Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 32:28 - পবিএ বাইবেল CL Bible (BSI)

28 কারণ ওরা নির্বোধ জাতি, বুদ্ধি বিবেচনাহীন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

28 কেননা ওরা যুক্তিবিহীন জাতি, ওদের মধ্যে বিবেচনা নেই।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

28 তারা এক বোধশক্তিহীন জাতি, তাদের মধ্যে কোনও সূক্ষ্ম বুদ্ধি নেই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

28 কেননা উহারা যুক্তিবিহীন জাতি, উহাদের মধ্যে বিবেচনা নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

28 “ইস্রায়েলের লোকরা বোকা, তারা বোঝে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

28 কারণ ওরা জ্ঞানবিহীন জাতি, ওদের মধ্যে বিবেচনা নাই।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 32:28
12 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বর বলেন, আমার প্রজারা মূর্খ, তারা জানে না আমায়, নির্বোধ শিশুর মত, কোনও বোধবুদ্ধি নেই তাদের। তারা শুধু কুকাজেই দক্ষ, কিন্তু ভাল কাজে একেবারেই অক্ষম।


প্রজ্ঞার অভাবে আমার প্রজারা ধ্বংস হচ্ছে। যেহেতু জ্ঞান অর্জনে তুমি পরাঙ্মুখ, সেইহেতু আমি তোমাকে অগ্রাহ্য করলাম, তুমি আর আমার যাজক নও। তুমি তোমার ঈশ্বরের বিধান বিস্মৃত হয়েছ, তাই আমিও তোমার সন্তানদের স্মরণে রাখব না।


গাছের ডালগুলি শুকিয়ে ভেঙ্গে পড়েছে। মেয়েরা এই সব কাঠ জ্বালানীর জন্য সংগ্রহ করে নিয়ে যায়। লোকেরা এসবের মর্ম কিছুই বোঝে না। তাদের স্রষ্টা ঈশ্বর তাদের প্রতি করুণা বা অনুগ্রহ কিছুই করবেন না।


ঈশ্বরভক্তি প্রজ্ঞার প্রথম সোপান, কিন্তু মূর্খেরা অবজ্ঞা করে প্রজ্ঞা ও হিতোপদেশ।


মানুষকে তিনি বললেনঃ দেখ, পরমেশ্বরের প্রতি সম্ভ্রমবোধই হচ্ছে প্রজ্ঞা, আর মন্দকে পরিহার করাই হচ্ছে সুবিবেচনা।


হে নির্বোধ জ্ঞানহীন জাতি! এইভাবেই কি তোমরা প্রভু পরমেশ্বরকে দেবে প্রতিদান? তিনি কি পিতা নন তোমাদের? জাতিরূপে তোমাদের সৃষ্টি ও প্রতিষ্ঠা তাঁরই দ্বারা কি হয় নি সম্ভব?


তাই তাদের কঠোর মনোভাবের কাছেই তাদের সমর্পণ করলাম আমি, চলতে দিলাম তাদের নিজের পথে।


কারণ এ জগতের জ্ঞান ঈশ্বরের কাছে মূর্খতা মাত্র। শাস্ত্রে যেমন আছে, “ঈশ্বর জ্ঞানীদের ধরেনতাদের নিজেদেরই চাতুরীর ফাঁদে।”


বন্ধুগণ, একটি নিগূঢ় সত্য সম্বন্ধে আমি তোমাদের জানাতে চাই। এই সত্য জানতে পারলে তোমরা আর নিজেদের বিজ্ঞ মনে করবে না। অন্য জাতির সমস্ত মানুষ যতদিন না ঈশ্বরের রাজ্যে সম্পূর্ণভাবে প্রবেশ করে, ততদিন ইসরায়েল জাতির একটি অংশ সাময়িকভাবে এ সম্বন্ধে অজ্ঞতার অন্ধকারে থাকবে।


তাদের প্রাজ্ঞব্যক্তিরা লজ্জায় পড়েছে, তারা বিমূঢ়, ফাঁদে পড়েছে তারা। তারা প্রত্যাখ্যান করেছে আমার কথা, এখন কোথায় গেল তাদের প্রজ্ঞা?


তাই, আমি অপ্রত্যাশিতভাবে একটির পর একটি আঘাত হেনে তাদের আতঙ্কগ্রস্ত করে তুলব। যারা জ্ঞানবান তারা মূর্খে পরিণত হবে, তাদের বুদ্ধি বিবেচনা ব্যর্থ হয়ে যাবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন