Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 6:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 কিন্তু আমি বললাম, আমার মত একজন মানুষের পক্ষে পালিয়ে যাওয়া কি শোভা পায়? কিম্বা আমার মত একজনের পক্ষে নিজের প্রাণ বাঁচাবার জন্য মন্দিরে গিয়ে আশ্রয় নেওয়া কি উচিত হবে? আমি যাব না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 তখন আমি বললাম আমার মত লোক কি পালিয়ে যাবে? আমার মত কোন লোক কি প্রাণ বাঁচাবার জন্য বায়তুল মোকাদ্দসে আশ্রয় নেবে? আমি সেখানে প্রবেশ করবো না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 কিন্তু আমি বললাম, “আমার মতো লোকের কি পালিয়ে যাওয়া উচিত? কিংবা আমার মতো কারো কি তার প্রাণরক্ষা করার জন্য মন্দিরের মধ্যে যাওয়া উচিত? আমি যাব না!”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 তখন আমি কহিলাম, আমার মত লোক কি পলায়ন করিবে? আমার মত কোন্‌ লোকটী প্রাণ বাঁচাইবার জন্য মন্দিরে আশ্রয় লইবে? আমি সেখানে প্রবেশ করিব না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 আমি শময়িয়কে উত্তরে বললাম, “আমার মতো কোন ব্যক্তির কি পালিয়ে যাওয়া উচিৎ‌? আমার মতো একজন ব্যক্তির কি নিজের প্রাণ বাঁচানোর জন্য পবিত্র স্থানের ভেতরে যাওয়া উচিৎ‌? আমি যাব না!”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 তখন আমি বললাম, “আমার মত লোক কি পালাবে? আমার মত কোন লোকটি প্রাণ বাঁচবার জন্য মন্দিরে আশ্রয় নেবে? আমি সেখানে যাব না।”

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 6:11
20 ক্রস রেফারেন্স  

পৌল বললেন, এ কি করছ তোমরা? কান্নাকাটি করে আমার মনোবল ভেঙে দিচ্ছ কেন? আম শুধু বন্দীদশাই নয় কিন্তু প্রভু যীশুর নামের জন্য জেরুশালেমে মৃত্যুবরণ করতে পর্যন্ত প্রস্তুত।


কেউ তাড়া না করলেও দুর্জনেরা পালায় কিন্তু সৎলোক সিংহের মত সাহসী।


তোমাদের বিশ্বাসের নৈবেদ্য উৎসর্গের সঙ্গে যদি আমাকে রক্ত-তর্পণ করে আত্মোৎসর্গ করতে হয় তাহলেও আমি আন্দ করব। তোমাদের আনন্দে আমিও আনন্দিত হব।


আমার নিজের বিচারে আমার জীবন নগণ্য। প্রভু যীশুর কাছ থেকে ঈশ্বরের অনুগ্রহের সুসমাচার প্রচার করার যে দায়িত্ব আমি পেয়েছি ও সেবাব্রত গ্রহণ করেছি তা যদি পালন ও উদ্‌যাপন করতে পারি তাহলেই আমার কর্তব্য সুসম্পন্ন হবে।


তার চিত্ত স্থিরপ্রতিষ্ঠ, তাই সে ভয় করে না, সে প্রত্যক্ষ করবে শত্রুর পরাজয় এই তার নিশ্চিত প্রত্যয়।


সে কখনও হবে না বিচলিত, তার স্মৃতি চির অম্লান সবার অন্তরে।


বিশ্বাসে নির্ভর করে তিনি মিশর পরিত্যাগ করলেন। রাজরোষের ভয় করলেন না। যিনি অদৃশ্য তাঁকে প্রত্যক্ষ করেই তিনি সবকিছু সহ্য করলেন।


কারণ খ্রীষ্টের কাজ করতে গিয়ে তিনি মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। আমাকে সাহায্য করার জন্য তিনি নিজের জীবন বিপন্ন করেছিলেন যা তোমরা করতে পারনি।


একটি মরা মাছি যেমন আতরের পুরো শিশিটাই ভরিয়ে দিতে পারে দুর্গন্ধে, তেমনি সামান্য একটু নির্বুদ্ধিতা শ্রেষ্ঠতম প্রজ্ঞাকেও লুটিয়ে দেয় ধূলায়।


তারা সবাই এইভাবে আমাদের ভয় দেখাবার চেষ্টা করছিল যাতে আমরা দুর্বল হয়ে কাজ বন্ধ করে দিই।কিন্তু আমি প্রার্থনা করলাম, হে ঈশ্বর আমাকে শক্তি দাও।


তাই আমি তাদের কাছে দূতের মারফৎ বলে পাঠালাম, আমি একটি বিরাট পরিকল্পনা নিয়ে কাজ করছি, তাই তোমাদের কাছে নেমে যেতে পারছি না। আমি কাজ ছেড়ে তোমাদের কাছে নীচে নেমে গেলে কাজ বন্ধ হয়ে যাবে।


সে নিজের জীবন বিপন্ন করে সেই ফিলিস্তিনীটাকে বধ করেছে আর তারই ফলে প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের কেমন বিপুলভাবে জয়যুক্ত করেছেন। তা দেখে আপনিও আনন্দিত হয়েছিলেন। তবে এখন কেন অকারণে দাউদকে হত্যা করে নির্দোষের রক্তপাতজনিত মহাপাপ করবেন?


যাঁরা তাঁর এই হত্যা অনুমোদন করেছিলেন, শৌল তাঁদের মধ্যে একজন। এই সময় থেকে জেরুশালেমের মণ্ডলীর উপর নিদারুণ নির্যাতন শুরু হয়ে গেল। প্রেরিত শিষ্যেরা বাদে আর সকলে যিহুদীয়া ও শমরীয়া দেশে ছড়িয়ে পড়ল।


ঠিক যে ভাবে, মারাত্মক রোগ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, সেইভাবে প্রচুর সম্পদে পূর্ণ অরণ্য এবং খামার ও কৃষিক্ষেত্র সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে।


আমি বুঝতে পেরেছিলাম যে সে ঈশ্বরপ্রেরিত ব্যক্তি নয়। কিন্তু টোবিয় আর সনবল্লট তাকে ঘুষ দিয়েছিল যাতে সে আমাকে এই কথা বলে।


আর হারোণ ও তার পুত্রদের তুমি পৌরোহিত্যের পদে নিয়োগ করবে, তারা এই বিষয় সংক্রান্ত যাবতীয় দায়িত্ব পালন করবে। অন্য কোন লোক এই ব্যাপারে হস্তক্ষেপ করলে তার প্রাণদণ্ড হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন