Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 8:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 তোমরা আহারে পরিতৃপ্ত হবে এবং তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর সেই উৎকৃষ্ট দেশ তোমাদের দিয়েছেন বলে তোমরা তাঁর স্তুতি করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 আর তুমি ভোজন করে তৃপ্ত হবে এবং তোমার আল্লাহ্‌ মাবুদের দেওয়া সেই উত্তম দেশের জন্য তাঁর শুকরিয়া আদায় করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 তোমরা সেখানে খেয়েদেয়ে তৃপ্ত হওয়ার পর তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে চমৎকার দেশেটি দিয়েছেন তার জন্য তাঁর গৌরব করবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 আর তুমি ভোজন করিয়া তৃপ্ত হইবে, এবং তোমার ঈশ্বর সদাপ্রভুর দত্ত সেই উত্তম দেশের নিমিত্ত তাঁহার ধন্যবাদ করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 তোমরা যা খেতে চাও তা পেয়ে তৃপ্ত হবে এবং সেই সুন্দর দেশটি তোমাদের দেবার জন্য তোমরা তোমাদের প্রভু ঈশ্বরের প্রশংসা করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 আর তুমি খেয়ে তৃপ্তি পাবে এবং তোমার ঈশ্বর সদাপ্রভুর দেওয়া সেই ভালো দেশের জন্য তাঁর ধন্যবাদ করবে।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 8:10
14 ক্রস রেফারেন্স  

হে আমার প্রাণ, প্রভু পরমেশ্বরের ধন্যবাদ কর, ভুলো না তুমি তাঁর সকল উপকার।


দিনক্ষণ যে মানে সে প্রভুকে মনে রেখেই তা মানে। যে সব কিছু আহার করে সে প্রভুকে মনে রেখেই করে, কারণ আহার্যের জন্য সে প্রভুর কাছে কৃতজ্ঞতা জানায়। যে সব কিছু খায় না সে প্রভুকে মনে রেখেই তা করে, কারণ সেও প্রভুর কাছে কৃতজ্ঞতা জানায়। আমরা


তোমার ধনসম্পদ ও ফসলের অগ্রভাগ প্রভুকে নিবেদন কর, সম্মান জানাও তাঁকে।


প্রকৃতপক্ষে আমি এবং আমার স্বজাতি তোমায় কিছুই দিতে পারি না,কারণ সবই তো তোমারই দান, তুমি আমাদের যা দিয়েছ, শুধুমাত্র তাই-ই তোমায় ফিরিয়ে দিয়েছি।


তিনি জনতাকে ঘাসের উপর বসতে বললেন। তারপর পাঁচখানা রুটি ও দুটি মাছ নিয়ে ঊর্ধ্বে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন এবং রুটিগুলি টুকরো করে শিষ্যদের হাতে দিলেন। শিষ্যরা সকলকে তা পরিবেশন করলেন।


আমার কথা এই, তোমরা পান-ভোজন কিম্বা যা কিছু কর না কেন, সবই যেন ঈশ্বরের গৌরবের জন্য হয়।


প্রভুর আশিসপুত্র রুটি তারা যে জায়গায় বসে খেয়েছিল, তারই কাছে তিবিরিয়া থেকে নৌকা এসে ভিড়তে লাগল।


সকল অবস্থায় কৃতজ্ঞ থেকো, কারণ খ্রীষ্ট যীশুর আশ্রিত তোমাদের কাছে ঈশ্বর এ-ই চান।


সেই দেশে তোমাদের কখনও অন্নকষ্ট বা কোন জিনিষের অভাব হবে না। সে দেশের পাথরে লোহা আছে, সেখানকার পাহাড় থেকে তোমরা তামা সংগ্রহ করতে পারবে।


তাদের পূর্বপুরুষদের কাছে যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি আমি দিয়েছি, সুজলা সুফলা সমৃদ্ধ সেই দেশে তাদের নিয়ে যাওয়ার পর তারা যখন প্রচুর আহার্যে তৃপ্ত ও হৃষ্টপুষ্ট হবে তখন তারা অন্য দেবতাদের দিকে আকৃষ্ট হবে এবং তাদের পূজা-অর্চনা করবে। আমাকে তারা অবজ্ঞা করবে ও আমার সঙ্গে তাদের সম্বন্ধের চুক্তি ভঙ্গ করবে।


আমার প্রিয়তমের উদ্দেশে একটি প্রেমসঙ্গীত গাইতে দাও, এ গান তাঁরই দ্রাক্ষাকুঞ্জের গান! একটি দ্রাক্ষাকুঞ্জ ছিল আমার প্রিয়তমের, ছিল সে কুঞ্জ অতি উর্বর এক গিরির উপরে।


তোমাদের জন্য প্রচুর খাদ্য থাকবে, খাদ্যে পরিতৃপ্ত হবে তোমরা। যিনি তোমাদের জন্য পরমাশ্চর্য কীর্তি সাধন করেছেন, সেই প্রভু পরমেশ্বরের নাম কীর্তন করবে তোমরা আমার প্রজারা আর কখনও হতমান হবে না,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন