Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 11:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 মশুল্লমের পুত্র হিল্কিয়ের সন্তান সরায়, মশুল্লম সাদোকের পুত্র, সাদোক মরায়োতের পুত্র, মরায়োৎ অহীটুবের পুত্র। এই অহীটুব ঈশ্বরের মন্দিরের তত্ত্বাবধায়ক ছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 সেই হিল্কিয় মশুল্লমের পুত্র, মশুল্লম সাদোকের পুত্র, সাদোক মরায়োতের পুত্র, মরায়োৎ অহীটুবের পুত্র; অহীটুব আল্লাহ্‌র গৃহের নেতা।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 হিল্কিয়ের ছেলে সরায়, সেই হিল্কিয় মশুল্লমের ছেলে, মশুল্লম সাদোকের ছেলে, সাদোক মরায়োতের ছেলে, মরায়োৎ অহীটূবের ছেলে, অহীটূব ঈশ্বরের গৃহের দায়িত্বে থাকা কর্মকর্তা

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 সেই হিল্কিয় মশুল্লমের পুত্র, মশুল্লম সাদোকের পুত্র, সাদোক মরায়োতের পুত্র, মরায়োৎ অহীটুবের পুত্র; অহীটুব ঈশ্বরের গৃহের অধ্যক্ষ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 হিল্কিয়ের পুত্র সরায়। (হিল্কিয় ছিলেন মশুল্লমের পুত্র ও সাদোকের পৌত্র, সাদোক আবার ঈশ্বরের মন্দিরের তত্ত্বাবধায়কের পুত্র অহীটুবের সন্তান মরায়োতের নিজের পুত্র।)

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 হিল্কিয় মশুল্লমের ছেলে, মশুল্লম সাদোকের ছেলে, সাদোক মরায়োতের ছেলে, মরায়োৎ অহীটূবের ছেলে। অহীটূব ঈশ্বরের গৃহের তদারকের কাজ করতেন।

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 11:11
12 ক্রস রেফারেন্স  

মন্দিরের সেনাধ্যক্ষ আর প্রধান পুরোহিত একথা শুনেই ভীষণ হতবুদ্ধি হয়ে পড়লেন। অবাক হয়ে ভাবতে লাগলেন, তাহলে কি হল ওদের।


রাজা হিষ্কিয় ও প্রধান পুরোহিত অসরিয়ের আদেশে তাঁদের অধীনে নিযুক্ত করা হল আরও দশজন লেবীয়কে। তাঁদের নাম: যিহিয়েল, অসসিয়, নহৎ, অসাহেল, যিরীমোৎ, যোষাবদ, ইলীয়েল, যিষ্মখিয়, মাহৎ ও বনায়।


প্রধান পুরোহিত অমরিয়ের হাতে থাকবে ধর্মীয় অভিযোগগুলির চূড়ান্ত কর্তৃত্ব এবং নাগরিক বিষয়ে নিষ্পত্তির চূড়ান্ত কর্তৃত্ব থাকবে ইশ্মায়েলের পুত্র যিহুদীয়ার রাজ্যপাল সবদিয়ের হাতে। বিচারের সিদ্ধান্ত সম্যকভাবে প্রতিপালিত হচ্ছে কিনা এ বিষয়ে দৃষ্ঠি রাখার দায়িত্ব থাকবে লেবীয়দের। সাহস কর এবং এই নির্দেশগুলি পালন কর। প্রভু পরমেশ্বর সজ্জনদের পক্ষে থাকবেন।


গোষ্ঠী বা গোত্র অনুসারে ইসরায়েলীদের সকলের নাম তালিকাভুক্ত হয়েছিল এবং এই বিবরণ ইসরায়েলের ‘রাজকাহিনীতে’ লিপিবদ্ধ হয়েছিল। যিহুদীয়ার লোকেরা তাদের পাপের দণ্ডস্বরূপ ব্যাবিলনে নির্বাসিত হয়েছিল।


পুরোহিত হারোণের পুত্র ইলিয়াসর লেবি বংশের অধ্যক্ষদের কর্তারূপে পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণের উপরে নিযুক্ত ছিলেন।


সে পুরোহিতদের নেতৃবৃন্দ ও শাসনকর্তাদের কাছে গিয়ে কি করে যীশুকে বিশ্বাসঘাতকতা করে ধরিয়ে দেবে, তাই নিয়ে পরামর্শ করল।


যোয়ারীবের পুত্র যিদয়িয়, যাখীন,


এঁদের সঙ্গে তাঁদের সহযোগীরা ছিলেন। যাঁরা উপাসনা গৃহের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলেন, তাঁদের সংখ্যা ছিল 822 জন। যিরোহামের পুত্র অদায়া, যিরোহাম পললিয়ের পুত্র, পললিয় অম্‌সির পুত্র, অম্‌সি সখরিয়ের পুত্র, সখরিয় পশহূরের পুত্র, পশহূর মল্কিয়ের পুত্র এবং


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন