Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 6:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 হে ইসরায়েলকুল! শোন, প্রভু পরমেশ্বরই আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর এক ও অদ্বিতীয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 হে ইসরাইল, শোন; আমাদের আল্লাহ্‌ মাবুদ একই মাবুদ;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 হে ইস্রায়েল, শোনো: আমাদের ঈশ্বর সদাপ্রভু, একই প্রভু।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 হে ইস্রায়েল শুন; আমাদের ঈশ্বর সদাপ্রভু একই সদাপ্রভু;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 “ইস্রায়েলের লোকরা শোনো! প্রভু, আমাদের ঈশ্বর হলেন একমাত্র প্রভু!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 হে ইস্রায়েল, শোনো; আমাদের ঈশ্বর সদাপ্রভু এক;

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 6:4
26 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বর, যিনি ইসরায়েলের রক্ষক, রাজাধিরাজ, সেই সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন, আমিই আদি এবং অন্ত, আমিই অদ্বিতীয়, আমি ছাড়া আর নেই কোন ঈশ্বর।


কারণ ঈশ্বর যেমন এক, তেমনি ঈশ্বর এবং মানুষের মধ্যে একজন মানুষই মিলন ঘটান। স্বয়ং খ্রীষ্ট যীশুই সেই মানুষ।


তুমিই যে একমাত্র সত্য ঈশ্বর এবং তুমিই যে যীশুখ্রীষ্টকে প্রেরণ করেছ-এই উপলব্ধির হল শাশ্বত জীবন।


আমার পিতা এবং আমি অভিন্ন।


আমার প্রজাবৃন্দ, ভয় পেয়ো না তোমরা! প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত যা কিছু আমি ভবিষ্যদ্বাণী করেছিলাম, সবই জান তোমরা! তোমরাই আমার সাক্ষী। আছে কি আর কোন শক্তি আমার সমকক্ষ? আছে কি কোন পরাক্রমী দেবতা যার কথা আমি শুনি নি কখনও?


একমাত্র আমিই তোমার আরাধ্য ঈশ্বর, প্রভু পরমেশ্বর, সমস্ত গৌরব ও প্রশংসা আমারই প্রাপ্য, অদ্বিতীয় আমি।


সভার সকলের সামনে রাজা দাউদ প্রভু পরমেশ্বরের উদ্দেশে স্তব নিবেদন করলেন। তিনি বললেন, আমাদের পূর্বপুরুষ যাকোবের আরাধ্য প্রভু পরমেশ্বরের স্তবগান হোক যুগে যুগে চিরকাল!


এলিয় সমগ্র জনতার কাছে গিয়ে বললেন, আর কতকাল তোমরা দুই নৌকায় পা দিয়ে থাকবে? যদি মনে কর, প্রভুই পরমেশ্বর, তাহলে তাঁরই অনুগামী হও। আর যদি মনে কর বেলদেবই ঈশ্বর, তাহলে তার অনুগামী হও। তাঁর এ কথায় জনতার কাছ থেকে কোন সাড়া পাওয়া গেল না।


আমিই তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর, আমিই মিশরের দাসত্বের আগার থেকে তোমাকে উদ্ধার করে এনেছি।


নবী যিশাইয় রাজা হিষ্কিয়ের প্রেরিত সংবাদ পেয়ে তার উত্তরে তাঁদের বললেন, তোমাদের রাজাকে গিয়ে বল যে, প্রভু পরমেশ্বর বলেছেন, আসিরীয় সম্রাটের দাসেরা আমাকে বিদ্রূপ করে যে সব কথা বলেছে, তাতে তোমরা ভয় পেয়ো না।


যীশু উত্তর দিলেন, তুমি কায়মনোবাক্যে তোমার ঈশ্বরকে ভালবাসবে-


তিনি তখন উত্তর দিলেন, তোমার সমস্ত হৃদয়-মনপ্রাণ ও শক্তি দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে ভালবাসবে এবং তোমার প্রতিবেশীকেও নিজের মত ভালবাসবে।


ঈশ্বর এক ও অদ্বিতীয়, তিনি এই বিশ্বাসের ভিত্তিতেই সুন্নত-সংস্কার প্রাপ্ত ইহুদী ও সুন্নতবিহীন অন্যান্য জাতিকে ধার্মিক প্রতিপন্ন করবেন।


সকলের পিতা যিনি সেই ঈশ্বরও এক, তিনি সকলের ঊর্ধ্বে, সকলের মধ্যে সক্রিয এবং সকলের অন্তরে বিরাজমান।


তুমি কি বিশ্বাস কর ঈশ্বর এক, তাহলে ভালই কর। ভূতেরাও একথা বিশ্বাস করে এবং ভয়ে কাঁপে।


সুতরাং আজ তোমরা জেনে রাখ এবং মনে মনে উপলব্ধি কর যে ঊর্ধ্বে স্বর্গে এবং নীচে এই পৃথিবীতে প্রভু পরমেশ্বরই একমাত্র ঈশ্বর, আর কেউ নয়।


তাঁরা প্রভু পরমেশ্বরের বিধানশাস্ত্র নিয়ে গিয়ে যিহুদীয়ার সমগ্র শহর-নগর-জনপদের মানুষকে শিক্ষা দিতে লাগলেন।


তখন সমবেত ইসরায়েলী জনতা এই প্রার্থনা নিবেদন করল:হে প্রভু পরমেশ্বর, একমাত্র তুমিই আমাদের প্রভু, তুমিই ঈশ্বর তুমিই সৃষ্টি করেছ গগণমণ্ডল, সৃষ্টি করেছ নক্ষত্র নিচয় অনন্ত আকাশে, সমুদ্র ও সমুদ্রগর্ভে যা কিছু আছে সকলই তোমার সৃষ্টি সবারই মাঝে সঞ্চার করেছ তুমিপ্রাণের স্পন্দন। দিব্যলোক বাহিনী করে তোমারই আরাধনা।


যাকোবকুলে তিনি স্থাপন করেছেন তাঁর সাক্ষ্য, তিনি নির্দেশ করেছেন তাঁর বিধান ইসরায়েল জাতির মাঝে। আমাদের পিতৃপুরুষদের আজ্ঞা দিয়েছিলেন ঈশ্বর, যেন তাদের সন্তানদের তারা শিক্ষা দেয় সেই বিধান।


তুমি মহান হে প্রভু পরমেশ্বর, পরমাশ্চর্য তোমার কীর্তি, তুমিই একমাত্র ঈশ্বর।


সমগ্র পৃথিবীতে প্রভুর রাজত্ব প্রতিষ্ঠিত হবে সেদিন। প্রভু পরমেশ্বরই হবেন একচ্ছত্র অধিপতি। তাঁর নামই হবে একমাত্র নাম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন