Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 6:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 আমি বুঝতে পেরেছিলাম যে সে ঈশ্বরপ্রেরিত ব্যক্তি নয়। কিন্তু টোবিয় আর সনবল্লট তাকে ঘুষ দিয়েছিল যাতে সে আমাকে এই কথা বলে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 আর আমি টের পেলাম, দেখ, আল্লাহ্‌ তাকে পাঠান নি, সে আমার বিপক্ষে ভবিষ্যদ্বাণী উচ্চারণ করেছে এবং টোবিয় ও সন্‌বল্লট তাকে ঘুষ দিয়েছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 আমি বুঝতে পারলাম যে ঈশ্বর তাকে পাঠাননি, কিন্তু সে আমার বিরুদ্ধে ভাবোক্তি বলেছে যেহেতু টোবিয় ও সন্‌বল্লট তাকে ভাড়া করেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 আর আমি টের পাইলাম, দেখ, ঈশ্বর তাহাকে পাঠান নাই, সে আমার বিপক্ষে ভাবোক্তি উচ্চারণ করিয়াছে, এবং টোবিয় ও সন্‌বল্লট তাহাকে ঘুষ দিয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 আমি জানতাম যে আমাকে সাবধান করতে ঈশ্বর শময়িয়কে পাঠান নি। আমি বুঝতে পারলাম যে সে আমার বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী করেছিল কারণ টোবিয় ও সন্‌বল্লট তাকে তা করার জন্য টাকা দিয়েছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 আর আমি বুঝতে পারলাম যে, ঈশ্বর তাকে পাঠান নি; বলে সে আমার বিরুদ্ধে ভাববাণী বলেছে এবং টোবিয় আর সন্‌বল্লট তাকে ঘুষ দিয়েছে।

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 6:12
20 ক্রস রেফারেন্স  

তোমাদের প্রবঞ্চনা আমার সেই সরল সৎ প্রজাদের হতোদ্যম করেছে যাদের আমি আঘাত করতে চাই না। মন্দ লোকেরা মন্দ পথ ত্যাগ করে বাঁচতে চাইলে তাদের তোমরা বাধা দাও।


দারুচিনি, এলাচ, সুগন্ধি ধূপ, আতর, গুগ্‌গুল, সুরা, তেল, ময়দা, গম, পশু ও মেষ, অশ্ব, রথ, ক্রীতদাস এবং ‘মানুষের জীবন’।


লোভের বশে এরা মিথ্যা বলবে এবং অন্যায়ভাবে তোমাদের শোষণ করবে। বহুপূর্বে তাদের সম্পর্কে উচ্চারিত দণ্ডাদেশ বৃথা হবে না, ধ্বংসের হাত থেকে তারা রেহাই পাবে না।


ঈশ্বরের যে মেষপাল তোমাদের তত্ত্বাবধানে আছে, তাদের পালন কর। বাধ্য হয়ে নয়, কিন্তু স্বেচ্ছায়, ঈশ্বর যেভাবে চান সেইভাবে। কোন স্বার্থসিদ্ধির জন্য নয়, কিন্তু আগ্রহভরে এই কাজ কর।


ধর্মপাল ঈশ্বরের দেওয়ান। তাই তাঁকে সুনামের অধিকারী হতে হবে। স্বেচ্ছাচারী, বদরাগী, মাতাল, মারমুখো বা অর্থলোভী হলে তাঁর চলবে না।


তিনি মদ্যপ, উগ্র স্বভাব বা অর্থলোলুপ হবেন না। তিনি হবেন অমায়িক ও সজ্জন ব্যক্তি।


কাউকে দেন অলৌকিক কার্যসাধনের ক্ষমতা, কাউকে দেন নবীর বূমিকা, আবার কাউকে দেন সু এবং কু আত্মা চিনে নেবার শক্তি, কাউকে দেন বিভিন্ন ভাষায় কথা বলার শক্তি এবং কাউকে দেন সেই ভাষার অর্থ বিশ্লেষণ করার বুদ্ধি।


যিনি আধ্যাত্মিক চেতনাসম্পন্ন ব্যক্তি, তিনি সব কিছুই বিচার করেন কিন্তু নিজে কারও দ্বারা বিচারিত হন না।


আমি কারো কাছে নিজের জন্য অর্থসম্পদ বা পোষাক-পরিচ্ছদ চাইনি।


সেখানকার নেতারা উৎকোচ নিয়ে বিচার করে, পুরোহিতেরা বিধান দেয় অর্থের বিনিময়ে, নবীরাও অর্থেরই বিনিময়ে দৈবানুসন্ধান করে, এমনকি তারা প্রভুর উপর ভরসা রেখে বলে, ‘প্রভু আছেন আমাদের মাঝে, কোনও অমঙ্গল হবে না আমাদের।’


এক মুঠো অন্নের জন্য, কয়েক টুকরো রুটির জন্য আমারই প্রজার সামনে আমাকেই তোমরা অপমান কর। যাদের বাঁচার কথা তাদের তোমরা হত্যা করেছ আর যাদের মরার কথা তাদের তোমরা বাঁচিয়ে রাখছ। তোমরা আমার প্রজাদের মিথ্যা বলে প্রবঞ্চনা কর এবং তারাও তোমাদের বিশ্বাস করে।


আমি তাদের বলছি: তোমরা যে দর্শন পেয়েছ তা ভুয়ো আর যে ভবিষ্যদ্বাণী করেছ, তা মিথ্যা। তোমরা যে কথাগুলি আমার নামে চালাও সে সব কথা আমি মোটেই বলি নি।


আমি হননিয়কে এই কথা বললাম এবং সেই সঙ্গে আরও বললাম, শোন হননিয়, পরমেশ্বর তোমাকে পাঠান নি, তুমি এই সব লোককে মিথ্যায় বিশ্বাস করাচ্ছ।


নবীরা, যারা আমার নাম নিয়ে মিথ্যা কথা বলে এবং দাবী করে যে স্বপ্নে আমি তাদের দর্শন দিয়ে বাণী দিয়েছি, আমি জানি তারা কি বলছে।


সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর জেরুশালেমের লোকদের বললেন, ঐ নবীদের কথা তোমরা শুনো না। তারা মিথ্যা আশায় তোমাদের মন ভরে দিচ্ছে। তারা তাদের কল্পিত কথা তোমাদের বলে, আমার কথা বলে না।


কিন্তু প্রভু পরমেশ্বর বললেন, নবীরা আমার নামে মিথ্যা কথা বলেছে। আমি এই সব নবীদের পাঠাইনি বা কোনও কথা বলার আদেশও দিইনি। এমন কি কোন কথাও বলিনি তাদের সঙ্গে। যে দর্শনের কথা তারা বলে, সেই দর্শন তারা আমার কাছ থেকে পায়নি। তাদের ঐসব ভবিষ্যদ্বাণী তাদেরই কল্পনা, মনগড়া অর্থহীন কথা।


লোভী কুকুরের মত তারা, কিছুতেই তাদের ক্ষুধার নিবৃত্তি হয় না এদের শাসককুল বোধবুদ্ধিহীন! তারা প্রত্যেকে নিজের খুশী মত কাজ করে, তারা স্বার্থসন্ধানী।


স্নেহাস্পদেরা, সব আত্মাকে বিশ্বাস করো না, বরং আত্মাদের পরীক্ষা করে দেখ, তারা ঈশ্বরপ্রেরিত কিনা, কারণ জগতে অনেক ভূয়ো নবীর আবির্ভাব হয়েছে।


কিন্তু আমি বললাম, আমার মত একজন মানুষের পক্ষে পালিয়ে যাওয়া কি শোভা পায়? কিম্বা আমার মত একজনের পক্ষে নিজের প্রাণ বাঁচাবার জন্য মন্দিরে গিয়ে আশ্রয় নেওয়া কি উচিত হবে? আমি যাব না।


আমাকে ভয় দেখাবার জন্য তাকে ভাড়া করা হয়েছিল যেন আমি এই পাপ কাজ করি। তাহলে তারা আমাকে অপদস্থ করে আমার দুর্নাম রটাতে পারবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন