Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 6:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 একদিন আমি মহেটবেলের পৌত্র দলায়ের পুত্র শমরিয়ের বাড়ি গেলাম। তিনি বাড়ি থেকে বার হতেন না। তিনি বললেন, আসুন, আমরা মন্দিরের ভিতরে ঈশ্বরের পবিত্রস্থানে মিলিত হই এবং মন্দিরের দ্বারগুলি বন্ধ করে দিই কারণ লোকেরা আপনাকে হত্যা করতে আসছে, রাতের বেলাতেই তারা আসবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 পরে মহেটবেলের সন্তান দলায়ের পুত্র যে শময়িয় তার বাড়িতে লুকিয়ে ছিল, আমি সেখানে গেলাম; আর সে বললো, এসো, আমরা আল্লাহ্‌র গৃহে, বায়তুল-মোকাদ্দসের ভিতরে একত্র হই ও বায়তুল-মোকাদ্দসের সমস্ত দ্বার রুদ্ধ করি, কেননা লোকে তোমাকে হত্যা করতে আসবে, রাতেই তোমাকে হত্যা করতে আসবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 একদিন আমি দলায়ের ছেলে শময়িয়ের বাড়ি গেলাম, দলায় ছিল মহেটবেলের ছেলে। শময়িয় তার বাড়িতে বদ্ধ ছিল। সে বলল, “আসুন, আমরা ঈশ্বরের ঘরে, মন্দিরের ভিতরে একত্র হই, এবং মন্দিরের দ্বার বন্ধ করি, কারণ লোকেরা আপনাকে হত্যা করার জন্য আসছে, রাত্রেই আপনাকে হত্যা করতে আসবে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 পরে মহেটবেলের সন্তান দলায়ের পুত্র যে শময়িয় রুদ্ধ ছিল, তাহার গৃহে আমি গেলাম; আর সে কহিল, আইস, আমরা ঈশ্বরের গৃহে, মন্দিরের ভিতরে, একত্র হই, ও মন্দিরের দ্বার সকল রুদ্ধ করি, কেননা লোকে তোমাকে বধ করিতে আসিবে, রাত্রিকালেই তোমাকে বধ করিতে আসিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 এক দিন আমি শময়িয়র সঙ্গে দেখা করতে তার বাড়িতে গেলাম। শময়িয় ছিল দলায়ের পুত্র। দলায় ছিল মহেটবেলের পুত্র। শময়িয় তার বাড়িতে ছিল। সে আমাকে বলল, “নহিমিয়, চল আমরা ঈশ্বরের মন্দিরে দেখা করি। চল আমরা পবিত্র স্থানের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিই, কারণ শত্রুরা আজ রাতে তোমাকে হত্যা করতে আসছে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 একদিন আমি দলায়ের ছেলে শময়িয়ের ঘরে গেলাম। দলায় মহেটবেলের ছেলে। শময়িয় তার ঘরে আটকে ছিল। আর সে বলল, “এস, আমরা ঈশ্বরের গৃহে, মন্দিরের ভিতরে, জড়ো হই ও মন্দিরের দরজা সব বন্ধ করি, কারণ লোকে তোমাকে হত্যা করতে আসবে, রাতেই তোমাকে হত্যা করতে আসবে।”

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 6:10
21 ক্রস রেফারেন্স  

এরপর তাকে আমি এই নির্দেশগুলি দিলাম: ‘আমার আর মন্দিরে যাবার অনুমতি নেই।


সারা শহরে গণ্ডগোল ছড়িয়ে পড়ল। চারিদিক থেকে লোক ছুটে আসতে লাগল। পৌলকে তারা মন্দির থেকে টেনে বাইরে নিয়ে এল এবং সঙ্গে সঙ্গে মন্দিরের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হল।


যারা মন্দ কাজ করে জ্যোতি বিদ্বেষী তারা, জ্যোতির সান্নিধ্যে তারা আসে না। তাহলে উদ্ঘাটিত হবে তাদের অপকর্মরাশি।


ভন্ড নবীদের সম্পর্কে সাবধান হবে। মেষের ছদ্মবেশে এরা তোমাদের কাছে আসে, কিন্তু আসলে এরা হচ্ছে এক একটি হিংস্র নেকড়ে।


হায়, তোমাদের মধ্যে কি এমন কেউ নেই যে মন্দিরের দ্বার বন্ধ করে দিতে পারে, যেন আমার বেদীর উপর বৃথা হোমের আগুন না জ্বলে। তোমাদের উপর আমি প্রসন্ন নই, তোমাদের দেওয়া কোন নৈবেদ্য আমি গ্রহণ করব না।


আমি সাষ্টাঙ্গে প্রণত হলাম। ঈশ্বরের আত্মা আমার মধ্যে সঞ্চারিত হলেন। তাঁর আদেশে আমি উঠে দাঁড়ালাম। প্রভু পরমেশ্বর আমাকে বললেন, গৃহে ফিরে যাও, দ্বার রুদ্ধ করে থাক।


দুর্জনের পরামর্শে মানুষের ক্ষতি হয় কিন্তু সজ্জনের প্রজ্ঞা মানুষকে রক্ষা করে।


ধার্মিকের বিরুদ্ধে চক্রান্ত করে দুর্জন, তাকে দেখে জর্জরিত হয় সে দুর্বার ক্রোধ ও চরম ঘৃণায়।


সত্য কথা বলে না কেউ কারো কাছে, সকলেই দক্ষ স্তাবকতায়, মনে মুখে তারা এক নয়।


আমি বুঝতে পেরেছিলাম যে সে ঈশ্বরপ্রেরিত ব্যক্তি নয়। কিন্তু টোবিয় আর সনবল্লট তাকে ঘুষ দিয়েছিল যাতে সে আমাকে এই কথা বলে।


হারীমের সন্তানদের মধ্যে ইলিয়েষর, যিশিয়, মল্কিয়, শময়িয়,


তখন আমি ইলীয়েষর, অরীয়েল শময়িয়, ইল্‌নাথন, সখরিয় ও মশুল্লম প্রমুখ নেতাদের এবং যোয়ারীব ও ইল্‌নাথন নামে দুইজন জ্ঞানী ব্যক্তিকে ডাকতে পাঠালাম।


বন্ধ করে দিলেন মন্দিরদ্বার, নিভে গেল দীপ, বন্ধ হল ধূপ জ্বালা, ইসরায়েলের ঈশ্বরের কাছে হোমবলি নিবেদন বন্ধ হয়ে গেল।


হিষ্কিয়ের রাজত্বের প্রথম বৎসরের প্রথম মাসে রাজা হিষ্কিয় মন্দিরের দ্বারগুলি আবার খুলে দিলেন এবং মেরামত করালেন।


উপরন্তু তিনি মন্দিরের তৈজসপত্র ভেঙ্গে চুরমার করে দিলেন। মন্দির বন্ধ করে দিলেন এবং জেরুশালেমের প্রতিটি অংশে দেব পূজার বেদী তৈরী করে দিলেন।


এইভাবে যিহোশেবা ছেলেটিকে ছয় বছর মন্দিরে লুকিয়ে রেখে লালন-পালন করলেন, ওদিকে অথলিয়া দেশের রাণী হয়ে রাজত্ব করতে লাগলেন।


আহাব কুল ধ্বংস হবে। তার বংশের শিশু-বৃদ্ধ নির্বিশেষে সমস্ত পুরুষকে আমি শেষ করে দেব।


মন্দিরের বাইরের দিকে দুপাশের দেওয়ালের গায়ে ও মহাপবিত্র স্থানের বাইরের দেওয়ালের গায়ে তিনি তিনটি তলা তৈরী করালেন। প্রত্যেকটি তলার উচ্চতা ছিল পাঁচ হাত।


আকবোরের পুত্র বালহাননের পর হাদার রাজা হন। তাঁর রাজধানীর নাম পাউ। তাঁর রাণীর নাম মহেটাবেল। ইনি মাট্রেদের কন্যা এবং মেজাহাব দেশের কন্যা ছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন