Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 9:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)

14 তুমি আমার কাছ থেকে সরে যাও, আমি এদের সংহার করে পৃথিবীর বুক থেকে এদের নাম বিলুপ্ত করে দেব এবং এদের চেয়ে বৃহৎ ও শক্তিমান এক জাতির জনক করব তোমাকে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 তুমি আমার কাছ থেকে সরে যাও, আমি এদেরকে বিনষ্ট করে আসমানের নিচ থেকে এদের নাম মুছে ফেলবো; আর আমি তোমার মধ্য থেকে এদের চেয়ে বলবান ও বড় জাতি সৃষ্টি করবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 তুমি আমাকে বাধা দিয়ো না, যেন আমি তাদের ধ্বংস করি এবং পৃথিবী থেকে তাদের নাম মুছে ফেলি। আর আমি তোমার মধ্য দিয়ে আরও শক্তিশালী এবং তাদের চেয়ে আরও বড়ো একটি জাতি তৈরি করব।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 তুমি আমার নিকট হইতে সর, আমি ইহাদিগকে বিনষ্ট করিয়া আকাশমণ্ডলের নীচে হইতে ইহাদের নাম লোপ করি; আর আমি তোমাকে ইহাদের অপেক্ষা বলবান্‌ ও বৃহৎ জাতি করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 ঐ সমস্ত লোকদের আমি ধ্বংস করব, যাতে কেউই তাদের নাম পর্যন্ত না মনে রাখে। এরপর আমি তোমার থেকে আরেকটি জাতি তৈরী করব, যারা এই সমস্ত লোকদের থেকে শক্তিশালী এবং বৃহৎ‌‌ হবে।’

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 তুমি আমার কাছ থেকে সরে যাও, আমি এদেরকে ধ্বংস করে আকাশমণ্ডলের নীচে থেকে এদের নাম মুছে ফেলি; আর আমি তোমাকে এদের থেকে শক্তিশালী ও মহান জাতি করব।”

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 9:14
19 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বর তাকে ক্ষমা করবেন না, তাঁর তীব্র রোষানল সেই ব্যক্তির বিরুদ্ধে ধূমায়িত হয়ে উঠবে এবং এই পুস্তকে লিখিত সমস্ত অভিশাপ তার উপর বর্তাবে। পৃথিবীর বুক থেকে প্রভু পরমেশ্বর তার নাম মুছে ফেলবেন।


জাতিবৃন্দকে তুমি করেছ দণ্ডদান, দুর্জনদের করেছ সংহার, তাদের নাম তুমি চিরতরে করেছ অবলুপ্ত।


যে বিজয়ী হবে তাকে শুভ্রবাস পরানো হবে। আমি তার নাম জীবনপুস্তক থেকে মুছে ফেলব না। আমার পিতা এবং তাঁর দূতবৃন্দের সমক্ষে আমি তাকে স্বীকৃতি দেব।


হে উদ্ধত জনসাধারণ, হৃদয় তোমাদের অইহুদীদের মত অপবিত্র, শ্রবণ তোমাদের ঈশ্বরের বাণীর প্রতি বিমুখ। চিরকালই তোমরা পবিত্র আত্মার বিরোধিতা করছ। যেমন ছিল তোমাদের পূর্বপুরুষেরা তেমনিই হয়েছ তোমরাও।


বিলুপ্ত হোক তার বংশ, মুছে যাক পরবর্তী প্রজন্ম থেকে।


তখন প্রভু পরমেশ্বর আমাকে বললেন, মোশি ও শমুয়েলও যদি আমার সামনে দাঁড়িয়ে আবেদন জানাত, তাহলেও আমি এদের উপর দয়া করতাম না। ওদের দূর করে দাও আমার চোখের সামনে থেকে, চলে যাক ওরা।


প্রভু পরমেশ্বর আমাকে বললেন, তুমি এদের সাহায্য করার জন্য আমার কাছে আবেদন জানাবে না।


ধার্মিক চিরস্মরণীয়, তার স্মৃতি আশীর্বাদ স্বরূপ, কিন্তু দুর্জনের স্মৃতি অভিশপ্ত।


আমি সঙ্কল্প করেছিলাম, ওদের নিপাত করব, মুছে দেব তাদের নাম মানব সমাজ থেকে।


এর পরেও কি আমরা পুনরায় তোমার বিধান অমান্য করব এবং অনাচারে লিপ্ত ঐ জাতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব? যদি আবদ্ধ হই, তবে তুমি কি প্রচণ্ড ক্রোধে আমাদের সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে যেন আমরা কেউই রক্ষা না পাই?


তাই তিনি তাদের সকলকে সংহার করতে মনস্থ করলেন। কিন্তু তাঁর মনোনীত সেবক মোশি এসে দাঁড়ালেন তাঁর মুখোমুখি, তাঁর বিধ্বংসী ক্রোধ নিবারণের আবেদন নিয়ে।


প্রভু পরমেশ্বর বলেছেন, যিরমিয়, এই সব লোকদের জন্য প্রার্থনা করোনা, কেঁদোনা ওদের হয়ে, ওদের জন্য ওকালতিও করোনা, কারণ আমি শুনব না তোমার কথা।


সাগরবেলার বালির মত তোমার বংশধরের সংখ্যা হত অগণিত। লুপ্ত হবে না তোমার নাম ধরণীর বুক থেকে নিশ্চিহ্ন হবে না তুমি এ কথা নিশ্চয়ই জেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন