দ্বিতীয় বিবরণ 4:41 - পবিএ বাইবেল CL Bible (BSI)41-42 এই সময়ে মোশি জর্ডনের পূর্বতীরে তিনটি নগর নরহত্যাকারীদের আশ্রয় নেওয়ার জন্য পৃথক করে দিলেন। কোন লোক অতীতের কোন শত্রুতা থাকলেও অনিচ্ছাকৃত ভাবে যদি তার প্রতিবেশীকে হত্যা করে ফেলে তাহলে সে ঐ নগরগুলির কোন একটিতে পালিয়ে গিয়ে আশ্রয় নিতে পারবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস41 সেই সময় মূসা জর্ডানের পারে সূর্যোদয়ের দিকে তিনটি নগর পৃথক করলেন, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ41 এরপরে মোশি জর্ডনের পূর্বদিকের তিনটি নগর বেছে নিলেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)41 তৎকালে মোশি যর্দ্দনের পারে সূর্য্যোদয়ের দিকে তিনটী নগর পৃথক করিলেন; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল41 এরপর মোশি যর্দন নদীর পূর্বদিকের তিনটি শহর বেছে নিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী41 তারপর মোশি যর্দ্দন নদীর পূর্ব দিকে তিনটি শহর আলাদা করলেন; অধ্যায় দেখুন |