Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 11:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 যোয়ারীবের পুত্র যিদয়িয়, যাখীন,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 ইমামদের মধ্যে; যোয়ারীবের পুত্র যিদয়িয়, যাখীন, হিল্কিয়ের পুত্র সরায়;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 যাজকদের মধ্যে: যোয়ারীবের ছেলে যিদয়িয়, যাখীন;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 যাজকদের মধ্যে; যোয়ারীবের পুত্র যিদয়িয়, যাখীন, হিল্কিয়ের পুত্র সরায়;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 যাজকদের মধ্যে জেরুশালেমে গেলেন: যোয়ারীবের পুত্র যিদয়িয়, যাখীন,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 যাজকদের মধ্য থেকে যোয়ারীবের ছেলে যিদয়িয়, যাখীন এবং হিল্কিয়ের ছেলে সরায়;

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 11:10
9 ক্রস রেফারেন্স  

নিম্নলিখিত পুরোহিতরা জেরুশালেমে বাস করতেনঃ যিদইয়, যিহোয়ারিব ও যাখিন। হিল্কিয়র পুত্র অসরিয় (মন্দিরের প্রধান কর্মকর্তা)। এঁর পূর্ব পুরুষদের মধ্যে ছিলেন যথাক্রমে মসুল্লম, সাদোক, মরায়োৎ ও অহিটুব। যেরোহমের পুত্র অদায়া। যেরোহামের পিতা পশ্‌হুর ও পশ্‌হুরের পিতা ছিলেন মল্কিয়। অদিয়েলের পুত্র মাসয়। যহ্‌সেরা মসুল্লম, মসিল্লমিৎ ও ইম্মের ছিলেন যথাক্রমে এঁর পূর্বপুরুষ।


যোয়ারীবের বংশে মত্তনয়, যিদয়িয়ের বংশে উষি,


যাজকেরা বা পুরোহিতেরা যেশূয়ের বংশের যিদদিয়ের বংশধর 973


তখন আমি ইলীয়েষর, অরীয়েল শময়িয়, ইল্‌নাথন, সখরিয় ও মশুল্লম প্রমুখ নেতাদের এবং যোয়ারীব ও ইল্‌নাথন নামে দুইজন জ্ঞানী ব্যক্তিকে ডাকতে পাঠালাম।


যাজকীয় গোষ্ঠীজাত যারা ফিরে এসেছিল তাদের তালিকা: যিদয়িয়—(যেশূয় বংশজাত)—973 ইম্মের—1,052 পশহূর—1,247 হারীম—1,017


শিমিয়োনের পুত্র: যিমুয়েল, যামিন, ওহাদ, যাকিন, জোহর ও কনানী স্ত্রীর গর্ভজাত পুত্র শৌল।


শিখ্রির পুত্র তাদের প্রধান অধ্যক্ষ ছিলেন। হস্‌সনুয়ার পুত্র যিহুদা সহকারী অধ্যক্ষ ছিলেন।


মশুল্লমের পুত্র হিল্কিয়ের সন্তান সরায়, মশুল্লম সাদোকের পুত্র, সাদোক মরায়োতের পুত্র, মরায়োৎ অহীটুবের পুত্র। এই অহীটুব ঈশ্বরের মন্দিরের তত্ত্বাবধায়ক ছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন