তার হাতে একটা খোলা চিঠি ছিল;

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 6:5
7 ক্রস রেফারেন্স  

অধর্মের সর্বপ্রকার ছলনার দ্বারা সে ধ্বংস পথযাত্রীদের প্রতারিত করবে। কারণ পরিত্রাণ লাভের জন্য যে সত্যনিষ্ঠা প্রয়োজন তা তাদের ছিল না।


ঈশ্বর-দত্ত রণসজ্জায় সজ্জিত হও যেন শয়তানের সমস্ত ছল-চাতুরীর বিরুদ্ধে দাঁড়াতে পার।


যেন শয়তান আমাদের বিরুদ্ধে কোন সুযোগ গ্রহণ করতে না পারে। তার ছলচাতুরী আমরা ভাল করেই জানি।


চারবার তারা একই কথা আমার কাছে বলে পাঠাল আর প্রত্যেকবার আমি একই উত্তর দিলাম।


তাতে লেখা ছিল: জাতিবৃন্দের মধ্যে এই কথা প্রচারিত হচ্ছে আর গেশম বলছে যে এ কথা সত্য যে আপনি আর ইহুদীরা বিদ্রোহ করার ষড়যন্ত্র করছেন, সেইজন্য আপনারা প্রাচীর নির্মাণ করছেন। উপরন্তু এই সব সংবাদ অনুযায়ী আপনি তাদের রাজা হতে চলেছেন, এমনকি জেরুশালেমে আপনার বিষয়ে এই কথা ঘোষণা করার জন্য আপনি প্রবক্তাদের নিযুক্ত করেছেন। যিহুদীয়াদেশে একজন রাজা আছেন। এই খবর অবশ্যই রাজার কাছে পৌঁছাবে। তাই, আসুন আমরা একসঙ্গে পরামর্শ করি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন