Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 4:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 আর আমি তোমাদের এই যে সব বিধান দিয়েছি তার মত ন্যায়সঙ্গত বিধি ও অনুশাসন আর কোন মহান জাতির আছে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 আর আমি আজ তোমাদের সাক্ষাতে যে সমস্ত শরীয়ত দিচ্ছি, তার মত যথার্থ বিধি ও অনুশাসন কোন্‌ বড় জাতির আছে?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 আর আমি আজ তোমাদের সামনে যে বিধান দিচ্ছি, তার মতো ন্যায়নিষ্ঠ অনুশাসন ও বিধান কোনও বড়ো জাতির আছে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 আর আমি অদ্য তোমাদের সাক্ষাতে যে সমস্ত ব্যবস্থা দিতেছি, তাহার মত যথার্থ বিধি ও শাসন কোন্‌ বড় জাতির আছে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 আজ আমি তোমাদের যে শিক্ষামালা দিচ্ছি, সেরকম ভাল ও ন্যায় বিধি ও নিয়মাবলী কোন জাতির আছে?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 আর আমি আজ তোমাদের সামনে যে সব ব্যবস্থা দিচ্ছি, তার মত সঠিক নিয়ম ও আদেশ কোন্‌ বড় জাতির আছে?

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 4:8
18 ক্রস রেফারেন্স  

যথার্থ তোমার সকল আদেশ মিথ্যা অপবাদে ওরা আমাকে করে নির্যাতন, হে প্রভু, সাহায্য কর।


আমি দেখেছি, এ সবেরই শেষ আছে, কিন্তু অন্তহীন তোমার অনুশাসন। বিধানের প্রতি গভীর ভালবাসা


সার্থকতা অনেক, নানা দিক দিয়ে। প্রথমতঃ ঈশ্বরের বিধান ইহুদীদেরই দেওয়া হয়েছিল।


এবং তিনি তাঁর সৃষ্ট সর্বজাতির ঊর্ধ্বে সম্মান, খ্যাতি ও গৌরবের আসনে তোমাদের প্রতিষ্ঠিত করবেন। তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের বাক্য অনুসারে তোমরা হবে তাঁর উদ্দেশে মনোনীত পবিত্র এক জাতি।


ধর্মশীলতা ও ন্যায়বিচার তোমার সিংহাসনের ভিত্তি অবিচল প্রেম ও বিশ্বস্ততা প্রকাশমান তোমার সকল কর্মে।


মেঘজাল ও ঘনতমসায় বেষ্টিত তাঁর চতুর্দিক, ধর্মশীলতা ও ন্যায়বিচার তাঁর সিংহাসনের ভিত্তি।


তোমার বিধান চিরদিনই ন্যায়সঙ্গত, আমাকে তা বোঝার শক্তি দাও, তাহলে জীবন পাব আমি।


সত্য তোমার সকল শিক্ষার মর্মকথা, চিরস্থায়ী তোমার ন্যায়সঙ্গত শাসনবিধি।


তার জন্য আমি অসংখ্য বিধান লিখেছি, সে সবই তারা অদ্ভুত ও বিজাতীয় বলে পরিত্যাগ করেছে।


স্বর্গলোক থেকে তুমি এসেছিলে নেমে সিনাই শৈলে, বলেছিলে কথা তাদের সাথে, দিয়েছিলে অনুশাসন আর ন্যায়ের বিধান।


তোমার দেওয়া সকল বিধান সুনিশ্চিত, অবিচল।


প্রভু পরমেশ্বর, ন্যায় প্রতিষ্ঠায় আগ্রহী তাই তিনি তাঁর বিধান ও অনুশাসনকে বসিয়েছেন সর্বোচ্চ স্থানে, করেছেন মহিমান্বিত। তিনি চেয়েছেন যেন তাঁর প্রজাবৃন্দ এগুলিকে যথাযোগ্য মর্যাদা দান করে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন