Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 1:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 কিন্তু যদি তোমরা আমার কাছে ফিরে আস আর আমার আদেশ পালন কর এবং সেগুলি কার্যক্ষেত্রে প্রয়োগ কর, তাহলে তোমাদের মধ্যে কিছু লোক যারা পৃথিবীর সুদূর প্রান্তে ছড়িয়ে আছে, তাদের আমি সেখান থেকে সংগ্রহ করে আনব এবং আমার নাম প্রতিষ্ঠা করার জন্য যে স্থান নির্বাচন করেছি সেখানে তাদের ফিরিয়ে আনব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 কিন্তু যদি তোমরা আমার কাছে ফিরে এসো এবং আমার হুকুম পালন ও সেই অনুসারে কাজ কর, তবে তোমাদের কেউ কেউ আসমানের প্রান্তভাগে দূরীকৃত হলেও আমি সেখান থেকে তাদেরকে সংগ্রহ করবো এবং আমার নাম স্থাপনের জন্য যে স্থান মনোনীত করেছি, সেই স্থানে তাদেরকে আনবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 কিন্তু যদি তোমরা আমার প্রতি ফেরো ও আমার আজ্ঞার বাধ্য হও, তাহলে তোমাদের বন্দিদশায় থাকা লোকেরা যদি আকাশের শেষ সীমাতেও থাকে আমি সেখান থেকে তাদের সংগ্রহ করব এবং আমার বাসস্থান হিসেবে যে জায়গা বেছে নিয়েছি সেখানে তাদের নিয়ে আসব।’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 কিন্তু যদি তোমরা আমার কাছে ফিরিয়া আইস, এবং আমার আজ্ঞা পালন ও তদনুযায়ী কর্ম্ম কর, তবে তোমাদের কেহ কেহ আকাশের প্রান্তভাগে দূরীকৃত হইলেও আমি তথা হইতে তাহাদিগকে সংগ্রহ করিব, এবং আপন নামের নিবাসার্থে যে স্থান মনোনীত করিয়াছি, সেই স্থানে তাহাদিগকে আনিব।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 কিন্তু তোমরা যদি আমার কাছে ফিরে আস এবং আমার আদেশগুলি মেনে চলো, তাহলে তোমাদের মধ্যে যারা পৃথিবীর প্রান্ত দেশে নির্বাসিত হয়ে রয়েছে তাদের আমি জড়ো করব এবং যে জায়গাটি আমি আমার নাম স্থাপন করার জন্য মনোনীত করেছি সেই জায়গায় তাদের ফিরিয়ে আনব।’

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 কিন্তু যদি তোমরা আমার কাছে ফিরে আস এবং আমার আদেশ পালন ও সেই অনুযায়ী কাজ কর, যদি তোমাদের বন্দীদশায় থাকা লোকেরা আকাশের শেষভাগে ছড়িয়ে পড়লেও আমি সেখান থেকে তাদেরকে জড়ো করব এবং নিজের নামের বসবাসের জন্য যে জায়গা বেছেছি, সেই জায়গায় তাদেরকে আনব।’

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 1:9
28 ক্রস রেফারেন্স  

প্রচণ্ড ক্রোধে আমার প্রজাদের আমি যে সমস্ত দেশে ছড়িয়ে দিয়েছিলাম, সেই সমস্ত দেশ থেকে তাদের আমি এই স্থানে আবার ফিরিয়ে আনব এবং এখানে নিরাপদে তাদের বসতি করাব।


তূর্যধ্বনি সহকারে তিনি তাঁর দূতদের প্রেরণ করবেন। তাঁরা জগতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পরিভ্রমণ করে পৃথিবীর চারদিক থেকে তাঁর মনোনীতদের একত্র করবেন।


উপড়ে ফেলার পর আমি তাদের করুণা করব। প্রত্যেকটি জাতিকে ফিরিয়ে নিয়ে যাব তাদের আপন বাসভূমিতে, তাদের নিজেদের দেশে।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, যিনি তাঁর প্রজা ইসরায়েলকে নির্বাসন থেকে ফিরিয়ে এনে একত্র করেন, সেই সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন, যাদের আমি একত্র করেছি, তাদের সঙ্গে আরও অনেককে সম্মিলিত করব।


প্রভু পরমেশ্বরই জেরুশালেমকে স্থাপন করেছেন, নানা স্থানে ছড়িয়ে থাকা ইসরায়েলীদের একত্র করেন তিনি।


যে রাজা বা জাতি আমার এই আদেশের অন্যথা করবে এবং জেরুশালেমের মন্দির ধ্বংস করতে অগ্রসর হবে, স্বয়ং ঈশ্বর যিনি জেরুশালেমকে তাঁর আরাধনার পবিত্র পীঠস্থানরূপে মনোনীত করেছেন, তিনি সেই রাজা বা জাতির মহাসর্বনাশ ঘটাবেন। আমি সম্রাট দারায়ুস এই আদেশ দিলাম। এই আদেশ সকলে অক্ষরে অক্ষরে পালন করুক।


তোমাদের সমস্ত গোষ্ঠীর এলাকার মধ্যে যে স্থান তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তাঁর উপাসনার জন্য মনোনীত করবেন, সেই পীঠস্থানেই তোমরা উপস্থিত হয়ে তাঁর আরাধনা করবে।


আমি সমস্ত দেশ ও জাতির মধ্যে থেকে তোমাদের ফিরিয়ে আনব তোমাদেরই নিজের দেশে।


প্রভু পরমেশ্বর বলেন, হে জাতিবৃন্দ, শোন আমার কথা, ঘোষণা কর আমার বাণী দূর-দূরান্তরে, সুদূর দিগন্তে। আমি ছড়িয়ে দিয়েছিলাম আমার প্রজাদের, কিন্তু একত্র করব তাদের আবার। রাখব তাদের সতর্ক প্রহরায়, মেষপালক যেমন রাখে তার মেষপাল।


প্রভু পরমেশ্বর পৃথিবীর চারিদিকে ছড়িয়ে থাকা ইসরায়েল ও যিহুদীয়ার মানুষকে যে ফিরিয়ে আনছেন, সেই বিষয় সমস্ত জাতিকে জানাবার জন্য প্রতীকস্বরূপ একটি পতাকা দেখাবেন।


হে প্রভু পরমেশ্বর আমাদের আরাধ্য ঈশ্বর, উদ্ধার কর আমাদের, জাতিবৃন্দের মধ্য থেকে আমাদের ফিরিয়ে নিয়ে যাও, যেন আমরা তোমার পবিত্র নামের ধন্যবাদ করতে পারি, যেন মুখর হতে পারি তোমার প্রশংসায়।


প্রভু তাঁকে বললেন, তোমার নিবেদন আমি শুনেছি। তোমার নির্মিত মন্দির আমি পবিত্র করেছি। এখানে চিরকাল আমার আরাধনা হবে আমি সর্বদা এর প্রতি দৃষ্টি রাখব এবং একে রক্ষা করব।


হে অবিশ্বাসী জাতি, ফিরে এস তোমরা আমার কাছে। প্রতিটি শহর থেকে তোমাদের একজন করে, প্রতিটি গােষ্ঠী থেকে দুজন করে আমি গ্রহণ করব এবং সিয়োন পর্বতে আবার তোমাদের ফিরিয়ে আনব।


আরও বলো, হে আমাদের পরিত্রাতা ঈশ্বর উদ্ধার কর আমাদের জাতিবৃন্দের মধ্য থেকে আমাদের উদ্ধার করে একত্রিত কর যেন আমরা তোমায় কৃতজ্ঞতা নিবেদন করতে পারি, যেন তোমার পবিত্র নামের মহিমা ও স্তুতিগান করে ধন্য হতে পারি।


তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তাঁর উপাসনার জন্য যে স্থান মনোনীত করবেন সেই স্থান যদি তোমাদের কাছ থেকে অনেক দূরে হয় তা হলে আমি যেভাবে বলেছি সেই ভাবে তোমরা প্রভু তোমাদের যে গো-মেষাদির পাল দিয়েছেন তা থেকে পশু নিয়ে বধ করবে ও নিজেদের নগরে বসে ইচ্ছামত তার মাংস খাবে।


শত্রুদের দেশে থেকে তারা যদি মনে প্রাণে অনুতাপ করে এবং তাদের পিতৃপুরুষদের দেশ ও তোমার মনোনীত এই নগরী এবং আমার নির্মিত এই মন্দিরের দিকে মুখ করে দাঁড়িয়ে তোমার কাছে প্রার্থনা করে তাহলে


ফিরিয়ে এনেছেন নানা দেশ থেকে, পূর্ব ও পশ্চিম, উত্তর ও দক্ষিণ থেকে,


সেইদিন, ইউফ্রেটিস নদী থেকে মিশর সীমান্ত পর্যন্ত বিস্তৃত স্থানের সমস্ত প্রজাদের প্রভু পরমেশ্বর একজন একজন করে এনে একত্র করবেন, যেমন করে লোকে তুষ থেকে গম বাছাই করে নেয়।


প্রভু পরমেশ্বর বলেন, উত্তরদিক থেকে লোকেরা আসছে। সুদূরের এক শক্তিশালী জাতি প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের জন্য।


কাজেই এখন, আমি সর্বাধিপতি প্রভু যা বলি, সেই কথা তুমি ইসরায়েলীদের বল: তোমরা ফিরে এস, তোমাদের ঘৃণ্য অনাচার পরিত্যাগ কর।


তোমরা যদি আমার অনুশাসন মেনে চল এবং আমার নির্দেশ পালন কর


যে সব আশীর্বাদ ও অভিশাপ আজ আমি তোমাদের সামনে উল্লেখ করেছি, সেগুলি তোমাদের জীবনে নেমে আসবে। তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে সব জাতির মাঝে তোমাদের বিতাড়িত করবেন সেখানে থেকে যদি তোমরা চেতনা লাভ কর,


সর্বাধিপতি বলেছেন, দেখ, আমি আমার প্রজাদের পূর্ব ও পশ্চিমের দেশগুলি থেকে উদ্ধার করে জেরুশালেমে ফিরিয়ে আনব। ন্যায়নিষ্ঠা ও বিশ্বস্ততায় তারা আমার প্রজা হবে আর আমি হব তাদের ঈশ্বর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন