Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 13:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 যখন এই সব ঘটছিল আমি তখন জেরুশালেমে ছিলাম না কারণ ব্যাবিলনের রাজা অর্তক্ষস্তের রাজত্বের বত্রিশ বৎসরে রাজার কাছে ফিরে গিয়েছিলাম। কিছুদিন পরে আমি তাঁর অনুমতি নিয়ে

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 কিন্তু এসব ঘটনার সময়ে আমি জেরুশালেমে ছিলাম না, কেননা ব্যাবিলনের বাদশাহ্‌ আর্টা-জারেক্সেসের দ্বাত্রিংশ বছরে আমি বাদশাহ্‌র কাছে গিয়ে কিছু দিন পর বাদশাহ্‌র কাছ থেকে বিদায় নিলাম।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 কিন্তু এসব যখন হচ্ছিল তখন আমি জেরুশালেমে ছিলাম না, কেননা ব্যাবিলনের রাজা অর্তক্ষস্তের বত্রিশ বছর রাজত্বের সময় আমি রাজার কাছে ফিরে গিয়েছিলাম। কিছুদিন পর আমি রাজার কাছে ফিরে আসার অনুমতি নিলাম

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 কিন্তু এই সকল ঘটনার সময়ে আমি যিরূশালেমে ছিলাম না, কেননা বাবিল-রাজ অর্তক্ষস্তের দ্বাত্রিংশ বৎসরে আমি রাজার কাছে গিয়া কিছু দিনের পর রাজার নিকট হইতে বিদায় লইলাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 এ ঘটনা যখন ঘটে, আমি তখন জেরুশালেমে ছিলাম না। সে সময় অর্থাৎ‌ রাজা অর্তক্ষস্তের রাজত্বের 32 বছরের মাথায়, আমি আবার বাবিলে তাঁর সঙ্গে দেখা করতে যাই ও তাঁর সম্মতি নিয়ে আবার জেরুশালেমে ফিরে আসি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 কিন্তু এই সব যখন হচ্ছিল তখন আমি যিরূশালেমে ছিলাম না, কারণ বাবিলের রাজা অর্তক্ষস্তের বত্রিশ বছরে আমি রাজার কাছে ফিরে গিয়েছিলাম। এর কিছুদিন পরে আমি রাজার অনুমতি নিয়ে যিরূশালেমে ফিরে আসলাম।

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 13:6
7 ক্রস রেফারেন্স  

রাজা অর্তক্ষস্তের রাজত্বের বিশ বছরে আমি যখন যিহুদীয়াদেশে তাদের শাসক নিযুক্ত হলাম এবং তাঁর রাজত্বের বত্রিশ বছর পর্যন্ত অর্থাৎ শেষ বারো বছর শাসকের জন্য যে খাদ্য নির্দিষ্ট ছিল তা আমি বা আমার স্বজনেরা কেউ গ্রহণ করিনি।


তারপর রাত্রে সকলে ঘুমিয়ে পড়লে তার শত্রু এসে গমের মধ্যে শ্যামাঘাসের বীজ ছড়িয়ে দিয়ে চলে গেল।


এর চার মাস পর নিশান মাসে একদিন রাজা অর্তক্ষস্তের হাতে তাঁর জন্য প্রস্তুত পানীয় তুলে দিলাম। রাজা এর আগে কোনদিন আমার বিষণ্ণ মুখ দেখেননি।


সাতদিন ধরে তারা মহানন্দে খামীরবিহীন রুটির উৎসব পালন করল। প্রভু পরমেশ্বরের কৃপায় আসিরিয়ার সম্রাটের হৃদয় ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল হল। তিনি ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের মন্দির নির্মাণে তাদের সহায়তা করলেন।


পাহাড় থেকে মোশির নেমে আসতে দেরী হচ্ছে দেখে ইসরায়েলীরা জোট বেঁধে হারোণের কাছে গিয়ে বলল, আপনি আমাদের জন্য একজন দেবতা তৈরী করে দিন, যিনি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবেন, কারণ মোশি, যিনি আমাদের মিশর থেকে নিয়ে এসেছিলেন, তাঁর কি হয়েছে আমরা জানি না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন