Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 4:22 - পবিএ বাইবেল CL Bible (BSI)

22 এ দেশেই আমার মৃত্যু হবে। জর্ডন পার হতে আমি পারব না, কিন্তু তোমরা পার হয়ে সেই উত্তম দেশ অধিকার করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 বাস্তবিক এই দেশেই আমাকে ইন্তেকাল করতে হবে; আমি জর্ডান পার হয়ে যেতে পারব না; কিন্তু তোমরা পার হয়ে সেই উত্তম দেশ অধিকার করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 আমি এই দেশেই মারা যাব; আমি জর্ডন পার হতে পারব না; কিন্তু তোমরা পার হয়ে সেই চমৎকার দেশ অধিকার করতে যাচ্ছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 বাস্তবিক এই দেশেই আমাকে মরিতে হইবে; আমি যর্দ্দন পার হইয়া যাইব না; কিন্তু তোমরা পার হইয়া সেই উত্তম দেশ অধিকার করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 সুতরাং আমি এখানে এই দেশে অবশ্যই মারা যাব। আমি যর্দন নদী অতিক্রম করব না, কিন্তু তোমরা শীঘ্রই যর্দন নদীর অপর পারে যাবে এবং সেই উত্তম দেশ অধিগ্রহণ করে সেখানে বাস করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 প্রকৃত পক্ষে এই দেশেই আমাকে মারা যেতে হবে; আমি যর্দ্দন পার হয়ে যাব না; কিন্তু তোমরা পার হয়ে সেই উত্তম দেশ অধিকার করবে।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 4:22
11 ক্রস রেফারেন্স  

দয়া করে আমাকে জর্ডমের ওপারে গিয়ে সেই উত্তম দেশ, রমণীয় গিরিশ্রেণী ও লেবানন প্রদেশের রূপরাশি দেখতে দাও।


তুমি পিস্‌গার চূড়ায় আরোহণ কর এবং সেখান থেকে উত্তর, দক্ষিণ ও পূর্ব পশ্চিমে তাকাও, যতদূর দৃষ্টি যায় ততদূর ভাল করে দেখে নাও, কারণ জর্ডন নদী তুমি পার হতে পারবে না।


পৃথিবীর সমস্ত জাতির মধ্যে কেবলমাত্র তোমাদেরই আমি আপন করে নিয়েছি, সেইজন্যই তোমাদের সমস্ত অপরাধের দণ্ডবিধান করব আমি।


দেখার পরে তোমার ভাই হারোণের মত তুমিও তোমার পরলোকগত পিতৃপুরুষদের সঙ্গে সম্মিলিত হবে।


কেননা সীন প্রান্তরে জনমণ্ডলী যখন জলের জন্য বিবাদ করছিল তখন তোমরা আমার নির্দেশ অমান্য করে তাদের সাক্ষাতে আমার পবিত্রতার মর্যাদা হানি করেছিলে। সীন প্রান্তরে কাদেশ অঞ্চলের মরীবায় এই জলসংক্রান্ত ঘটনা ঘটেছিল।


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, দেখ, তোমার অন্তিমকাল আসন্ন। তুমি যিহোশূয়কে ডেকে আন এবং উভয়ে সম্মিলন শিবিরে উপস্থিত হও। আমি তার হাতে দায়িত্বভার অর্পণ করব। মোশি ও যিহোশূয় তখন সম্মিলন শিবিরে উপস্থিত হলেন,


তুমি ইসরায়েলীদের হয়ে মিদিয়নীদের উপর প্রতিশোধ গ্রহণ কর। তার পরে তুমি তোমার পরলোকগত স্বজনদের সঙ্গে মিলিত হবে।


আর তোমাদের জন্য প্রভু পরমেশ্বর আমার উপরেও ক্রুদ্ধ হলেন। আমাকে তিনি বললেন,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন