Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 3:30 - পবিএ বাইবেল CL Bible (BSI)

30 তাঁর পরে শেলিমিয়ের পুত্র হনানিয় আর সালফের ষষ্ঠ পুত্র হানুন আর একটি অংশ মেরামত করেছিলেন। তাঁদের পর বেরিখিয়ের পুত্র মশুল্লম তাঁর বাসগৃহের বিপরীত দিক মেরামত করেছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

30 তারপর শেলিমিয়ের পুত্র হনানিয় ও সালোফের ষষ্ঠ পুত্র হানূন আর এক ভাগ মেরামত করলো; তারপর বেরিখিয়ের পুত্র মশুল্লম তার কুঠরীর সম্মুখে মেরামত করলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

30 তার পাশে শেলিমিয়ের ছেলে হনানিয় ও সালফের ষষ্ঠ ছেলে হানূন আর একটি অংশ মেরামত করল। তার পাশের অংশটি বেরিখিয়ের ছেলে মশুল্লম তার ঘরের সামনে মেরামত করল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

30 তাহার পরে শেলিমিয়ের পুত্র হনানিয় ও সালফের ষষ্ঠ পুত্র হানূন আর এক ভাগ মেরামৎ করিল; তাহার পরে বেরিখিয়ের পুত্র মশুল্লম আপন কুঠরীর সম্মুখে মেরামৎ করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

30 শেলিমিয়ের পুত্র হনানিয় ও সালফের পুত্র হানূন (হানূন ছিল সালফের ষষ্ঠ পুত্র) দেওয়ালের পরের অংশ মেরামৎ‌ করল। বেরিখিয়ের পুত্র মশুল্লম তার নিজের বাড়ির সামনে দেওয়ালের অংশ মেরামৎ‌ করল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

30 তারপরে শেলিমিয়ের ছেলে হনানিয় ও সালফের ষষ্ঠ ছেলে হানূন আর এক অংশ সারাই করল; তারপরে বেরিখিয়ের ছেলে মশুল্লম নিজের ঘরের সামনে সারাই করল।

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 3:30
5 ক্রস রেফারেন্স  

তাঁদের পরে ইম্মেরের পুত্র সাদোক নিজের গৃহের ও তাঁর গৃহের বিপরীত দিকের অংশ মেরামত করেছিলেন। তারপরে পূর্বদিকের অংশ দ্বারপাল খনিয়ের পুত্র শমরিয় মেরামত করেছিলেন।


তাঁর পরে মল্কীয় নামে স্বর্ণকারদের মধ্যে একজন পরিদর্শনের দ্বারের বিপরীত দিকে মন্দিরের ভৃত্যদের আর বণিকদের গৃহ পর্যন্ত এবং কোণের উপরের দিকে কক্ষ পর্যন্ত মেরামত করেছিলেন।


হক্কোসের পৌত্র, উরীয়ের পুত্র মেরেমথ প্রাচীরের পরবর্তী অংশ মেরামত করলেন। মশেষবলের পৌত্র, বেরিখিয়ের পুত্র মশুল্লম তার সংলগ্ন অংশ মেরামত করলেন। তার ঠিক পরের অংশ, বানার পুত্র সাদোক পুনর্নির্মাণ করলেন।


কারণ যিহুদীয়াতে অনেকে তাঁর কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিল যেহেতু তিনি আরহের পুত্র শখনিয়ের জামাতা ছিলেন এবং তাঁর পুত্র যিহোহানন বেরিখিয়ের পুত্র মশুল্লমের কন্যাকে বিবাহ করেছিলেন।


আমি পুরোহিত শেলিমিয়, অধ্যাপক সাদোক এবং পদায় নামে এক লেবীয়কে ভাণ্ডারগুলির ভার দিলাম এবং মত্তনিয়ের পৌত্র সক্কুরের পুত্র হাননকে তাঁদের সহকারী করে নিযুক্ত করলাম। করাণ এই লোকগুলির বিশ্বস্ততার খ্যাতি ছিল। সহকর্মীদের কাছে বিভিন্ন সংগৃহীত জিনিস বিতরণ করার দায়িত্ব তাঁদের হাতে দেওয়া হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন