Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 6:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 তখন সনবল্লট আর গেশম আমার কাছে এই বার্তা পাঠাল, আসুন আমরা ওনোর সমতলভূমিতে কোন একটি গ্রামে একসঙ্গে মিলিত হই। অবশ্য তখনও সিংহদ্বারের কপাটগুলি লাগান হয়নি। কিন্তু তারা আমার ক্ষতি করার ষড়যন্ত্র করছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 তখন সন্‌বল্লট ও গেশম লোক দ্বারা আমার কাছে এই কথা বলে পাঠাল, এসো, আমরা কোন উপত্যকার কোন পল্লীগ্রামে একত্র হই। কিন্তু তারা আমার ক্ষতি করতে মনস্থ করেছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 সন্‌বল্লট ও গেশম আমাকে এই কথা বলে পাঠাল “আসুন, আমরা ওনো সমস্থলীর কোনও গ্রামে মিলিত হই।” কিন্তু তারা আমার ক্ষতি করার ষড়যন্ত্র করছিল;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 তখন সন্‌বল্লট ও গেশম লোক দ্বারা আমার কাছে এই কথা বলিয়া পাঠাইল, আইস, আমরা ওনো সমস্থলীর কোন পল্লীগ্রামে একত্র হই। কিন্তু তাহারা আমার হিংসা করিতে মনস্থ করিয়াছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 অতএব সন্‌বল্লট ও গেশম তখন আমাকে একটি খবর পাঠাল: “চলো নহিমিয়: ওনো সমভূমির কেফিরিন শহরে আমরা সাক্ষাৎ করি।” কিন্তু ওরা আমার ক্ষতি করার পরিকল্পনা করেছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 তখন সন্‌বল্লট আর গেশম লোকের মাধ্যমে আমাকে এই কথা বলে পাঠাল, “এস, আমরা ওনো সমভূমির কোনো গ্রামে মিলিত হই।” কিন্তু তারা আমার ক্ষতি করবার ষড়যন্ত্র করেছিল।

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 6:2
15 ক্রস রেফারেন্স  

ধার্মিকের বিরুদ্ধে চক্রান্ত করে দুর্জন, তাকে দেখে জর্জরিত হয় সে দুর্বার ক্রোধ ও চরম ঘৃণায়।


এলপালের তিন পুত্র: এবর, মিশিয়ম ও শেমদ। ওনো ও লোদ জনপদ এবং তার সন্নিহিত সমস্ত গ্রামগুলির পত্তন করেছিলেন শেমদ।


লোদ ও ওনোতে বাস করত। প্রকৃতপক্ষে যিহুদীয়ার লোকেরা দক্ষিণে বেরশেবা থেকে উততরে কারিগরদের উপত্যকা পর্যন্ত স্থানে বসবাস করত।


তাই তারা দল বেঁধে ভিড় করে তোমার কথা শুনতে আসে। আসলে কিন্তু তুমি তাদের যা করতে বল, সেই মত কাজ আদৌ তারা করবে না কারণ এ তাদের মুখের কথা, মনের কথা নয়। তারা নিজেদের লোভ-লালসার পথেই চলতে থাকে।


তারা সকলে একসঙ্গে বসে খাবার সময় ইশ্মায়েল ও তার সঙ্গীরা তরবারির আঘাতে গদলিয়কে হত্যা করল।


মানুষ কিসের জন্য এত পরিশ্রম করে, তা-ও জেনেছি আমি। এর কারণ প্রতিবেশীর সাথে মানুষের প্রতিদ্বন্দিতা। কিন্তু এ-ও তো অসার আলেয়ার পিছনে ছুটে চলা।


দুষ্টলোক ধার্মিকের প্রতি লক্ষ্য রাখে তাকে বধ করার চেষ্টা করে সে।


সত্য কথা বলে না কেউ কারো কাছে, সকলেই দক্ষ স্তাবকতায়, মনে মুখে তারা এক নয়।


যোয়াব অমাসাকে বললেন, ভাল আছ তো ভাই? এই বলে ডান হাতে তার থুতনি ধরে তাকে চুমু দিতে গেলেন।


অবনের হিব্রোণে এলে যোয়াব তাঁকে নগরদ্বার দিয়ে শহরের ভিতরে নিয়ে গেলেন এবং গোপন কথা বলার ছলে একধারে নিয়ে গিয়ে তাঁর পেটে ছুরি চালিয়ে হত্যা করলেন। এইভাবে যোয়াব-তাঁর ভাই অসাহেলের হত্যার প্রতিশোধ নিলেন।


তাই আমি তাদের কাছে দূতের মারফৎ বলে পাঠালাম, আমি একটি বিরাট পরিকল্পনা নিয়ে কাজ করছি, তাই তোমাদের কাছে নেমে যেতে পারছি না। আমি কাজ ছেড়ে তোমাদের কাছে নীচে নেমে গেলে কাজ বন্ধ হয়ে যাবে।


তারপরে জেরুশালেমের চারপাশের প্রদেশের যাজকেরা মেরামতের কাজ করেছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন