Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 32:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 আমি প্রভু পরমেশ্বরের স্তবগান করব, তাঁর প্রজাবৃন্দ করবে তাঁর মহিমা কীর্তন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 কেননা আমি মাবুদের নাম তবলিগ করবো; তোমরা আমাদের আল্লাহ্‌র মহিমা ঘোষণা কর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 আমি সদাপ্রভুর নাম ঘোষণা করব, তোমরা আমাদের ঈশ্বরের মহিমাকীর্তন করো!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 কেননা আমি সদাপ্রভুর নাম প্রচার করিব; তোমরা আমাদের ঈশ্বরের মহিমা কীর্ত্তন কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 কারণ আমি প্রভুর নাম প্রচার করব। তোমরা ঈশ্বরের প্রশংসা কর!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 কারণ আমি সদাপ্রভুর নাম প্রচার করব; তোমরা আমাদের ঈশ্বরের মহিমা প্রশংসা কর।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 32:3
23 ক্রস রেফারেন্স  

হে প্রভু পরমেশ্বর, তুমি অদ্বিতীয়, মহাশক্তিধর তুমি, মহান তোমার নাম, তুমি অসীম ক্ষমতাবান।


পরাক্রমের কীর্তি রাজির জন্য তাঁর প্রশস্তি কর। অপার মহিমার জন্য তাঁর প্রশস্তি কর।


আমরা যারা বিশ্বাসী, তাদের মধ্যে তাঁর অসীম শক্তিমত্তা কী প্রবল পরাক্রমে সক্রিয় রয়েছে।


আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর আমাদের কাছে তাঁর প্রতাপ ও মহিমা প্রদর্শন করেছেন এবং অগ্নিশিখার মধ্য থেকে তাঁর কন্ঠস্বর আমরা শুনতে পেয়েছি। ঈশ্বর মানুষের সঙ্গে কথা বলার পরও মানুষ বেঁচে থাকতে পারে, তা আজ আমরা দেখলাম।


তোমার নামের মাহাত্ম্য আমি তাদের জ্ঞাত করেছি এবং জ্ঞাত করে যাব যেন আমার প্রতি তোমার যে প্রেম, সেই প্রেম সঞ্চারিত হয় তাদেরও অন্তরে, আর আমিও বিরাজ করি তাদের মাঝে।


এ জগতে যাদের তুমি আমায় দান করেছ, তাদের কাছে আমি তোমার স্বরূপ প্রকাশ করেছি। তারা তোমারই, তুমি তাদের আমাকে দিয়েছ, তারা পালন করেছে তোমারই আদেশ।


সে যখন রাজা হবে, যিহুদীয়ার মানুষ অন্যায় অবিচার থেকে মুক্ত হবে, ইসরায়েলীরা বাস করবে নিরাপদে। “প্রভু পরমেশ্বর আমাদের মুক্তিদাতা’’—এই নামে তাঁকে অভিহিত করা হবে।


তুমি মহান, তুমি সর্বশক্তিমান, সকল গৌরব ও রাজকীয় মর্যাদায় তুমি বিভূষিত। স্বর্গ ও পৃথিবীর সব কিছুই তোমার, তুমি রাজরাজেশ্বর, সর্বাধিপতি তুমি।


হে আমার প্রভু জীবনেশ্বর। তুমি তোমার এ দাসের কাছে তোমার মহিমা ও পরাক্রম প্রকাশের সূচনা করেছ, স্বর্গে বা মর্ত্যে তোমার মত কীর্তিমান ও পরাক্রমী ঈশ্বর আর কে আছে?


প্রভু পরমেশ্বর বললেন, আমার পূর্ণ ঐশ্বর্যের মহিমা তোমাকে প্রদর্শন করব এবং আমিই যে প্রভু পরমেশ্বর— তোমার কাছে তার পরিচয় দেব। আমার যাকে ইচ্ছা তাকে অনুগ্রহ করব, যাকে ইচ্ছা তাকে করব স্নেহ।


অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবের কাছে সর্বশক্তিমান ঈশ্বররূপে দর্শন দিয়েছিলাম। আমার এই নিত্যসত্তা প্রভু পরমেশ্বর নাম আমি তাদের কাছে ব্যক্ত করি নি।


হে প্রভু পরমেশ্বর, তুমি প্রতিশ্রুতি রক্ষার তাগিদে তোমার দাসের জন্য স্বেচ্ছায় এই সমস্ত মহান কাজ করেছ, চেয়েছ তোমার মহিমার কথা জানাতে, চেয়েছ আমার ভাবী সমৃদ্ধির কথা জানাতে।


তোমরা মাটি দিয়ে আমার উদ্দেশে একটি বেদী নির্মাণ করবে এবং তার উপরে তোমরা হোম, স্বস্ত্যয়ন বলি, মেষ ও বৃষ উৎসর্গ করবে। আমার ভজন-পূজনের জন্য যে সব স্থান আমি নির্দিষ্ট করে দেব সেই সব স্থানে আবির্ভূত হয়ে আমি তোমাদের আশীর্বাদ করব।


তাঁরা ঈশ্বরের সেবক মোশির গীত এবং মেষশাবকের গীত গেয়ে স্তব করছিলেনঃ “মহান ও পরমাশ্চর্য তোমার কীর্তি, হে সর্বনিয়ন্তা প্রভু পরমেশ্বর! সর্বজাতির অধীশ্বর তুমি, তোমার সমস্ত আচরণ সুসঙ্গত ও সত্য।


সভার সকলের সামনে রাজা দাউদ প্রভু পরমেশ্বরের উদ্দেশে স্তব নিবেদন করলেন। তিনি বললেন, আমাদের পূর্বপুরুষ যাকোবের আরাধ্য প্রভু পরমেশ্বরের স্তবগান হোক যুগে যুগে চিরকাল!


হে আমাদের ঈশ্বর, তোমায় আমরা কৃতজ্ঞতা জানাই, তোমার গৌরবপবূর্ণ নামে স্তবের অর্ঘ নিবেদন করি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন