Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 11:19 - পবিএ বাইবেল CL Bible (BSI)

19 অক্কুব ও টলমোন, যাঁরা দ্বারে প্রহরায় নিযুক্ত ছিলেন, সহযোগীসহ তাঁদের সংখ্যা ছিল 172 জন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 আর দ্বারপালেরা অক্কুব, টল্‌মোন ও দ্বারগুলোর প্রহরী তাদের ভাইয়েরা ছিল, এক শত বাহাত্তর জন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 দ্বার রক্ষকদের মধ্যে: অক্কূব, টল্‌মোন ও তাদের সঙ্গীরা, যারা দ্বারগুলি পাহারা দিত তারা ছিল 172 জন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 আর দ্বারপালেরা—অক্কুব, টল্‌মোন, ও দ্বার সকলের প্রহরী তাহাদের ভ্রাতৃগণ—এক শত বাহাত্তর জন ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 দ্বাররক্ষীদের মধ্যে অক্কুব, টল্‌মোন ও তাদের 172 জন ভাই জেরুশালেমে যান। এঁরা শহরের দরজাগুলির দিকে খেয়াল রাখতেন ও পাহারা দিতেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 দরজা রক্ষীরা হল অক্কুব, টল্‌মোন ও দরজাগুলির রক্ষী তাদের ভাইয়েরা একশো বাহাত্তর জন ছিল।

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 11:19
7 ক্রস রেফারেন্স  

অন্যত্র সহস্রদিন বাস করার চেয়ে তোমার প্রাঙ্গণে একদিন বসতি করা শ্রেয়। আমি বরং আমার আরাধ্য ঈশ্বরের গৃহদ্বারে প্রতীক্ষায় বসে থাকব, তবু করব না বাস দুর্জনের আবাসে।


মত্তনিয়, বক্‌বুকিয়, ওবদিয়, মশুল্লম, টলমোন এবং অক্কুব দ্বারপাল ছিলেন। তাঁরা ভাণ্ডার আর মন্দিরের দ্বারগুলি পাহারা দিতেন।


দ্বাররক্ষকেরা–শল্লুম, আটের, টলমোন, অক্কুর, হটিটা ও শোবয়ের বংশধর 138


তারা তখন দেউড়ির রক্ষীদের কাছে গিয়ে বলল, সিরীয় সেনাদের ছাউনিতে গিয়েছিলাম। কাউকে দেখতে পেলাম না, কারও সাড়াশব্দও পেলাম না। ঘোড়া গাধা সব বাঁধা রয়েছে। তাঁবুগুলো যেমনকার তেমনি রয়েছে।


লেবীয়দের মোট সংখ্যা ছিল 284। এঁরা পবিত্র নগরী জেরুশালেমে বাস করতেন।


পুরাহিত এবং লেবীয়সহ অবশিষ্ট ইসরায়েলীরা যিহুদীয়ার বিভিন্ন জনপদে প্রত্যেকে নিজের নিজের পৈতৃকভূমিতে বাস করতেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন