Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 4:36 - পবিএ বাইবেল CL Bible (BSI)

36 তিনি অন্তরীক্ষ থেকে কথা বলে তোমাদের উপদেশ দিয়েছেন, পৃথিবীতে তিনি তোমাদের তাঁর মহতী অগ্নিশিখা দেখিয়েছেন এবং তোমরা অগ্নিশিখার মধ্য থেকে তাঁর বাণী শুনেছ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

36 উপদেশ দেবার জন্য তিনি বেহেশত থেকে তোমাকে তাঁর বাণী শোনালেন ও দুনিয়াতে তোমাকে তাঁর মহা আগুন দেখালেন এবং তুমি আগুনের মধ্য থেকে তাঁর কথা শুনতে পেলে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

36 তোমাদের উপদেশ দেবার জন্য তিনি স্বর্গ থেকে তাঁর রব তোমাদের শুনিয়েছিলেন। পৃথিবীতে তিনি তোমাদের তাঁর মহান আগুন দেখিয়েছিলেন এবং তোমরা আগুনের মধ্যে তাঁর রব শুনেছিলে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

36 উপদেশ দিবার জন্য তিনি স্বর্গ হইতে তোমাকে আপন রব শুনাইলেন, ও পৃথিবীতে তোমাকে আপন মহা অগ্নি দেখাইলেন, এবং তুমি অগ্নির মধ্য হইতে তাঁহার বাক্য শুনিতে পাইলে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

36 তিনি তোমাদের স্বর্গ থেকে তাঁর কন্ঠস্বর শোনালেন যাতে তোমাদের শিক্ষা দিতে পারেন। পৃথিবীতে তিনি তোমাদের তাঁর আগুন দেখিয়েছেন এবং তার মধ্য থেকে তোমাদের সঙ্গে কথা বলেছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

36 নির্দেশ দেবার জন্য তিনি স্বর্গ থেকে তোমাকে নিজের স্বর শোনালেন ও পৃথিবীতে তোমাকে নিজের বিশাল আগুন দেখালেন এবং তুমি আগুনের মধ্যে থেকে তাঁর কথা শুনতে পেলে।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 4:36
12 ক্রস রেফারেন্স  

তূর্যনিনাদ তীব্র থেকে তীব্রতর হতে লাগল। তখন মোশি কথা বললেন, আর ঈশ্বর বজ্রগর্জনে তাঁকে উত্তর দিলেন।


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, আমি ঘন মেঘের আড়ালে তোমার কাছে উপস্থিত হব যেন তোমার সঙ্গে আমার সমস্ত কথাবার্তা লোকে শুনতে পায়, তাহলে তারা চিরকাল তোমাকে বিশ্বাস করবে। মোশি তখন ইসরায়েলীয়দের বক্তব্য প্রভুকে জানালেন।


স্বর্গলোক থেকে তুমি এসেছিলে নেমে সিনাই শৈলে, বলেছিলে কথা তাদের সাথে, দিয়েছিলে অনুশাসন আর ন্যায়ের বিধান।


তোমাদের মত আর কোন জাতি কি অগ্নির মধ্য থেকে ঈশ্বরের কন্ঠস্বর শুনেছে এবং তার পরেও বেঁচে আছে?


সুতরাং সতর্ক হও, তাঁর ঘোষিত এই বাণী অগ্রাহ্য করো না। কারণ পৃথিবীতে যখন তিনি সাবধান বাণী উচ্চারণ করেছিলেন সেই সময় তাঁর কথা যারা অমান্য করেছিল তারা রক্ষা পায়নি। তাহলে স্বর্গ থেকে যিনি কথা বলেন তাঁকে অগ্রাহ্য করলে আমাদের রক্ষা পাওয়ার সম্ভাবনা আরও কম।


তোমরা সিনাই পর্বতে দৃশ্যমান কোন প্রজ্বলিত অগ্নি, ঘোর অন্ধকার, প্রবল ঘূর্ণিঝড়,


সিনাই পর্বতে প্রভু পরমেশ্বরের দীপ্ত মহিমা বিরাজ করতে লাগল এবং ছয়িদন পর্যন্ত সেই পর্বত মেঘাবৃত হয়ে রইল। সপ্তম দিনে প্রভু পরমেশ্বর মেঘপুঞ্জের মধ্য থেকে মাশিকে আহ্বান করলেন।


তাহলে বিবেচনা করে দেখ, লোকে যেমন পুত্রকে শাসন করে, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরও তেমনি তোমাদের শাসন করেন।


প্রভু পরমেশ্বর অগ্নি পরিবেষ্টিত হয়ে সিনাই পর্বতের উপরে নেমে এলেন। সমগ্র পর্বত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল। চুল্লীর ধোঁয়ার মত সেই ধোঁয়া আকাশে উঠতে লাগল। ভয়ে কাঁপতে লাগল সমস্ত লোক।


অগ্নিশিখার মধ্য থেকে প্রভু পরমেশ্বর তোমাদের সঙ্গে কথা বললেন। তোমরা তাঁর কন্ঠস্বর শুনতে পেলে কিন্তু কোন মূর্তি দেখতে পাও নি, কেবল স্বরই শোনা যাচ্ছিল।


হোরেব পর্বতে প্রভু পরমেশ্বর যে দিন অগ্নিশিখার মধ্য থেকে তোমাদের সঙ্গে কথা বলেছিলেন, সেদিন তোমরা কোন মূর্তি দর্শন কর নি, সুতরাং সাবধান হয়ো,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন