Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 6:15 - পবিএ বাইবেল CL Bible (BSI)

15 যদি হও তাহলে তোমাদের মাঝে যিনি রয়েছেন, তোমাদের সেই আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের ক্রোধ প্রজ্বলিত হবে তোমাদের বিরুদ্ধে, এবং ধরাপৃষ্ঠ থেকে তোমাদের বিলুপ্ত করবেন তিনি, কারণ তিনি কোন প্রতিদ্বন্দ্বীকে সহ্য করেন না। সকল গৌরব ও মহিমা একমাত্র তাঁরই।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 কেননা তোমার মধ্যবর্তী তোমার আল্লাহ্‌ মাবুদ স্বগৌরব রক্ষণে উদ্যোগী আল্লাহ্‌। সাবধান, অন্য দেবতাদের পিছনে গেলে তোমার আল্লাহ্‌ মাবুদের ক্রোধ তোমার প্রতিকূলে প্রজ্বলিত হবে, আর তিনি দুনিয়া থেকে তোমাকে উচ্ছিন্ন করবেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি তোমাদের মধ্যে আছেন, তিনি নিজের গৌরব রক্ষা করার বিষয়ে খুবই উদ্যোগী, এবং তাঁর ক্রোধের আগুন তোমাদের বিরুদ্ধে জ্বলবে, আর তিনি তোমাদের পৃথিবীর উপর থেকে ধ্বংস করবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 কেননা তোমার মধ্যবর্ত্তী তোমার ঈশ্বর সদাপ্রভু স্বগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর। সাবধান, পাছে তোমার ঈশ্বর সদাপ্রভুর ক্রোধ তোমার প্রতিকূলে প্রজ্বলিত হয়, আর তিনি ভূমণ্ডল হইতে তোমাকে উচ্ছিন্ন করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 প্রভু তোমাদের ঈশ্বর, যিনি তোমাদের সঙ্গে আছেন তিনি নিজের গৌরব রক্ষা করতে উদ্যোগ নেন, সুতরাং যদি তোমরা ঐ সকল অন্যান্য দেবতাদের পূজা করো, তাহলে প্রভু তোমাদের উপরে প্রচণ্ড ক্রুদ্ধ হবেন। তিনি তোমাদের এই পৃথিবী থেকে বিলুপ্ত করে দেবেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 কারণ তোমার মাঝে তোমার ঈশ্বর সদাপ্রভু স্ব গৌরব রক্ষণশীল ঈশ্বর পাছে তোমার ঈশ্বর সদাপ্রভুর রাগ তোমার বিরুদ্ধে জ্বলে ওঠে, আর তিনি পৃথিবী থেকে তোমাকে ধ্বংস করেন।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 6:15
20 ক্রস রেফারেন্স  

কারণ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর সর্বগ্রাসী অগ্নিস্বরূপ, কোন প্রতিদ্বন্দ্বীকে সহ্য করেন না তিনি।


তুমি সেগুলির সম্মুখে প্রণিপাত করবে না কিংবা সেগুলির পূজা-অর্চনা করবে না, কারণ আমি প্রভু পরমেশ্বর তোমার আরাধ্য ঈশ্বর, আমি কোন প্রতিদ্বন্দ্বীকে সহ্য করি না। যারা আমাকে অবজ্ঞা করে, তাদের অপরাধের দণ্ড আমি তাদের তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত দিয়ে থাকি।


তাহলে তোমাদের বিরুদ্ধে প্রভু পরমেশ্বরের কোপানল প্রজ্বলিত হবে এবং তিনি আকাশ রুদ্ধ করে দেবেন, ফলে বৃষ্টি হবে না, তোমাদের ক্ষেতে ফসল উৎপন্ন হবে না এবং প্রভু যে দেশ তোমাদের দিয়েছেন সেই সমৃদ্ধ দেশ থেকে তোমরা অচিরেই উৎখাত হয়ে যাবে।


তাহলে তারা তোমাদের পুত্রদের আমার অনুগামী হতে বাধা দেবে এবং তারা অন্যান্য দেবতাদের পূজা করবে। তখন তোমাদের বিরুদ্ধে প্রভু পরমেশ্বরের ক্রোধ প্রজ্বলিত হবে এবং তিনি তোমাদের অচিরেই ধ্বংস করবেন।


দেখ, সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের দৃষ্টি এই পাপকলুষিত রাজ্যের প্রতিনিবদ্ধ রয়েছে। ধরাপৃষ্ঠ থেকে আমি এই রাজ্য নিশ্চিহ্ন করব, তবে যাকোবকুলকে নিঃশেষে উচ্ছেদ করব না। প্রভু বলেছেন এ কথা।


পৃথিবীর সমস্ত জাতির মধ্যে কেবলমাত্র তোমাদেরই আমি আপন করে নিয়েছি, সেইজন্যই তোমাদের সমস্ত অপরাধের দণ্ডবিধান করব আমি।


তোমার ক্রোধের বিক্রম কে বুঝতে পারে? কে হৃদয়ঙ্গম করতে পারে তোমার রোষের ভয়াবহতা?


তোমার ক্রোধ আমাদের নিঃশেষে গ্রাস করে, তোমার রোষে আমরা হই বিহ্বল।


কিন্তু তারা তাঁর সংবাদবাহক নবীদের উপহাস করত, তাঁদের কথা তুচ্ছ করে তাঁদের বিদ্রূপ করত। এইভাবে শেষ পর্যন্ত অবস্থা চরমে পৌঁছালে প্রভু পরমেশ্বরের প্রডণ্ড ক্রোধের হাত থেকে তাঁর প্রজাদের মুক্তির কোন পথ থাকল না।


তাঁর এই পাপে তাঁর বংশ সমূলে ধ্বংস হয়ে গেল।


তাদের সম্মুখে তুমি প্রণিপাত করবে না এবং তাদের পূজা করবে না, কারণ আমি, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর, আমি এক ও অদ্বিতীয়। সকল গৌরব ও মহিমা আমারই। আমি পিতৃপুরুষদের অপরাধের প্রতিফল সন্তানদের দিয়ে থাকি। যারা আমার বিদ্বেষী তাদের সন্তানদের তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত প্রতিফল দিই।


মিশরীরা কেন একথা বলার সুযোগ পাবে যে ওদের অনিষ্ট করার জন্য, পার্বত্য অঞ্চলে এনে ওদের ধ্বংস করার জন্য, ধরাপৃষ্ঠ থেকে ওদের বিলুপ্ত করার অসৎ উদ্দেশে প্রভু পরমেশ্বর ওদের বার করে এনেছিলেন? তোমার ভয়ঙ্কর ক্রোধ সংবরণ কর প্রভু পরমেশ্বর। তোমার প্রজাদের অনিষ্ট করার সঙ্কল্প পরিবর্তন কর।


সাতদিন পরে আমি পৃথিবীতে চল্লিশ দিন ও চল্লিশ রাত বৃষ্টিপাত করব এবং আমার সৃষ্ট যাবতীয় প্রাণীকে ধরাপৃষ্ঠ থেকে উচ্ছিন্ন করব।


প্রভুর ক্রোধের উদ্রেক যাতে হয় আমরা কি তা করতে পারি? আমরা কি তাঁর চেয়ে শক্তিমান?


বিদেশী, পিতৃমাতৃহীন অনাথ এবং বিধবাদের অসহায় অবস্থার সুযোগ নিয়ে তাদের নিপীড়ন করো না। দেশের নিরীহ মানুষদের হত্যা করা বন্ধ কর। অলীক দেবতাদের পূজা বন্ধ কর, অন্যথায় ধ্বংস হয়ে যাবে তোমরা।


তাই প্রভু পরমেশ্বর স্বয়ং বলেছেন, তিনি পৃথিবী থেকে তোমাকে সরিয়ে দেবেন। এই বছরের মধ্যেই তোমার মৃত্যু হবে কারণ তুমি মানুষকে প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করতে বলেছ।


যে দেশ তোমরা অধিকার করবে, যেখানে প্রতিষ্ঠিত হবে আমার পীঠস্থান, সেই দেশ তোমরা অশুচি করবে না, কারণ আমি প্রভু পরমেশ্বর। ইসরায়েলীদের মাঝেই আমার বসতি।


যে সব জাতি তোমাদের মাঝে এখনও অবশিষ্ট রয়েছে, তোমরা যদি পথভ্রষ্ট হয়ে তাদের সঙ্গে মিশে যাও, তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন কর এবং তোমরা পরস্পর অন্তরঙ্গ হয়ে ওঠে,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন