নহিমিয় 3:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)11 হারীমের পুত্র মল্কিয় আর পহৎ, মোয়াবের পুত্র হশূব অন্য একটি অংশ এবং উনানের দুর্গ মেরামত করেছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 হারীমের পুত্র মল্কিয় ও পহৎ-মোয়াবের পুত্র হশূব অন্য এক ভাগ ও তুন্দুরের উচ্চগৃহ মেরামত করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 হারীমের ছেলে মল্কিয় ও পহৎ-মোয়াবের ছেলে হশূব অন্য এক ভাগ ও তুন্দুর দুর্গটি মেরামত করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 হারীমের পুত্র মল্কিয় ও পহৎ-মোয়াবের পুত্র হশূব অন্য একভাগ ও তুন্দুরের দুর্গ মেরামৎ করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 হারীমের পুত্র মল্কিয় ও পহৎ—মোয়াবের পুত্র হশূব পরের অংশটি এবং চুল্লী-গম্বুজও মেরামৎ করল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 হারীমের ছেলে মল্কিয় ও পহৎ মোয়াবের ছেলে হশূব অন্য এক অংশ ও তুন্দুরের দুর্গ সারাই করল। অধ্যায় দেখুন |
প্রজাদের নেতৃবর্গ: পারোশ, পহৎ-মোয়াব, এলম, সত্তু, বানি, বুন্নি, অসগদ, বেবয়, অদনিয়, বিগবয়, আদীন, আটেয়, হিষ্কিয়, অসূর, হোদিয়, হশুম, বেৎসয়, হারীফ, অনাথোৎ, নবয়, মগপীয়স, মশুল্লম, হেষীর, মশেষবল, সাদোক, যদ্দূয়, পলটিয়, হানন, অনীয়, হোশেয়, হনানিয়, হশূব, হলোহেশ, পিল্হ, শোবেক, রহূম, হুশব্ন, মাসেয়, অহিয়, হানন, অনান, মল্লুক, হারীম, বানা।