Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 2:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 কিন্তু বেথ-হোরণ নিবাসী সনবল্লট এবং আম্মোনের এক রাজকর্মচারী টোবিয় যখন শুনলেন যে কোন এক ব্যক্তি ইসরায়েলীদের জন্য কল্যাণমূলক কাজ করতে এসেছে তখন তাঁরা খুব অসন্তুষ্ট হলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 আর হোরোনীরা সন্‌বল্লট ও অম্মোনীয় কর্মকর্তা টোবিয় যখন সংবাদ পেল যে, বনি-ইসরাইলদের মঙ্গল করবার জন্য এক জন লোক এসেছে, এই কথা বুঝতে পেরে তারা অতিশয় অসন্তুষ্ট হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 এই সমস্ত বিষয় শুনে হোরোণীয় সন্‌বল্লট ও অম্মোনীয় কর্মকর্তা টোবিয় খুব অসন্তুষ্ট হল কারণ ইস্রায়েলীদের মঙ্গল করার জন্য একজন লোক এসেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 আর হোরোণীয় সন্‌বল্লট ও অম্মোনীয় দাস টোবিয় যখন সংবাদ পাইল, তখন ইস্রায়েল-সন্তানদের মঙ্গল চেষ্টার জন্য এক জন লোক আসিয়াছে, ইহা বুঝিয়া অতিশয় অসন্তুষ্ট হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 আধিকারিকগণ, হোরোণের সন্‌বল্লট ও অম্মোনের ক্রীতদাস টোবিয় যখন আমার আসার খবর পেল এবং শুনল যে ইস্রায়েলীয়দের আমি সাহায্য করতে এসেছি তখন তারা বিরক্ত ও ক্রুদ্ধ হল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 আর হোরোণীয় শহরবাসী সন্‌বল্লট ও অম্মোনীয় দাস টোবিয় যখন খবর পেল, তখন ইস্রায়েলীয়দের সাহায্যের জন্য একজন যে লোক এসেছে, এটা বুঝতে পেরে তারা খুব অসন্তুষ্ট হল।

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 2:10
26 ক্রস রেফারেন্স  

কিন্তু টোবিয়, সনবল্লট, আরব দেশের লোকেরা, আম্মোনীরা আর অসদোদের লোকেরা যখন শুনল যে জেরুশালেমের প্রাচীরগুলি মেরামতের কাজ এগিয়ে চলেছে আর প্রাচীরের ফাঁকগুলি বন্ধ করা হয়েছে তখন তারা খুব রেগে গেল।


কিন্তু যখন আধিকারিক বেথ-হোরণ নিবাসী সনবল্লট, আম্মোন নিবাসী টোবিয় আর একাদশ আরবীয় এই কথা শুনল, তারা আমাদের বিদ্রূপ এবং উপহাস করে বলল, তোমরা এ কি করছ? তোমরা কি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করতে চাও?


ক্রোধ নির্দয় ও ধ্বংসাত্মক, কিন্তু ঈর্ষার তুলনায় তা কিছুই নয়।


এর আগে পুরোহিত ইলিয়াশীবকে ঈশ্বরের মন্দিরের ভাণ্ডারগুলির ভার দেওয়া হয়েছিল। তিনি টোবিয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন,


যখন সনবল্লট, টোবিয়, আরবীয় গেশম আর আমাদের অন্য সব শত্রুরা জানতে পারল যে আমি প্রচীর পুনরায় নির্মাণ করেছি, তাতে আর কোন ফাঁক অবশিষ্ট নেই,


মন্দিরের সেনাধ্যক্ষ আর প্রধান পুরোহিত একথা শুনেই ভীষণ হতবুদ্ধি হয়ে পড়লেন। অবাক হয়ে ভাবতে লাগলেন, তাহলে কি হল ওদের।


মৃত্যুলোক থেকে যীশুর পুনরুত্থানের কথা ঘোষণা করে সমস্ত লোককে পিতর ও যোহন উপদেশ দিচ্ছিলেন, তাই তাঁরা খুব বিরক্ত হলেন।


হিসবোন আর ইলিয়ালীর মানুষ কাঁদছে। সুদূর যাহস থেকে তাদের কান্না শোনা যাচ্ছে। সোয়র থেকে সুদূর হেরোনিয়ম আর ইগ্‌লৎ সালিশীয়া পর্যন্ত শোনা যাচ্ছে তাদের ক্রন্দনধ্বনি। নিম্রীমের জলধারা পর্যন্ত শুকিয়ে গেছে।


হোরোনয়িম থেকে সারাটি পথ চাপাকান্নার করুণ শব্দে ভরা।


মোয়াবের জন্য আমার অন্তর কাঁদছে! লোকেরা সোয়ার-এ, ইগ্লৎ-শলিশীয়ায় পালাচ্ছে। কিছু লোক কাঁদতে কাঁদতে লুহিতের দিকে চড়াই পথ ধরে চলেছে। আবার কিছু লোক চীৎকার করে কাঁদতে কাঁদতে হোরোণয়িমে পালাচ্ছে।


আমি দেখেছি, ক্রীতদাসেরা ঘোড়ায় চড়ে চলেছে, আর সম্ভ্রান্তেরা পায়ে হেঁটে চলেছে ক্রীতদাসের মত।


দুর্জন এসব দেখে রোষে জর্জরিত হবে, কোপানলে জ্বলে যাবে বুক, সে ডুবে যাবে হতাশায়।


একদিন মোশির পুস্তক সকলের সামনে উচ্চস্বরে পাঠ করা হল। সেখানে এক জায়গায় লেখা ছিল, আম্মোনী বা মোয়াবী কোন লোক কখনই ঈশ্বরের উদ্দেশে কোন সমাবেশে প্রবেশের অধিকার পাবে না।


আমাদের চারিপাশের জাতিবৃন্দের মধ্যে যারা শত্রু ছিল, এই খবর পেয়ে তারা বুঝল যে এই কাজ স্বয়ং ঈশ্বরের সহায়তায় সম্পন্ন হয়েছে। ফলে তারা ভীত হল ও আত্মবিশ্বাস হারাল।


প্রধান পুরোহিত ইলিয়াশীবের পুত্র যিহোয়াদার এক পুত্র হোরোণীয় সনবল্লটের কন্যাকে বিবাহ করেছিল বলে আমি তাকে জেরুশালেম থেকে বিতাড়িত করলাম।


স্বয়ং অহশ্বেরশের পরই ইহুদী মর্দখয় পদমর্যাদার দ্বিতীয় স্থানে ছিলেন। তাঁর স্বজাতি ইহুদীরা তাঁকে সম্মান করত ও ভালবাসত। তিনি তাঁর স্বজাতির কল্যাণের জন্য আর তাদের বংশধরদের সমৃদ্ধির জন্য কাজ করেছিলেন।


তারপর সে রাজকুমারীদের ও মিসপার বাকি সমস্ত লোকজনকে বন্দী করল, যাদের রক্ষণাবেক্ষণের ভার সামরিক শাসক নেবুসর্দন গদলিয়ের হাতে দিয়েছিলেন। ইশ্মায়েল এই বন্দীদের নিয়ে আম্মোন অভিমুখে যাত্রা করল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন