নহিমিয় 11:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)11 মশুল্লমের পুত্র হিল্কিয়ের সন্তান সরায়, মশুল্লম সাদোকের পুত্র, সাদোক মরায়োতের পুত্র, মরায়োৎ অহীটুবের পুত্র। এই অহীটুব ঈশ্বরের মন্দিরের তত্ত্বাবধায়ক ছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 সেই হিল্কিয় মশুল্লমের পুত্র, মশুল্লম সাদোকের পুত্র, সাদোক মরায়োতের পুত্র, মরায়োৎ অহীটুবের পুত্র; অহীটুব আল্লাহ্র গৃহের নেতা। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 হিল্কিয়ের ছেলে সরায়, সেই হিল্কিয় মশুল্লমের ছেলে, মশুল্লম সাদোকের ছেলে, সাদোক মরায়োতের ছেলে, মরায়োৎ অহীটূবের ছেলে, অহীটূব ঈশ্বরের গৃহের দায়িত্বে থাকা কর্মকর্তা অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 সেই হিল্কিয় মশুল্লমের পুত্র, মশুল্লম সাদোকের পুত্র, সাদোক মরায়োতের পুত্র, মরায়োৎ অহীটুবের পুত্র; অহীটুব ঈশ্বরের গৃহের অধ্যক্ষ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 হিল্কিয়ের পুত্র সরায়। (হিল্কিয় ছিলেন মশুল্লমের পুত্র ও সাদোকের পৌত্র, সাদোক আবার ঈশ্বরের মন্দিরের তত্ত্বাবধায়কের পুত্র অহীটুবের সন্তান মরায়োতের নিজের পুত্র।) অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 হিল্কিয় মশুল্লমের ছেলে, মশুল্লম সাদোকের ছেলে, সাদোক মরায়োতের ছেলে, মরায়োৎ অহীটূবের ছেলে। অহীটূব ঈশ্বরের গৃহের তদারকের কাজ করতেন। অধ্যায় দেখুন |
প্রধান পুরোহিত অমরিয়ের হাতে থাকবে ধর্মীয় অভিযোগগুলির চূড়ান্ত কর্তৃত্ব এবং নাগরিক বিষয়ে নিষ্পত্তির চূড়ান্ত কর্তৃত্ব থাকবে ইশ্মায়েলের পুত্র যিহুদীয়ার রাজ্যপাল সবদিয়ের হাতে। বিচারের সিদ্ধান্ত সম্যকভাবে প্রতিপালিত হচ্ছে কিনা এ বিষয়ে দৃষ্ঠি রাখার দায়িত্ব থাকবে লেবীয়দের। সাহস কর এবং এই নির্দেশগুলি পালন কর। প্রভু পরমেশ্বর সজ্জনদের পক্ষে থাকবেন।