নহিমিয় 5:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)9 আমি আরও বললাম, তোমরা যা করছ তা ঠিক নয়। আমাদের বিদেশী শত্রুদের সমালোচনা এড়াবার জন্য তোমাদের কি আমাদের ঈশ্বরকে ভয় করে চলা উচিত নয়? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 আমি আরও বললাম তোমাদের এই কাজ ভাল নয়; আমাদের দুশমন জাতিদের টিটকারির দরুন তোমরা কি আমাদের আল্লাহ্র ভয়ে চলবে না? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 আমি আরও বললাম, “তোমরা যা করছ তা ঠিক না। অইহুদি যাতে আমাদের বিদ্রুপ না করতে পারে সেইজন্য আমাদের ঈশ্বরের প্রতি ভয় রেখে চলা কি উচিত নয়? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 আমি আরও কহিলাম, তোমাদের এই কর্ম্ম ভাল নয়; আমাদের শত্রু জাতিগণের টিট্কারি প্রযুক্ত তোমরা কি আমাদের ঈশ্বরের ভয়ে চলিবে না? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 তখন আমি তাদের বললাম, “তোমরা যা করছ, সেটা সঠিক কাজ নয়। তোমাদের ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ও ভয় থাকা প্রয়োজন। অন্যান্য জাতিরা যে সব লজ্জাজনক কাজ করছে সেসব তোমাদের করা উচিৎ নয়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 আমি আরও বললাম, “তোমাদের এই কাজ ভালো না; আমাদের শত্রু জাতিদের টিটকারির জন্য তোমরা আমাদের ঈশ্বরের ভয়ে চলবে না? অধ্যায় দেখুন |