Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 32:47 - পবিএ বাইবেল CL Bible (BSI)

47 এইগুলিকে তোমরা অর্থহীন কথা বলে মনে করো না, কারণ এতেই তোমাদের জীবন। জর্ডন পার হয়ে তোমরা যে দেশে যাচ্ছ সেখানে এগুলি পালন করেই তোমরা দীর্ঘ জীবন লাভ করতে পারবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

47 বস্তুত এটি তোমাদের পক্ষে নিরর্থক কালাম নয়, কেননা এটিই তোমাদের জীবন এবং তোমরা যে দেশ অধিকার করতে জর্ডান পার হয়ে যাচ্ছ, সেই দেশে এই কালাম দ্বারা দীর্ঘায়ু হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

47 এগুলি নিরর্থক কথা নয়—এগুলি তোমাদের জীবন। তোমরা যে দেশ অধিকার করতে জর্ডন পার হয়ে যাচ্ছ, সেই দেশে এই কথাগুলি পালন করে বহুদিন বাঁচবে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

47 বস্তুতঃ ইহা তোমাদের পক্ষে নিরর্থক বাক্য নহে, কেননা ইহা তোমাদের জীবন, এবং তোমরা যে দেশ অধিকার করিতে যর্দ্দন পার হইয়া যাইতেছ, সেই দেশে এই বাক্য দ্বারা দীর্ঘায়ু হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

47 ভেবো না এইসব শিক্ষা গুরুত্বহীন। তারা তোমার জীবন! এইসব শিক্ষা অনুসরণ করলে তোমরা যর্দন নদীর ওপারের দেশে দীর্ঘজীবি হবে—যে দেশ তোমরা অধিকার করবে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

47 কারণ এটা তোমাদের পক্ষে অর্থহীন বাক্য না, কারণ এটা তোমাদের জীবন এবং তোমরা যে দেশ অধিকার করতে যর্দ্দন পার হয়ে যাচ্ছ, সেই দেশে এই বাক্যের মাধ্যমে দীর্ঘায়ু হবে।”

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 32:47
24 ক্রস রেফারেন্স  

জ্ঞানময় এই প্রবচনমালা উপলব্ধি এনে দেয়, মানুষের জীবনে মঙ্গল আনে, দেহমনে আনে সজীবতা।


অতএব তোমরা কেবল আমারই বিধি ও অনুশাসন মেনে চলবে। যে এগুলি মেনে চলবে সে এর দ্বারাই জীবন লাভ করবে। আমিই প্রভু পরমেশ্বর।


কাল্পনিক কোন রূপকথার উপর ভিত্তি করে আমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পরাক্রম ও পুনরাগমনের কথা তোমাদের কাছে বলিনি। আমরা তাঁর মহিমার প্রত্যক্ষদর্শী।


এগুলিই হবে তোমার জীবনের সার তোমার কন্ঠের মণিহার।


যিনি আপন গৌরব ও মাহাত্ম্যে আমাদের আহ্বান করেছেন তাঁরই ঐশীশক্তিবলে আমরা তাঁর সম্পর্কে জ্ঞানলাভ করেছি এবং জীবনযাপন ও ধর্মাচরণ সংক্রান্ত সমস্ত বিষয় আমরা জানতে পেরেছি।


যারা প্রজ্ঞাকে অবলম্বন করে তাদের কাছে সে জীবনতরু যারা তার সঙ্গে যুক্ত থাকে তারাই হয় সুখী।


সর্বাগ্রে তাঁর রাজ্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য তৎপর হও। তাহলে এ সবই তিনি তোমাদের জুগিয়ে দেবেন।


কোন কথা আমি বলি নি কাউকে গোপনে অন্ধকারে রাখি নি সংগোপনে উদ্দেশ্য আমার। ইসরায়েলকে আমি বলি নি কখনও ‘অনুসন্ধান কর আমায় শ্রীহীন বিশৃঙ্খলার মাঝে। আমি প্রভু পরমেশ্বর, আমি সত্য কথা বলি যা কিছু সর্বাংশে ন্যায্যা তথা সঠিক ও সঙ্গত সবাইকে জানাই সে কথা।


জীবন-তরুর অধিকার লাভের জন্য এবং দ্বারপথে নগরে প্রবেশ করার জন্য যারা নিজেদের বসন ধৌত করে, তারাই ধন্য।


শরীরচর্চায় সর্বৈব উপকারী। কারণ তা ইহকাল এবং পরকাল উভয় জীবনে কল্যাণকর।


ইনিই সেই ব্যক্তি, যিনি নির্জন প্রান্তরে জনমণ্ডলীর সঙ্গে ছিলেন, সিনাই পর্বতে স্বর্গদূত যাঁর সঙ্গে কথা বলেছিলেন, যাঁর সঙ্গে কথা বলেছিলেন আমাদের পিতৃপুরুষেরা। ঈশ্বরের জীবনময় বাণী তিনি লাভ করেছিলেন, যা তিনি আমাদের জানিয়ে গিয়েছেন।


তোমরা সেগুলি মনে রাখবে এবং পালন করবে কারণ অন্যান্য জাতির কাছে সেগুলিই হবে তোমাদের জ্ঞান ও বোধশক্তির পরিচায়ক। তারা এই বিধিসমূহ শুনে বলবে, সত্যিই এই মহান জাতি জ্ঞানবান ও বুদ্ধিসম্পন্ন।


তাঁর যে সমস্ত বিধি নির্দেশ আজ আমি তোমাদের জ্ঞাত করলাম তা তোমরা পালন করবে তাহলে তোমাদের ও তোমাদের ভবিষ্যৎ বংশধরদের কল্যাণ হবে এবং তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশ তোমাদের চিরতরে দান করেছেন সেই দেশে তোমরা দীর্ঘকাল বাস করতে পারবে।


তিনি তোমাদের অবনত করেছেন, ক্ষুধার্ত করেছেন, তারপর তোমাদের মান্না ভোজন করিয়েছেন, যার কথা তোমরা কিম্বা তোমাদের পিতৃপুরুষেরা আগে কখনও জানতে না, এই উদ্দেশ্যে যে তোমরা যেন জানতে পার যে মানুষ কেবল রুটিতে বাঁচে না, প্রভু পরমেশ্বরও মুখনিঃসৃত প্রতিটি বাক্যেই মানুষের জীবন বিধৃত।


লৌহ ও পিতলের অর্গল হবে তোমার, তোমার আয়ুর মতই স্থায়ী হবে তোমার শক্তি।


ইসরায়েলকুলের কাছে প্রভুর বাণী এই: তোমরা আমার অন্বেষণ কর, তাহলে বাঁচবে।


তোমরা যদি তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে ভালবাস, তাঁর পথে চল, তাঁর নির্দেশ যা আমি আজ তোমাদের দিচ্ছি, তাঁর বিধি ও অনুশাসন সব পালন কর, তাহলে তোমরা বাঁচবে ও বৃদ্ধিলাভ করবে। যে দেশ তোমরা অধিকার করতে যাচ্ছ সেখানে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের আশীর্বাদ করবেন।


তাদের সন্তান-সন্ততি যারা এগুলি জানে না, তারাও যেন শুনতে পারে এবং জর্ডন পার হয়ে তোমরা যে দেশ অধিকার করতে যাচ্ছ, সেই দেশে তারা যতদিন বসবাস করবে ততদিন যেন তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে শ্রদ্ধা করতে শেখে।


যা কিছু শিখেছ সর্বদা স্মরণে রেখ, রক্ষা করো সযত্নে, জেন, এই শিক্ষাই প্রকৃত শিক্ষা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন