Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 13:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 জেরুশালেমে ফিরে এলাম। এখানে ঈশ্বরের মন্দিরের প্রাঙ্গণে টোবিয়কে একটি ঘর দিয়ে ইলিয়াশীব যে মন্দ কাজ করেছিলেন, আমি তা শুনলাম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 পরে আমি জেরুশালেমে এলাম, আর ইলিয়াশীব টোবিয়কে আল্লাহ্‌র গৃহের প্রাঙ্গণে একটি কুঠরী দিয়ে যে অপকর্ম করেছে, তা অবগত হলাম।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 আর জেরুশালেমে ফিরে এলাম। ঈশ্বরের গৃহে টোবিয়কে একটি ঘর দিয়ে ইলীয়াশীব যে মন্দ কাজ করেছে আমি তা জানলাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 পরে আমি যিরূশালেমে আসিলাম, আর ইলিয়াশীব টোবিয়ের জন্য ঈশ্বরের গৃহের প্রাঙ্গণে কুঠরী প্রস্তুত করিয়া যে অপকর্ম্ম করিয়াছে, তাহা অবগত হইলাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 ফিরে আসার পর আমি ইলিয়াশীবের এই দুঃখজনক কাজের কথা জানতে পেরে খুবই রেগে যাই।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 ঈশ্বরের গৃহে টোবিয়কে একটা কামরা দিয়ে ইলীয়াশীব যে খারাপ কাজ করেছেন আমি যিরূশালেমে ফিরে এসে সেই বিষয় শুনলাম।

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 13:7
8 ক্রস রেফারেন্স  

আর লেবীয়দের, গায়কদের ও দ্বাররক্ষকদের জন্য দান করা শস্য, ধূপ, উপাসনাগৃহের জিনিসপত্র, শস্যের দশমাংশ, নূতন সুরা, তেল আর পুরোহিতদের জন্য যা দান করা হত—সেই সব জিনিস যে বড় ঘরটিতে রাখা হত, সেই ঘরটি তিনি টোবিয়কে ব্যবহার করতে দিয়েছিলেন।


ভাইসব, ক্লোয়ের পরিবারের লোকজনের কাছ থেকে আমি জেনেছি যে তোমাদের মধ্যে ঝগড়াবিবাদ রয়েছে।


সমস্ত ধনদৌলত তার শত্রুদল করেছে হরণ, বিদেশীদের জন্য পরমেশ্বরের নিষিদ্ধ স্থানে দেখেছে সে তাদের পদার্পণ।


একদিন মোশির পুস্তক সকলের সামনে উচ্চস্বরে পাঠ করা হল। সেখানে এক জায়গায় লেখা ছিল, আম্মোনী বা মোয়াবী কোন লোক কখনই ঈশ্বরের উদ্দেশে কোন সমাবেশে প্রবেশের অধিকার পাবে না।


সমস্ত কাজ শেষ হলে কয়েকজন নেতা এসে আমাকে জানাল যে ইসরায়েলীরা, তাদের যাজক ও লেবীয়েরা তাদের প্রতিবেশী দেশগুলির বিভিন্ন জাতির মানুষের কাছ থেকে নিজেদের পৃথক করে রাখেনি বরং তারা কনানী, হিত্তীয়, পরিষী, যিবুষী, আম্মোনী, মোয়াবী, মিশরী ও ইমোরী লোকদের মত ঘৃণ্য আচরণ করছে।


ইলিয়েনয়ের সাত পুত্র: হোদবিয়াহ্, ইলিয়াশিব, পলায়ঃ,অক্কুব, যোহানন, দলাইয় এবং অনানি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন