Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 32:42 - পবিএ বাইবেল CL Bible (BSI)

42 আমার শরসমূহকে কবর প্রমত্ত নিহত ও বন্দীদের শোণিত পানে, তাদের মাংস ভক্ষণ করবে আমার তরবারি, শত্রু সেনানীর মস্তক করবে লেহন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

42 আমি নিজের সমস্ত তীর মাতাল করবো রক্তপানে, নিহত ও বন্দী লোকদের রক্তপানে; আমার তলোয়ার গোশ্‌ত খাবে, শত্রু-সেনাদের মাথা খাবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

42 নিহত আর বন্দিদের রক্ত খাইয়ে, আমার তিরগুলিকে মাতাল করে তুলব, আমার তরোয়াল মাংস খাবে, শত্রু সেনাদের মাথার মাংস খাবে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

42 আমি নিজ বাণ সকল মত্ত করিব রক্তপানে, হত ও বন্দি লোকদের রক্তপানে; আমার খড়গ মাংস ভক্ষণ করিবে, শত্রু-সেনানিগণের মস্তক [খাইবে]।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

42 আমার শত্রুরা হত হবে এবং তাদের বন্দী হিসাবে নিয়ে যাওয়া হবে। আমার তীর তাদের রক্তে রাঙাব। আমার তরবারি তাদের সেনাদের মাথাগুলি কেটে নেবে।’

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

42 আমি নিজের বাণ সব মত্ত করব রক্তপানে, মারা যাওয়া ও বন্দি লোকদের রক্তপানে; আমার তলোয়ারে মাংস খাবে, শত্রুদের প্রধানদের মাথা [খাবে]।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 32:42
16 ক্রস রেফারেন্স  

তাদের উপর আমি চাপিয়ে দেব অন্তহীন অমঙ্গলের বোঝা, নিক্ষেপ করব আমার শরজাল তাদের দিকে।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের আজ প্রতিশোধ নেবার দিন, শত্রুকুলকে দণ্ড দেবার দিন। তাঁর তরবারি গ্রাস করবে তাদের পূর্ণতৃপ্ত না হওয়া পর্যন্ত, আকণ্ঠ পান করবে তাদের শোণিত ধারা। উত্তর দেশের ইউফ্রেটিস নদীতীরে আজ বলি উৎসর্গ করবেন সর্বাধিপতি প্রভু পরমেশ্বর।


শত্রুর মত প্রবল আক্রোশে প্রভু পরমেশ্বর ধ্বংস করেছেন ইসরায়েলকুল, দুর্গ ও প্রাসাদরাজি ধ্বংসস্তূপে হয়েছে পরিণত, যিহুদীয়া নগরীর জনগণ নিমগ্ন হয়েছে সীমাহীন শোকের সাগরে। এখন ক্রন্দন ও বিলাপ তাদের চিরসঙ্গী।


মিশরের শহরে-নগরে ঘোষণা কর এ কথা, ঘোষণা কর মিগ্‌দোল, মেমফিস আর তফনহেষে বল, আত্মরক্ষার জন্য প্রস্তুত হও, যুদ্ধে ধ্বংস হয়ে যাবে তোমাদের সর্বস্ব!


প্রেমিকেরা ভুলে গেছে তোমাদের, তাদের কাছে তোমাদের আর কোনও মূল্য নেই। শত্রুর মত আমি তোমাদের আক্রমণ করেছি, কঠোর হয়েছে দণ্ড, কারণ অসংখ্য তোমাদের পাপ, দুষ্টতারও নেই কোনও সীমা।


যখন তুমি তাদের এই সমস্ত কথা বলবে, তখন তারা তোমায় জিজ্ঞাসা করবে, কেন প্রভু আমাদের এত নির্মমভাবে শাস্তি দিতে মনস্থ করেছেন? তারা আরও জানতে চাইবে কোন অপরাধে তারা অপরাধী এবং তাদের আরাধ্য প্রভু পরমেশ্বরের কাছে তারা কি পাপ করেছে।


যেন শত্রুরক্তে সিঞ্চিত হয় তোমার চরণ, তোমাদের সারমেয়কুল যেন লেহন করতে পারে শত্রুশোণিত।


তোমার তীক্ষ্ণ শরজালে বিদ্ধ হয় রাজদ্রোহীদের বক্ষ, জাতিবৃন্দ হয় তোমার অধীন।


তুমি কেন তোমার শ্রীমুখ আবৃত করছ? কেন আমাকে তোমার শত্রু বলে গণ্য করছ?


বিপক্ষের রক্তধারা, বীরকুলের মেদ আস্বাদন না করে যোনাথনের ধনুঃশর ফিরতো না কখনও, শৌলের নির্দয় তরবারি ফেরে নি কখনও শূন্য হাতে।


প্রভু পরমেশ্বর স্বর্গলোকে তাঁর তরবারি প্রস্তুত করে রেখেছেন। যাদের প্রতি তিনি দণ্ডাজ্ঞা ঘোষণা করেছেন, সেই ইদোমের উপরে নেমে আসবে তাঁর তরবারি।


মরুভূমির মত উচ্চস্থানগুলি ধ্বংস করার জন্য এসেছে আক্রমণকারী, সমগ্র দেশ আমি ধ্বংস করে দেব, বাধিয়ে দেব যুদ্ধ, কেউ এখানে বাস করতে পারবে না শান্তিতে।


চিরস্থায়ী তোমার মহান সিংহাসন, তোমার রাজদণ্ড নিরপেক্ষ ন্যায়ের দণ্ড।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন