দ্বিতীয় বিবরণ 7:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)18 কিন্তু তোমরা তাদের ভয় করো না, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর ফারাও এবং মিশরীদের যে দশা করেছিলেন, যে সব নিশ্চিত প্রমাণ, অলৌকিক নিদর্শন, অদ্ভুত লক্ষণ তোমরা স্বচক্ষে দেখেছ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 তুমি তাদের ভয় করো না; তোমার আল্লাহ্ মাবুদ ফেরাউন ও সমস্ত মিসরের প্রতি যা করেছেন, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 কিন্তু তোমরা তাদের ভয় কোরো না; তোমাদের ঈশ্বর সদাপ্রভু ফরৌণ ও সমগ্র মিশর দেশের উপর কী করেছিলেন তা ভুলে যেয়ো না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 তুমি তাহাদের হইতে ভীত হইও না; তোমার ঈশ্বর সদাপ্রভু ফরৌণের ও সমস্ত মিসরের প্রতি যাহা করিয়াছেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 তোমরা তাদের ভয় করো না। প্রভু, তোমাদের ঈশ্বর, ফরৌণ এবং মিশরের সমস্ত লোকদের প্রতি কি করেছিলেন সেগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 তুমি তাদেরকে ভয় পেও না; তোমার ঈশ্বর সদাপ্রভু ফরৌণের ও সমস্ত মিশরের প্রতি যা করেছেন, অধ্যায় দেখুন |
গিদিয়োন তাঁকে বললেন, মশাই, তিনিই যদি আমাদের সহায়, তাহলে আজ আমাদের এই দুর্দশা কেন? আমাদের পূর্বপুরুষেরা তাঁর যে সমস্ত অলৌকিক কীর্তিকলাপ আমাদের কাছে বর্ণনা করেছিলেন সে সব আজ কোথায়? তাঁরা বলতেন, পরমেশ্বরই মিশর থেকে আমাদের উদ্ধার করে এনেছেন। কিন্তু তিনি এখন আমাদের পরিত্যাগ করে মিদিয়নীদের হাতে তুলে দিয়েছেন।