Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 6:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18 কারণ যিহুদীয়াতে অনেকে তাঁর কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিল যেহেতু তিনি আরহের পুত্র শখনিয়ের জামাতা ছিলেন এবং তাঁর পুত্র যিহোহানন বেরিখিয়ের পুত্র মশুল্লমের কন্যাকে বিবাহ করেছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 কারণ এহুদার মধ্যে অনেকে তার পক্ষে শপথ করেছিল; কারণ সে আরহের পুত্র শখনিয়ের জামাতা ছিল এবং তার পুত্র যিহোহানন বেরিখিয়ের পুত্র মশুল্লমের কন্যাকে বিয়ে করেছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 কারণ যিহূদার অনেকে তার কাছে শপথ করেছিল, কারণ সে আরহের ছেলে শখনিয়ের জামাই ছিল, এবং তার ছেলে যিহোহানন বেরিখিয়ের ছেলে মশুল্লমের মেয়েকে বিয়ে করছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 কারণ যিহূদার মধ্যে অনেকে তাহার পক্ষে শপথ করিয়াছিল; কারণ সে আরহের পুত্র শখনিয়ের জামাতা ছিল, এবং তাহার পুত্র যিহোহানন বেরিখিয়ের পুত্র মশুল্লমের কন্যাকে বিবাহ করিয়াছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 তারা ঐসব চিঠি লিখেছিল কারণ যিহূদাতে বহু লোক তার প্রতি বিশ্বস্ত থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কারণ টোবিয়, আরহের পুত্র শখনিয়ের জামাতা ছিল। উপরন্তু টোবিয়ের পুত্র যিহোহানন বেরিখিয়ের পুত্র মশুল্লমের কন্যাকে বিয়ে করেছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 কারণ যিহূদার মধ্যে অনেকে তার পক্ষে শপথ করেছিল, কারণ সে ছিল আরহের ছেলে শখনিয়ের জামাই এবং তার ছেলে যিহোহানন বেরিখিয়ের ছেলে মশুল্লমের মেয়েকে বিয়ে করেছিল।

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 6:18
7 ক্রস রেফারেন্স  

তাঁর পরে শেলিমিয়ের পুত্র হনানিয় আর সালফের ষষ্ঠ পুত্র হানুন আর একটি অংশ মেরামত করেছিলেন। তাঁদের পর বেরিখিয়ের পুত্র মশুল্লম তাঁর বাসগৃহের বিপরীত দিক মেরামত করেছিলেন।


হক্কোসের পৌত্র, উরীয়ের পুত্র মেরেমথ প্রাচীরের পরবর্তী অংশ মেরামত করলেন। মশেষবলের পৌত্র, বেরিখিয়ের পুত্র মশুল্লম তার সংলগ্ন অংশ মেরামত করলেন। তার ঠিক পরের অংশ, বানার পুত্র সাদোক পুনর্নির্মাণ করলেন।


হনানিয়-এর দুই পুত্র: পলটিয়া ও যিশাইয়াহ্। যিশাইয়াহ্-এর পুত্র রফায়, তাঁর পুত্র অর্ণন। তাঁর পুত্র ওবদিয়াহ্, তাঁর পুত্র শখনিয়।


সেই সময়ে যিহুদীয়ায় উচ্চপদস্থ ব্যক্তিবর্গ ও টোবিয়ের মধ্যে চিঠিপত্রের আদানপ্রদান চলছিল।


উপরন্তু তারা তার সৎকাজগুলির বিষয় আমাকে এসে বলত আর আমি যা বলতাম সেই সব কথা তাঁর কাছে গিয়ে বলত। আর টোবিয় আমাকে ভয় দেখিয়ে চিঠি লিখত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন