Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 5:25 - পবিএ বাইবেল CL Bible (BSI)

25 কিন্তু আমরা এখন কেন মরবো? ঐ ভীষণ অগ্নিশিখা আমাদের গ্রাস করবে। আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কন্ঠস্বর যদি আমরা আবার শুনি তা হলে মারা যাব।।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

25 কিন্তু আমরা এখন কেন মরবো? ঐ মহান আগুন তো আমাদেরকে গ্রাস করবে; আমরা যদি আমাদের আল্লাহ্‌ মাবুদের কথা আবার শুনি, তবে মারা পড়বো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

25 কিন্তু এখন আমরা কেন মারা পড়ব? এই আগুন আমাদের পুড়িয়ে ফেলবে, এবং আমরা যদি আমাদের ঈশ্বর সদাপ্রভুর রব আরও শুনি তাহলে মারা পড়ব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

25 কিন্তু আমরা এখন কেন মরিব? ঐ মহা-অগ্নি ত আমাদিগকে গ্রাস করিবে; আমরা যদি আমাদের ঈশ্বর সদাপ্রভুর রব আবার শুনি, তবে মারা পড়িব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

25 কিন্তু আমরা যদি আবার প্রভু, আমাদের ঈশ্বরকে আমাদের সঙ্গে কথা বলতে শুনি, নিশ্চিত আমরা মারা যাবো! সেই ভয়ঙ্কর আগুন আমাদের ধ্বংস করবে। আমরা মরতে চাই না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

25 কিন্তু আমরা এখন কেন মারা যাব? ঐ বিশাল আগুন তো আমাদেরকে গ্রাস করবে; আমরা যদি আমাদের ঈশ্বর সদাপ্রভুর রব আবার শুনি, তবে মারা যাব।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 5:25
12 ক্রস রেফারেন্স  

কারণ হোরেব পর্বতে সমাবেশের দিন তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে এই বিনতি জানিয়েছিলে, ‘আমরা আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কন্ঠস্বর আর শুনতে চাই না এবং এই ভীষণ অগ্নিশিখা আর দেখতে চাই না , তাহলে আমাদের মৃত্যু হবে।’


কারণ আমাদের ঈশ্বর বিধ্বংসী অগ্নিস্বরূপ।


যারা বিধান নির্দেশিত কর্ম দ্বারা ঈশ্বরকে তুষ্ট করতে চায় তাদের উপর নেমে আসবে অভিশাপ। শাস্ত্রে আছে “বিধানগ্রন্থে লিখিত সমস্ত নির্দেশ যে পালন করে না, সে হবে অভিশপ্ত।”


সিনাই পাহাড়ে হল প্রভুর আগমন, সেয়ীরে তিনি উদিত হলেন আমাদের মাঝে পারাণ পর্বতে তিনি প্রকাশ করলেন নিজেকে। অগণিত পবিত্র বাহিনী ছিল তাঁর সঙ্গে ছিল তাঁর দক্ষিণপার্শ্বে দীপ্যমান।


তূর্যনিনাদ অথবা কোন বজ্রকণ্ঠের সম্মুখীন হওনি। সেই কণ্ঠস্বর যারা শুনেছিল তারা অনুরোধ করেছিল যেন তাদের কাছে আর কিছু বলা না হয়,


আদম উত্তর দিলেন, উদ্যানে তোমার সাড়া পেয়ে আমি ভয়ে লুকিয়ে রয়েছি কারণ আমি উলঙ্গ।


বজ্রনাদ ও তূর্যধ্বনি শুনে এবং বিদ্যুৎস্ফুরণ ও ধূমায়মান পর্বত দেখে ইসরায়েলীরা ভয়ে কাঁপতে লাগল। তারা দূরে দাঁড়িয়ে রইল।


মোশিকে তারা বলল, তুমিই আমাদের সঙ্গে কথা বল, তোমার কথা শুনে আমরা চলব। প্রভু পরমেশ্বর যেন আমদের সঙ্গে কথা না বলেন, তাহলে আমরা মারা পড়ব।


আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর আমাদের কাছে তাঁর প্রতাপ ও মহিমা প্রদর্শন করেছেন এবং অগ্নিশিখার মধ্য থেকে তাঁর কন্ঠস্বর আমরা শুনতে পেয়েছি। ঈশ্বর মানুষের সঙ্গে কথা বলার পরও মানুষ বেঁচে থাকতে পারে, তা আজ আমরা দেখলাম।


তখন প্রভু পরমেশ্বর আমাকে বললেন, ‘এরা ঠিক কথাই বলেছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন