Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 7:23 - পবিএ বাইবেল CL Bible (BSI)

23 তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের কবলে তাদের সমর্পণ করবেন এবং তাদের মধ্যে মহাত্রাসের সঞ্চার করে তাদের ধ্বংস করবেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

23 কিন্তু তোমার আল্লাহ্‌ মাবুদ তোমার হাতে তাদেরকে তুলে দেবেন; এবং যে পর্যন্ত তারা বিনষ্ট না হয়, সেই পর্যন্ত মহাব্যাকুলতায় তাদেরকে ব্যাকুল করবেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

23 কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সামনে তাদের তুলে দেবেন, এবং যতক্ষণ না তারা ধ্বংস হয় ততক্ষণ তাদের ভীষণ বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সম্মুখে তাহাদিগকে সমর্পণ করিবেন; এবং যে পর্য্যন্ত তাহারা বিনষ্ট না হয়, তাবৎ মহাব্যাকুলতায় তাহাদিগকে ব্যাকুল করিবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 কিন্তু প্রভু তোমাদের ঈশ্বর, ঐ সমস্ত জাতিগুলিকে তোমাদের হাতে সমর্পণ করবেন এবং তারা যতক্ষণ পর্যন্ত না ধ্বংসপ্রাপ্ত হয়, ততক্ষণ পর্যন্ত তিনি যুদ্ধ চলাকালীন তাদের বিভ্রান্ত করবেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

23 কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সামনে তাদেরকে সমর্পণ করবেন এবং যে পর্যন্ত তারা ধ্বংস না হয়, ততক্ষণ মহাভ্রান্তিতে তাদেরকে ভ্রান্ত করবেন।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 7:23
11 ক্রস রেফারেন্স  

সেই দণ্ড হবে অনন্ত বিনাশ। প্রভুর সম্মুখ থেকে বিতাড়িত হবে তারা। তাঁর পরাক্রান্ত মহিমা থেকে হবে বঞ্চিত।


প্রভুর নির্দিষ্ট দিন আসন্ন, সেইদিন সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর মহাপ্রলয় ঘটাবেন, কী ভয়ঙ্কর সেইদিন!


যারা আমাকে নির্যাতন করে, তাদের উপর আন চরম লজ্জা। কিন্তু আমাকে রেহাই দাও, প্রভু। ওদের পূর্ণ কর সন্ত্রাসে, কিন্তু আমাকে আতঙ্কিত করো না। ওদের উপরে আসুক ঘোরতর বিপর্যয়, ভেঙ্গে খণ্ড খণ্ড কর ওদের।


হাহাকার কর তোমরা! প্রভু পরমেশ্বরের নিরূপিত সেই দিন আসন্ন, যে দিন সর্বনাশা প্রলয় নেমে আসবে সর্বশক্তিমানের কাছ থেকে।


কিন্তু আজ তোমরা জেনে রাখ যে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর স্বয়ং সর্বগ্রাসী অগ্নিস্বরূপ তোমাদের পুরোভাগে যাচ্ছেন। তিনিই তাদের সংহার করবেন ও তোমাদের অধীন করবেন এবং তোমাদের কাছে প্রভু পরমেশ্বরের প্রতিশ্রুতি অনুযায়ী তোমরা তাদের বিতাড়িত করে অচিরেই ধ্বংস করতে পারবে।


তোমরা যদি তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কথায় কর্ণপাত না কর তাহলে তোমাদের সাক্ষাতে তিনি যে সব জাতিকে ধ্বংস করেছেন ঠিক তেমনিভাবে তিনি তোমাদেরও ধ্বংস করবেন।


ইসরায়েলী শিবির থেকে তারা নিঃশেষে উচ্ছিন্ন না হওয়া পর্যন্ত প্রভু পরমেশ্বর তাদের প্রতি বিমুখ হয়ে রইলেন।


তোমাদের পুরােভাগে থেকে আমি সকলের মনে ত্রাসের সঞ্চার করব। যাত্রাপথে যে সব জাতির সম্মুখীন হবে তোমরা, তাদের আমি ছত্রভঙ্গ করে দেব। তোমাদের শত্রুপক্ষকে পৃষ্ঠপ্রদর্শন করতে বাধ্য করব আমি।


ইসরায়েলীদের সম্মুখে প্রভু পরমেশ্বর তাদের দিশেহারা করে দিলেন এবং যিহোশূয় গিবিয়োনে তাদের চূড়ান্ত ভাবে পরাস্ত করলেন। তিনি বেথ-হোরোণের গিরিপথ ধরে তাদের পিছনে তাড়া করে গেলেন এবং আসেকা ও মাক্কেদা পর্যন্ত তাদের উপর আক্রমণ চালিয়ে গেলেন।


বারাক সশস্ত্র আক্রমণে সিসেরাকে তার সমস্ত রথী ও সৈন্যবাহিনীসহ ছত্রভঙ্গ করে দিলেন। সিসেরা রথ ফেলে দৌড়ে পালালেন।


প্রভু পরমেশ্বর তোমাদের হাতে তাদের সপর্মণ করবেন এবং তখন আমি তোমাদের যে নির্দেশ দিয়েছি, ঠিক সেইভাবে তোমরা তাদের প্রতি আচরণ করবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন