Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 3:17 - পবিএ বাইবেল CL Bible (BSI)

17 তাঁর পরে বানির পুত্র রহূমের অধীনে লেবীয়েরা মেরামতির কাজ করেছিল। তার পাশেই কিয়ীলা প্রদেশের অর্ধেক অংশের শাসক হশবিয় নিজের অংশ মেরামত করেছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 তার কাছে লেবীয়েরা, বিশেষত বানির পুত্র রহূম মেরামত করলো। তার কাছে কিয়ীলা প্রদেশের অর্ধভাগের নেতা হসবীয় তার ভাগ মেরামত করলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 তার পরের অংশটি বানির ছেলে রহূমের অধীনে লেবীয়েরা মেরামত করল। তার পরের অংশটি কিয়ীলা প্রদেশের অর্ধেক অংশের শাসনকর্তা হশবিয় তার এলাকার হয়ে মেরামত করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 তাহার নিকটে লেবীয়েরা, বিশেষতঃ বানির পুত্র রহূম মেরামৎ করিল। তাহার নিকটে কিয়ীলা প্রদেশের অর্দ্ধভাগের অধ্যক্ষ হশবিয় আপন ভাগ মেরামৎ করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 দেওয়ালের পরের অংশ বানির পুত্র রহূমের নির্দেশে লেবীয় পরিবারগোষ্ঠীরা বানাল। হশবিয় দেওয়ালের পরের অংশটি মেরামৎ‌ করল। তিনি কিয়ীলা প্রদেশের অর্ধেকের রাজ্যপাল ছিলেন। তিনি তার নিজের জেলাতেও মেরামৎ‌ করলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 তার কাছে লেবীয়েরা, বিশেষভাবে বানির ছেলে রহূম সারাই করল। তার কাছে কিয়ীলা প্রদেশের অর্ধেক অংশের শাসনকর্ত্তা হশবিয় নিজের অংশ সারাই করল।

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 3:17
8 ক্রস রেফারেন্স  

পার্শ্ববর্তী গ্রামাঞ্চলসহ নয়টি নগর।


তারপরে বেথসূর প্রদেশের অর্ধেক অংশের শাসক, অস্‌বুকের পুত্র নহিমিয় দাউদের সমাধির বিপরীত দিকে মাটি কেটে তৈরী সরোবর এবং বীরদের গৃহ পর্যন্ত মেরামত করেছিলেন।


এদের মধ্যে থেকে চব্বিশ হাজার লোককে রাজা মন্দিরের কাজকর্মের জন্য নিযুক্ত করলেন। ছয় হাজার লোককে নথিপত্র রক্ষণাবেক্ষণ ও বিচারকার্যে নিযুক্ত করলেন,


জেরুশালেমের অর্ধেক অংশের শাসক হূরের পুত্র রফায় পরবর্তী অংশ মেরামত করলেন।


তাঁর পাশেই কিয়ীলা প্রদেশের অন্য অংশের শাসক, হেনাদদের পুত্র ববয় মেরামত করেছিলেন।


লেবীয়দের জন্য নির্দিষ্ট সোপানে দাঁড়িয়ে যেশূয়, বানি, কদমীয়েল শবনিয়, বুন্নি, শেরেবিয়, বানি ও কেনানি তাদের প্রভু পরমেশ্বরকে উচ্চকণ্ঠে আহ্বান করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন