Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 32:20 - পবিএ বাইবেল CL Bible (BSI)

20 বললেন তিনি: আমি এদের পরিত্যাগ করব, দেখব এদের পরিণতি! বিদ্রোহী প্রজন্ম এরা অবিশ্বস্ত সন্তান!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 তিনি বললেন, আমি ওদের থেকে আমার মুখ আচ্ছাদন করবো; ওদের শেষদশা কি হবে, দেখবো; কেননা ওরা বিপরীতাচারী বংশ, ওরা অবিশ্বস্ত সন্তান।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 তিনি বললেন, “আমি তাদের থেকে আমার মুখ লুকাব, এবং তাদের শেষ দশা কী হয় তা দেখব; কেননা তারা এক বিপথগামী বংশ, সন্তানেরা যারা অবিশ্বস্ত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 তিনি কহিলেন, আমি উহাদের হইতে আপন মুখ আচ্ছাদন করিব; উহাদের শেষদশা কি হইবে, দেখিব; কেননা উহারা বিপরীতাচারী বংশ, উহারা বিশ্বাসঘাতক সন্তান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 তাই প্রভু বললেন, ‘আমি তাদের থেকে মুখ ফিরিয়ে নেব, তারপর দেখা যাবে কি ঘটে! তারা বিরুদ্ধাচারী। তারা বিশ্বাসঘাতক সন্তান।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 তিনি বললেন, “আমি ওদের থেকে নিজের মুখ ঢেকে রাখব;” তিনি বললেন, “ওদের শেষদশা কি হবে, দেখব; কারণ ওরা বিপরীতধর্মী বংশ, ওরা অবিশ্বস্ত সন্তান।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 32:20
25 ক্রস রেফারেন্স  

কিন্তু ভ্রষ্টাচারী তোমরা, তোমাদের অবাধ্যতায় হারিয়েছ তাঁর সন্তানের অধিকার, প্রবঞ্চক তোমরা, কুটিলতায় ভরা তোমাদের মন।


তোমাদের আমি বলছি, অতি শীঘ্রই তিনি তাদের সুবিচারের ব্যবস্থা করবেন। কিন্তু মানবপুত্র যখন আসবেন, তখন কি তিনি পৃথিবীতে এই বিশ্বাসে খুঁজে পাবেন?


যীশু তাঁদের বললেন, হে বিস্বাসহীন যুগের মানুষ আর কতদিন আমি তোমাদের সঙ্গে থাকব? কতদিন তোমাদের জন্য ধৈর্য ধরে থাকব? নিয়ে এস ওকে আমার কাছে।


যীশু বললেন, অবিশ্বাসী ও স্বেচ্ছাচারী বংশ। আর কত কাল আমি তোমাদের মধ্যে থাকব? কতকাল আমি তোমাদের সহ্য করব?


তারা সন্তানসন্ততি লালন-পালন করলেও আমি তাদের সন্তানহীন করব, নির্বংশ করব।যখন আমি তাদের বর্জন করব তখন ভয়াবহ ঘটনা ঘটবে তাদের উপর।


আমার প্রজাদের আমি শত্রুর সামনে ছড়িয়ে ছিটিয়ে দেব, পূবালী মরু হাওয়ার ধূলোর মত। ওদের দিক থেকে আমি মুখ ফিরিয়ে নেব, ঘোরতর দুর্বিপাক যেদিন আসবে নেমে সেদিনও আমি মুখ ফিরিয়ে থাকব তাদের দিক থেকে।


কেউ প্রার্থনা করে না তোমার কাছে, তোমার সঙ্গে যুক্ত হয়ে থাকার আগ্রহ কারো নেই। আমাদের পাপের জন্য আমাদের দিক থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছ, রেখে দিয়েছ আমাদের পাপের কবলে।


এরা সবসময় ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে, সবসময় মিথ্যাচরণ করে, সবসময় ঈশ্বরের উপদেশ শ্রবণে ও পালনে অস্বীকার করে।


ইসরায়েলের রাজধানী শমরিয়া। এই শমরিয়াতেই রমলিয়ের পুত্র ইসরায়েলরাজ পেকহ রাজত্ব করে। তার শক্তি আর কতখানি! ঈশ্বরের উপরে তোমাদের আস্থা যদি সুদৃঢ় না হয়, তাহলে তোমরা কোনক্রমে সুদৃঢ় প্রতিষ্ঠা লাভ করতে পারবে না।


তিনি যদি নিষ্ক্রিয় থাকেন তবে কে তাঁকে দোষ দিতে পারে? তিনি যদি মুখ ফিরিয়ে নেন তাহলে ব্যক্তি তথা সমস্ত জাতি অসহায় হয়ে পড়ে।


তুমি কেন তোমার শ্রীমুখ আবৃত করছ? কেন আমাকে তোমার শত্রু বলে গণ্য করছ?


পরের দিন ভোরবেলায় লোকেরা তেকোযার কাছে বনভূমিতে চলে গেল। যাত্রার প্রাক্কালে রাজা যিহোশাফট তাদের উদ্দেশে এই কথাগুলি বললেনঃ যিহুদীয়া ও জেরুশালেমের প্রজাবৃন্দ! তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উপর ভরসা রাখ, তাহলে তোমরা অটল ও অবিচল থাকবে। তাঁর ভক্ত নবীদের কথা বিশ্বাস করেব, তাহলে তোমরা সফল হবে।


কেননা আমি জানি আমার মৃত্যুর পরে তোমরা দু্ষ্কর্মে প্রবৃত্ত হবে এবং আমার নির্দেশিত পথ ছেড়ে বিপথগামী হবে। ভবিষ্যতে তোমাদের অমঙ্গল ঘটবে, কারণ প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে যা মন্দ তোমরা তাই করবে এবং তোমাদের আচরণের দ্বারা তাঁর ক্রোধের উদ্রেক করবে।


কিন্তু বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব। কারণ ঈশ্বরের সান্নিধ্যে যে যেতে চায় তাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন, এবং যারা তাঁর অন্বেষী তাদের তিনি পুরস্কৃত করেন।


প্রার্থনা কর, আমরা যেন অধার্মিক ও দুষ্ট লোকদের হাত থেকে উদ্ধার পাই। কারণ সকলেই যে বিশ্বাস করবে এমন নয়।


পরপর কাদেশ-বার্ণিয়া থেকে প্রভু যখন তোমাদের পাঠিয়ে বললেন, ‘তোমরা এগিয়ে যাও, আমি যে দেশ তোমাদের দিয়েছি তা অধিকার কর’। তখনও তোমরা তোমাদের আরাধ্য প্রভু পরমেশ্বরের আদেশ অমান্য করলে, তাঁকে বিশ্বাস করলে না ও তাঁর কথায় কর্ণপাত করলে না।


তোমাদের একজনই সহস্র জনকে উৎখাত করে দিতে পারে, কারণ তোমাদের ঈশ্বর প্রভু পরমেশ্বর তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী তোমাদের পক্ষে যুদ্ধ করছেন।


ক্রোধে তিনি ইসরায়েলীদের তাঁর সান্নিধ্য থেকে দূর করে দিলেন। শুধুমাত্র যিহুদীয়া রাজ্য নিষ্কৃতি পেল।


প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের পরিত্যাগ করেছিলেন, তাদের দণ্ড দিয়েছিলেন, নির্দয় শত্রুদের হাতে তুলে দিয়েছিলেন এবং শেষপর্যন্ত তিনি তাঁর সান্নিধ্য থেকে তাদের নির্বাসন দিয়েছিলেন।


শেষ পর্যন্ত নবীদের মাধ্যমে পরমেশ্বর তাদের সতর্ক করে যে কথা বলেছিলেন, তাই-ই করলেন। তাদের তিনি নিজের সান্নিধ্য থেকে দূর করে দিলেন। তাই, ইসরায়েলীরা আসিরিয়ায় নির্বাসিত হল, আজও তারা সেখানেই আছে।


নবীরা মিথ্যা ছাড়া কিছু বলে না, পুরোহিতেরা তাদের সঙ্গে হাত মিলিয়ে চলে, আর আমার প্রজারা তার কোন প্রতিবাদই করে না। কিন্তু সেই অন্তিম দিনে তারা কি করবে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন