Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 12:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 যোয়াকীমের সময়ে যাঁরা পুরোহিতের পরিবারবর্গের প্রধান ছিলেন, তাঁদের নাম–সরায়ের বংশে মরায়, যিরমিয়ের পরিবারে হনানিয়,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 যোয়াকীমের সময়ে এরা পিতৃকুলপতি ইমাম ছিল। সরায়ের কুলে মরায়, ইয়ারমিয়ার কুলে হনানিয়;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 যোয়াকীমের সময়ে যাজকদের পরিবারের মধ্যে এরা প্রধান ছিলেন: সরায়ের পরিবারে মরায়; যিরমিয়ের পরিবারে হনানিয়;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 যোয়াকীমের সময়ে ইহারা পিতৃকুলপতি যাজক ছিল। সরায়ের কুলে মরায়, যিরমিয়ের কুলে হনানিয়;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 যোয়াকীমের সময় যাজক পরিবারের নেতা ছিলেন নিম্নলিখিত ব্যক্তিরা: সরায় পরিবারের নেতা ছিলেন মরায়। যিরমিয় পরিবারের নেতা ছিলেন হনানিয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 যোয়াকীমের দিনের যাজক বংশগুলোর মধ্যে যাঁরা প্রধান ছিলেন তাঁরা হলেন সরায়ের বংশের মরায়, যিরমিয়ের বংশের হনানিয়,

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 12:12
7 ক্রস রেফারেন্স  

পারস্য সম্রাট দারাউসের রাজত্বকালে পুরোহিত পরিবারের নিম্নলিখিত প্রধানদের নাম নথিভুক্ত করা হয়েছিল: ইলিয়াশীব, যোয়াদা, যোহানন ও যদ্দূয়।


তিনি তাদের বললেন, তোমরা লেবীয় গোষ্ঠীর নেতা। তোমরা নিজেদের এবং নিজেদের বংশের লোকদের শুচিশুদ্ধ কর, যাতে আমি যে স্থান প্রস্তুত করেছি সেই স্থানে ইসরায়েলের আরাধ্য প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুক তোমরা বয়ে আনতে পার।


যোয়াদার পুত্র যোনাথন, যোনাথনের পুত্র যদ্দূয়।


ইষ্রার বংশে মশুল্লম, অমরিয়ের বংশে যিহোহানন,


ইলিয়াসরের বংশধরদের ষোলটি দলে এবং ইথামরের বংশধরদের আটটি দলে ভাগ করা হয়। ইলিয়াসরের বংশধরদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি ছিল বলে এইভাবে ভাগ করা হয়েছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন