Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 4:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)

13 তিনি তাঁর সঙ্গে তোমাদের সম্বন্ধের শর্ত, তাঁর দশ অনুশাসন পালন করার নির্দেশ তোমাদের দিলেন এবং দুটি পাষাণ ফলকে নির্দেশগুলি লিপিবদ্ধ করলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 আর তিনি তাঁর যে নিয়ম পালন করতে তোমাদেরকে হুকুম করলেন, সেই নিয়ম অর্থাৎ দশটি হুকুম তোমাদেরকে মেনে চলতে হুকুম দিলেন এবং দু’টি পাথরের ফলকে লিখে দিলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 তিনি তোমাদের কাছে তাঁর বিধান, দশাজ্ঞা ঘোষণা করেছিলেন, যেগুলি তিনি তোমাদের পালন করতে বলেছিলেন এবং পরে দুটি পাথরের ফলকে লিখে দিয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 আর তিনি আপনার যে নিয়ম পালন করিতে তোমাদিগকে আজ্ঞা করিলেন, সেই নিয়ম অর্থাৎ দশ আজ্ঞা তোমাদিগকে আদেশ করিলেন, এবং দুইখান প্রস্তরফলকে লিখিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 প্রভু তাঁর চুক্তির কথা তোমাদের বলেছিলেন এবং দশটি আজ্ঞা দিয়ে তোমাদের সেগুলো মেনে চলতে বলেছিলেন। সেই বিধিগুলো প্রভু দুটি পাথরের ফলকের ওপরে লিখেছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 আর তিনি নিজের যে নিয়ম পালন করতে তোমাদেরকে আজ্ঞা করলেন, সেই নিয়ম অর্থাৎ দশ আজ্ঞা তোমাদেরকে আদেশ করলেন এবং দুটি পাথরের ফলকে লিখলেন।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 4:13
18 ক্রস রেফারেন্স  

মোশি চল্লিশ দিন ও চল্লিশ রাত সেখানে প্রভু পরমেশ্বরের কাছে থাকলেন। এই সময়ে তিনি কোন খাদ্য বা পানীয় গ্রহণ করেন নি। তিনি ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ স্থাপনের শর্ত স্বরূপ তাঁর নির্দেশ সমূহ অর্থাৎ দশ অনুশাসন সেই প্রস্তর ফলক দুটিতে লিপিবদ্ধ করলেন।


সিনাই পাহাড়ে মোশির সঙ্গে কথাবার্তা শেষ করে প্রভু পরমেশ্বর মোশিকে দশ অনুশাসন খোদিত দুটি প্রস্তর ফলক দিলেন। ঈশ্বর স্বয়ং প্রস্তর ফলক দুটিতে দশ অনুশাসন খোদিত করে দিয়েছিলেন।


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি পাহাড়ের উপর আমার কাছে উঠে এস এবং এখানেই থাক। আমি তোমাকে আমার বিধান ও নির্দেশ সংবলিত প্রস্তরফলকগুলি দেব। জনসাধারণের শিক্ষার জন্য আমি এইগুলি লিপিবদ্ধ করেছি।


এখন তোমরা যদি সত্যিই আমার আদেশ পালন কর এবং আমর অনুশাসন মেনে চল, তাহলে সমগ্র পৃথিবী আমার হওয়া সত্ত্বেও সকল জাতির মধ্যে তোমরাই হবে আমার অনন্য সম্পদ।


এর মধ্যে ছিল সেআনার ধূপবেদী এবং আগাগোড়া সোনার পাতে মোড়া দশানুশাসন সম্বলিত চুক্তি সিন্দুক। তার মধ্যে ছিল মান্নায় পূর্ণ সোনার কলস, হারোণের মঞ্জরিত যষ্টি এবং সন্ধিচুক্তির শর্ত ক্ষোদিত দুটি প্রস্তর ফলক।


পাষাণ ফলকে উৎকীর্ণ বিধান মৃত্যুর বাহন হলেও তার প্রতিষ্ঠা হয়েছিল। সগৌরবে। তাই ইসরায়েলীরা মোশির উদ্ভাসিত মুখের দিকে তাকাতে পারেনি যদিও সেই গৌরবদীপ্তি ছিল বিলীয়মান।


তারা ইসরায়েলী, ঈশ্বর তাদের দত্তক পুত্ররূপে গ্রহণ করেছেন, তাদের গৌরবান্বিতও করেছেন, তাদের সঙ্গে স্থাপন করেছন সম্বন্ধ, তাদের কাছে ব্যক্ত করেছন তাঁর বিধান, তারাই লাভ করেছে তাঁকে সেবা করার অধিকার এবং তাদেরই কাছে ব্যক্ত হয়েছে তাঁর সমস্ত প্রতিশ্রুতি।


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি প্রথম প্রস্তর ফলক দুটির মত আবার দুটি প্রস্তর ফলক কেটে আন। প্রথম যে প্রস্তর ফলক দুটি তুমি ভেঙ্গে ফেলেছ তাতে যে অনুশাসনগুলি লেখা ছিল, সেগুলি আমি এই দুটিতে লিপিবদ্ধ করব।


অগ্নিশিখার মধ্য থেকে প্রভু পরমেশ্বর তোমাদের সঙ্গে কথা বললেন। তোমরা তাঁর কন্ঠস্বর শুনতে পেলে কিন্তু কোন মূর্তি দেখতে পাও নি, কেবল স্বরই শোনা যাচ্ছিল।


তোমরা যে দেশ অধিকার করতে চলেছ সেই দেশে গিয়ে যে সমস্ত বিধি ও অনুশাসন তোমাদের পালন করতে হবে সে সম্পর্কে তোমাদের শিক্ষা দেওয়ার জন্য সেই সময়ে প্রভু পরমেশ্বর আমাকে আদেশ দিয়েছিলেন।


প্রভু পরমেশ্বর পর্বতের উপরে অগ্নিশিখা মেঘপুঞ্জ ও ঘোর অন্ধকারের মধ্য থেকে তোমাদের সমগ্র জনমণ্ডলীর কাছে বজ্রকন্ঠে এই সমস্ত কথা উচ্চারণ করেছিলেন, আর কিছু বলেন নি। পরে তিনি দুটি পাষাণ ফলকে এই সমস্ত নির্দেশ লিপিবদ্ধ করে আমাকে দিয়েছিলেন।


চুক্তি সিন্দুকের মধ্যে দুটি প্রস্তর ফলক ছাড়া আর কিছুই নেই। ইসরায়েলীরা মিশর থেকে বেরিয়ে আসার পর প্রভু পরমেশ্বর তাদের সঙ্গে যখন সিনাই চুক্তি সম্পাদন করেছিলেন,তখন মোশি চুক্তির সেই প্রস্তরফলক ঐ সিন্দুকের মধ্যে রেখেছিলেন।


হে প্রভু পরমেশ্বর, তুমি দিয়েছ আমাদের তোমার আনুশাসন, যেন তা পালন করি সযতনে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন