এবং সেই চারজন নেতাকে লুন্ঠিত দ্রব্য থেকে বন্দীদের কাপড়-চোপড় ইত্যাদি দেবার ভার দেওয়া হল। তাঁরা তাদের কাপড় এবং চপ্পল দিলেন। তাদের যথেষ্ট খাদ্য পানীয় এবং জলপাই তেল দিলেন ক্ষতে প্রলেপ দেবার জন্য। যে বন্দীরা অত্যন্ত দুর্বল, পথে চলতে অসমর্থ, তাদের গাধায় চড়িয়ে অন্যান্য সমস্ত বন্দীসহ তাঁরা যিহুদীয়ার এলাকা খেজুর গাছে ঘেরা নগরী যিরিহোতে পৌঁছে দিলেন। ইসরায়েলীরা তখন শমরিয়ায় তাদের বাড়িতে ফিরে গেল।
