দ্বিতীয় বিবরণ 6:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)4 হে ইসরায়েলকুল! শোন, প্রভু পরমেশ্বরই আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর এক ও অদ্বিতীয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 হে ইসরাইল, শোন; আমাদের আল্লাহ্ মাবুদ একই মাবুদ; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 হে ইস্রায়েল, শোনো: আমাদের ঈশ্বর সদাপ্রভু, একই প্রভু। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 হে ইস্রায়েল শুন; আমাদের ঈশ্বর সদাপ্রভু একই সদাপ্রভু; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 “ইস্রায়েলের লোকরা শোনো! প্রভু, আমাদের ঈশ্বর হলেন একমাত্র প্রভু! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 হে ইস্রায়েল, শোনো; আমাদের ঈশ্বর সদাপ্রভু এক; অধ্যায় দেখুন |
তখন সমবেত ইসরায়েলী জনতা এই প্রার্থনা নিবেদন করল:হে প্রভু পরমেশ্বর, একমাত্র তুমিই আমাদের প্রভু, তুমিই ঈশ্বর তুমিই সৃষ্টি করেছ গগণমণ্ডল, সৃষ্টি করেছ নক্ষত্র নিচয় অনন্ত আকাশে, সমুদ্র ও সমুদ্রগর্ভে যা কিছু আছে সকলই তোমার সৃষ্টি সবারই মাঝে সঞ্চার করেছ তুমিপ্রাণের স্পন্দন। দিব্যলোক বাহিনী করে তোমারই আরাধনা।