Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 10:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2-8 হকলিয়ের পুত্র শাসক নহিমিয়, সিদিকীয়, সরায়, অসরিয়, যিরমিয়, পশহূর, অমরিয়, মল্কিয়, হটুশ, শবনিয়, মল্লুক। হারীম, মরেমোৎ, ওবদিয়, দানিয়েল গিন্নথোন, বারাক, মশুল্লম, অবিয়, মিয়ামীন, মাসেয়, বিলগয়, শময়িয়, এঁরা পুরোহতি ছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 সরায়, অসরিয়, ইয়ারমিয়া,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 সরায়, অসরিয়, যিরমিয়

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 এবং সিদিকিয়, সরায়,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 আর যাজকদের মধ্যে সিদিকিয়,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 সরায়, অসরিয়, যিরমিয়,

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 10:2
7 ক্রস রেফারেন্স  

নিম্নলিখিত পুরোহিতেরা ও লেবীয়রা শল্‌টিয়েলের পুত্র সরুব্বাবিল এবং যেশূয়ের সঙ্গে এসেছিলেনঃ সরায়, যিরমিয়, ইষ্রা,


মশুল্লমের পুত্র হিল্কিয়ের সন্তান সরায়, মশুল্লম সাদোকের পুত্র, সাদোক মরায়োতের পুত্র, মরায়োৎ অহীটুবের পুত্র। এই অহীটুব ঈশ্বরের মন্দিরের তত্ত্বাবধায়ক ছিলেন।


তাঁদের পরে বিন্যামীন আর হশূব তাঁদের নিজের নিজের গৃহের সামনের অংশ মেরামত করেছিলেন। তাঁদের পরে অননিয়ের পৌত্র আর মাসেয়র পুত্র অসরিয় তাঁর গৃহের পাশের অংশ মেরামত করেছিলেন।


যাঁরা প্রথমে চুক্তিপত্রে শীলমোহর দিয়েছিলেন তাঁদের নাম:


ইহুদী শাসনকর্তা তাদের বললেন, উরীম ও তুম্মীম ব্যবহার করতে পারেন এমন যাজক যতক্ষণ না পাওয়া যায় ততক্ষণ ঈশ্বরের কাছে উৎসর্গিত বস্তু তোমরা ভোজন করো না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন