Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 4:43 - পবিএ বাইবেল CL Bible (BSI)

43 নগর তিনটি হলঃ সমতল অঞ্চলে প্রান্তরে স্থিত বেৎসের। এটি রূবেণ গোষ্ঠীর জন্য। গাদ গোষ্ঠীর জন্য গিলিয়দে অবস্থিত রামোৎ এবং মনঃশি গোষ্ঠীর জন্য বাশানে অবস্থিত গোলন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

43 সেই নগর তিনটি হল রূবেণীয়দের জন্য সমভূমিতে মরুভূমিস্থ বেৎসর, গাদীয়দের জন্য গিলিয়দ-স্থিত রামোৎ এবং মানশাদের জন্য বাশন-স্থিত গোলান।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

43 নগরগুলি হল রূবেণীয়দের জন্য মরুএলাকার সমভূমির বেৎসর; গাদীয়দের জন্য গিলিয়দের রামোৎ এবং মনঃশীয়দের জন্য বাশনের গোলন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

43 নগর তিনটী এই এই, রূবেণীয়দের জন্য সমভূমিতে প্রান্তরস্থ বেৎসর, গাদীয়দের জন্য গিলিয়দস্থিত রামোৎ, এবং মনঃশীয়দের জন্য বাশনস্থিত গোলন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

43 মোশি যে তিনটি শহর বেছেছিলেন সেগুলো ছিল: রূবেণের পরিবারগোষ্ঠীর জন্য উচ্চসমভূমিতে অবস্থিত বেৎ‌সর, গাদের পরিবারগোষ্ঠীর জন্য গিলিয়দে অবস্থিত রামোৎ, মনঃশির পরিবারগোষ্ঠীর জন্য বাশনে অবস্থিত গোলন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

43 তিনটি শহর হল, রূবেণীয়দের জন্য সমভূমি, মরুপ্রান্তের বেৎসর, গাদীয়দের জন্য গিলিয়দে অবস্থিত রামোৎ এবং মনঃশীয়দের জন্য বাশনে অবস্থিত গোলন।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 4:43
12 ক্রস রেফারেন্স  

যিরিহোর নিকটবর্তী জর্ডনের পূর্বতীরে রূবেণ গোষ্ঠীর এলাকা কে প্রান্তরে সমতল অঞ্চলে অবস্থিত বেৎসর, গাদ গোষ্ঠীর এলাকায় গিলিয়দ প্রদেশের রামোৎ এবং মনঃশি গোষ্ঠীর এলাকায় বাশান প্রদেশের গোলন—এই নগরগুলি তারা এই উদ্দেশে নির্দিষ্ট করল।


গাদ গোষ্ঠীর এলাকায় রামোৎ-গিলিয়দ, মহনায়িম,


গের্শোন গোষ্ঠীর পরিবারগুলিকে চারণভূমিসহ নিম্নলিখিত জনপদগুলি দেওয়া হয়েছিল: পূর্বে মনঃশি গোষ্ঠীর এলাকাভুক্ত বাশান প্রদেশের গোলান এবং অষ্টারোথ।


বেনগেবের: রামোৎ গিলিয়দ। এটি হল মনঃশির বংশধর যায়ীর গোষ্ঠীর এলাকা এবং বাশানের আর্গোব অঞ্চল। সর্বমোট ষাটটি প্রাচীর ঘেরা ও দরজায় পিতলের খিল লাগানো নগর


গাদ গোষ্ঠীর এলাকা থেকে তারা পেল গিলিয়দ প্রদেশের অভয়পুরী রামোৎ


গের্শোনী গোষ্ঠীর লেবীয়েরা মনঃশি গোষ্ঠীর অর্ধাংশের এলাকা থেকে পেল সংলগ্ন চারণভূমিসহ গোলন ও বীষ্টরা—দুটি নগর। গোলন ছিল বাশান প্রদেশের অন্তর্ভুক্ত অভয়পুরী।


মোশি ইসরায়েলীদের জন্য এই বিধান প্রবর্তন করেছিলেন।


রূবেণ গোষ্ঠীর এলাকা থেকে তারা পেল সংলগ্ন চারণভূমি সহ বেৎসর, যাহাস, কেদেমােৎ ও মেফাৎ—এই চারটি নগর।


একই ভাবে রূবেণ, গাদ ও সবুলুন গোষ্ঠীর এলাকা থেকে মরারি গোষ্ঠীর পরিবারগুলির জন্য বারোটি জনপদ দেওয়া হয়েছিল।


কোহাৎ গোষ্ঠীর কিছু পরিবারকে ইফ্রয়িম গোষ্ঠীর এলাকা থেকে নিম্নলিখিত জনপদ ও চারণভূমি দেওয়া হয়েছিল:


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন