Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 32:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 কিন্তু যাকোবের বংশধরদের তিনি করলেন মনোনীত, প্রজারূপে দিলেন তাদের আপন উত্তরাধিকার।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 কেননা মাবুদের লোকই তাঁর উত্তরাধিকার; ইয়াকুবই তাঁর উত্তরাধিকার।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 কেননা সদাপ্রভুর প্রাপ্য ভাগই হল তাঁর লোকেরা, যাকোবই তাঁর বরাদ্দ উত্তরাধিকার।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 কেননা সদাপ্রভুর প্রজাই তাঁহার দায়াংশ; যাকোবই তাঁহার রিক্‌থ অধিকার।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 প্রভুর লোকরাই তাঁর অধিকার! যাকোব প্রভুরই।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 কারণ সদাপ্রভুর প্রজাই তাঁর অংশ; যাকোবই তাঁর ভাগের অধিকার।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 32:9
28 ক্রস রেফারেন্স  

যাকোবের ঈশ্বর তাদের মত নন, তিনিই সেই জন যিনি সর্ববস্তু করেছেন সৃজন। তিনিই ইসরায়েলকে করেছেন মনোনীত তাঁর একান্ত আপন প্রজারূপে, সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর তাঁর নাম।


যাকোবের ঈশ্বর তাদের মত নন, তিনিই সেইজন যিনি সর্ববস্তু করেছেন সৃজন। ইসরায়েলকে তিনি করেছেন মনোনীত তাঁর একান্ত আপন প্রজারূপে, সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর তাঁর নাম।


কারণ পৃথিবীর সমুদয় জাতির মধ্যে থেকে তুমি তাদের বেছে নিয়ে নিজের প্রজারূপে গ্রহণ করেছ। আমাদের পূর্বপুরুষদের মিশর থেকে উদ্ধার করে আনার সময় একথা তুমি মোশিকে বলেছিলে।


কারণ তারা তোমারই প্রজা, তোমার আপনজন। এদের তুমি মিশরের জ্বলন্ত চুল্লি থেকে উদ্ধার করে এনেছিলে।


তারা আমার সেই প্রজাবৃন্দ, যাদের আমি সৃষ্টি করেছি আমারই জন্য, মুখর হবে তারা আমার প্রশংসা গানে।


প্রভু পরমেশ্বর আপন উদ্দেশ্য সাধনে গ্রহণ করেছেন ইসরায়েলকে, মনোনীত করেছেন যাকোবকে আপন প্রজারূপে।


মেষপালনের পরিবর্তে নিযুক্ত করলেন তাকে আপন প্রজা ইসরায়েলীদের পালনের জন্য।


তিনি তোমাদের অন্তর্দৃষ্টিকে আলোকিত করুন যেন তোমরা জানতে পার তাঁর আহ্বানে নিহিত রয়েছে কিসের প্রত্যাশা, তাঁর ভক্তদের মাঝে সঞ্চিত রয়েছে তাঁর কী বিপুল গৌরবময় উত্তরাধিকারের ঐশ্বর্য এবং


তাই প্রভু পরমেশ্বরের প্রজাবৃন্দের হাতে এই বাসভূমি যেদিন ফিরিয়ে দেবার সময় হবে, সেদিন এই ভূমির ভাগ নেবার জন্য তোমরা কেউ আর থাকবে না সেখানে।


শমুয়েল তখন একটি তেলের শিশি নিয়ে শৌলের মাথার উপর উবুড় করে তেল ঢেলে দিলেন এবং তাঁকে চুম্বন করে বললেন, প্রভু পরমেশ্বর তাঁর প্রজাদের নেতৃত্ব দেবার জন্য তোমাকে অভিষিক্ত করলেন। তুমি প্রভু পরমেশ্বরের প্রজাদের শাসনকার্য পরিচালনা করবে এবং শত্রুর হাত থেকে তাদের রক্ষা করবে। প্রভু যে তাঁর অধিকারভুক্ত প্রজাদের উপর কর্তৃত্ব করার জন্য তোমাকে অভিষিক্ত করেছেন, তোমার কাছে তাঁর সত্যতার প্রমাণ এই :


ভয় ও সন্ত্রাসে আচ্ছন্ন হল তারা, মহাপরাক্রান্ত তোমার বাহুবলে পাথরের মত হল নিশ্চল, যতক্ষণ না হে প্রভু, পার হয়ে গেল তোমার প্রজাকুল, পার হয়ে গেল তোমার আপন জনেরা।


তিনি বললেন, হে প্রভু পরমেশ্বর, আমি যদি সত্যিই তোমার অনুগ্রহ লাভ করে থাকি তাহলে তুমি আমাদের সঙ্গে চল। এই জাতি অবাধ্য হলেও তুমি আমাদের অধর্ম ও পাপ ক্ষমা কর, তোমার নিজস্ব প্রজা করে নাও আমাদের।


যে আমাকে ও আমার পুত্রকে হত্যা করে ইসরায়েল জাতির মধ্যে থেকে আমাদের মুছে ফেলতে চায়, ঈশ্বরদত্ত অধিকার থেকে বঞ্চিত করতে চায়, তার হাত থেকে আপনার এই দাসীকে উদ্ধার করুন।


হে প্রভু পরমেশ্বর, উদ্ধার কর তোমার প্রজাদের, আশীর্বাদ কর তাদের যারা তোমার একান্ত আপন, পালন কর তাদের, বহন কর চিরকাল।


স্মরণ কর তোমার প্রজাবৃন্দের কথা অতীতে যাদের তুমি এনেছিলে নিজ অধিকারে, আপন উত্তরাধিকারী গোষ্ঠীরূপে যাদের তুমি করেছিলে মুক্তদাসত্বের শৃঙ্খল থেকে, স্মরণ কর সেই সিয়োন-গিরিকে, যা ছিল তোমার পীঠস্থান।


তখন আপন প্রজাদের বিরুদ্ধে প্রভু পরমেশ্বরের ক্রোধ হল প্রজ্বলিত, আপন প্রজাদের প্রতি উদ্রিক্ত হল তাঁর ঘৃণা।


এই পুণ্যভূমিতে যিহুদীয়া প্রদেশকেই পরমেশ্বর নিজস্ব অংশরূপে অধিকার করবেন এবং জেরুশালেমই হবে তাঁর প্রিয় নগরী।


এরা তোমারই প্রজা, তোমারই অধীন এরা। নিজ মহাপরাক্রমে বাহু বিস্তার করে স্বয়ং তুমিই এদের উদ্ধার করে এনেছ।


কারণ আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরই আমাদের ও আমাদের পূর্বপুরুষদের দাসত্বের আগার মিশর থেকে উদ্ধার করে এনেছেন, আমাদের সাক্ষাতে অলৌকিক কীর্তি সাধন করেছেন। আমাদের যাত্রাপথে যে সব জাতির মধ্যে দিয়ে আমরা এসেছি, তাদের কবল থেকে আমাদের রক্ষা করেছেন।


আমরা ইসরায়েলীদের মধ্যে শান্তিপ্রিয় ও একান্ত অনুগত। আমাদের মায়ের মত এই শহরটিকে কেন আপনি ধ্বংস করতে চাইছেন? প্রভু পরমেশ্বরের সম্পত্তি কি আপনি ধ্বংস করতে চান?


ধন্য সেই জাতি, প্রভু পরমেশ্বরই যাদের আরাধ্য ঈশ্বর, পরম সৌভাগ্য সেই মানব গোষ্ঠীর, যারা তাঁর মনোনীত প্রজা।


যেন আমি দেখতে পাই তোমার প্রজাদের সমৃদ্ধি, যেন আনন্দিত হতে পারি তোমার প্রিয় জাতির আনন্দে যেন যাদের উপর তোমার একান্ত অধিকার তাদের সাথে গর্বিত হতে পারি তোমার গৌরবে।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, হে আমার প্রজা মিশর, আমার প্রজা আসিরিয়া, আমারই হাতে গড়া তুমি, আর হে আমার মনোনীত প্রজা ইসরায়েল, তোমরা সকলেই আমার আশীর্বাদের পাত্র।


স্বয়ং প্রভু পরমেশ্বরই এই ভূমি তাদের মধ্যে বন্টন করে দেবেন এবং তারা প্রত্যেকে এর অংশ পাবে। এদেশে তারা যুগ-যুগান্ত ধরে বাস করবে, চিরকালের জন্য এদেশের উপরে থাকবে তাদের অধিকার।


আমি নিয়ে এলাম তাদের উর্বরা এক সুজলা সুফলা দেশে, ফুলে-ফলে, শস্যসম্ভারে প্রাচুর্যের মাঝখানে। পরিবর্তে তারা এসে দূষিত করে দিল সব, অশুচি করে দিল আমার সে দেশ যা আমি দিয়েছিলাম তাদের।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন