Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 32:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)

14 তিনি গরু ও মেষের পাল থেকে দিলেন দুগ্ধ ও নবনী, দিলেন নধরকান্তি ছাগ ও মেষের পাল, তার সঙ্গে দিলেন তাদের সেরা গমের ফসল, তৃপ্ত করলেন তাদের উত্তম দ্রাক্ষারসে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 তিনি গরুর দুধের মাখন, ভেড়ীর দুধ, ভেড়ার বাচ্চার চর্বি সহ, বাশন দেশজাত ভেড়া ও ছাগল এবং উত্তম গমের সার তাকে দিলেন; তুমি আঙ্গুরের নির্যাস আঙ্গুর-রস পান করলে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 পশুপাল থেকে দই ও দুধ দিয়ে এবং স্বাস্থ্যবান মেষ ও ছাগল দিয়ে, বাশনের বাছাই করা মেষ দিয়ে এবং পরিপুষ্ট গম দিয়ে। তোমরা গেঁজে ওঠা আঙুরের রস পান করলে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 তিনি গোরুর নবনীত, মেষীর দুগ্ধ, মেষশাবকের মেদ সহ, বাশন দেশজাত মেষ, ও ছাগ, এবং উত্তম গোমের সার তাহাকে দিলেন; তুমি দ্রাক্ষার রক্ত দ্রাক্ষারস পান করিলে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 প্রভু ইস্রায়েলকে দিলেন গো-পাল হতে উৎপন্ন মাখন এবং মেষপালের দুধ। তিনি ইস্রায়েলকে দিলেন মোটা-সোটা মেষ ও ছাগল; বাশনের সেরা মেষ এবং মিহি উৎকৃষ্ট গমের আটা। তোমরা ইস্রায়েলের লোকরা দ্রাক্ষারস, লাল রঙের দ্রাক্ষারস পান করলে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 তিনি গরুর মাখন, মেষীর দুগ্ধ্‌, মেষশাবকের মেদ সহ, বাশন দেশজাত মেষ ও ছাগ এবং উত্তম গমের সার তাকে দিলেন; তুমি দ্রাক্ষা ফলের দ্রাক্ষারস পান করলে।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 32:14
22 ক্রস রেফারেন্স  

দ্রাক্ষালতায় সে বেঁধে রাখবে আপন গর্দভ, সেরা দ্রাক্ষাকুঞ্জে বাঁধা থাকবে তার গর্দভশাবক। দ্রাক্ষারসে ধৌত তার বসন রক্তিম দ্রাক্ষানির্যাসে সিক্ত তার পরিচ্ছদ।


তিনি প্রতিষ্ঠা করেছেন শান্তি তোমার সীমান্ত ঘিরে, সর্বোৎকৃষ্ট শস্যের সম্ভারে তোমায় করেন সমৃদ্ধ।


কিন্তু আমি ইসরায়েলীদের আহারের জন্য দান করতাম সর্বোৎকৃষ্ট ফসল, তৃপ্ত করতাম তাদের পার্বত্য মধু পানে।


হে প্রভু পরমেশ্বর, তোমার মনোনীত প্রজাবৃন্দকে মেষপালকের মত তোমার যষ্টির সাহায্যে চরাও, এরা অরণ্যের তৃণক্ষেত্রে একাকী বিচরণ করছে পূর্বের মতই তুমি এদের বাশান ও গিলিয়দের শ্যামল চারণভূমিতে চরাও।


শোন হে শমরীয়ার গিরিবিহারিণী বাশানের গাভীরা,তোমরা যারা দরিদ্রদের নির্যাতন কর, দীনহীনদের কর শোষণ,যারা নিজেদের স্বামীদের সর্বদা বল: ‘আনো, আরও আনো, আরও সুরা চাই’, শুনে রাখ তোমরা,


এখানে তারা খাবে সৈনিকদের মৃতদেহ এবং পান করবে পৃথিবীর অধিপতিদের রক্ত। গরু-ছাগল ভেড়ার মত, তারা সকলে নিহত হবে এখানে।


তাহলে তারা যে দুধ দেবে, তাতেই তার সব অভাব ঘুচে যাবে। দেশের যে সামান্য কিছু লোক রক্ষা পাবে, তারা দুধ ও মধু পান করবে ও প্রচুর খাদ্যসম্ভারে তৃপ্ত হবে।


তার উপযুক্ত বয়স হওয়ার পরে লোকে প্রচুর সুখাদ্য ভোগ করবে।


আমার শত্রুদল বৃষের মত বেষ্টন করে আমায়, বাশানের শক্তিশালী বৃষের মত।


প্রাচুর্য থাকলেও সে কিছুই ভোগ করতে পারবে না।


সিসেরা জল চেয়েছিল, তিনি তাকে দিলেন দুধ। অভিজাত সমাজে ব্যবহৃত পাত্রে তিনি এনে দিয়েছিলেন ক্ষীর।


তখন তিনি দই, দুধ এবং রান্না করা মাংস এনে তাঁদের পরিবেশন করলেন এবং তাঁদের ভোজন শেষ না হওয়া পর্যন্ত তিনি তাঁদের কাছে একটি গাছের তলায় দাঁড়িয়ে রইলেন।


তারপর নগরের বাইরে সেই দ্রাক্ষাকুণ্ডে তা পেষণ করা হল। তখন সেই কুণ্ড থেকে দুই মিটার উঁচু এক রক্তস্রোত নির্গত হয়ে তিনশো মিটার6 পর্যন্ত প্রবাহিত হল।


ইসরয়েলীরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে তাদের তেল, দ্রাক্ষারস ও শস্যের যে সেরা অংশ দান করে তা সবই আমি তোমাকে দিলাম।


দুধের প্রাচুর্যে আমার পথ সিক্ত হত পাথুরে জমি থেকে আমার জন্য উৎপন্ন হত জলপাই তেল।


যেহেতু তোমরা সর্ব বিষয়ে প্রাচুর্য সত্ত্বেও সানন্দে ও প্রফুল্লচিত্তে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর ভজনা কর নি,


তোমার প্রজারা অধিকার করেছিল তাদের সুরক্ষিত দুর্গ-নগরী, উর্বরা ভূমি, অধিকার করেছিল ধনসম্পদে ভরা আবাসগুলি, খনিত কূপ, জলপাই বন ও দ্রাক্ষাকুঞ্জ। আহার করত তারা পরম তৃপ্তিভরে, স্বাস্থ্যবানও তারা হয়েছিল, তোমার দেওয়া উৎকৃষ্ট দ্রব্য তারা করেছিল ভোগ।


কিন্তু তোমার প্রজারা বিদ্রোহ করল, অবাধ্য হল তোমার। তোমার অনুশাসন পালনে করল অস্বীকার যারা তাদের সাবধানবাণী শুনিয়েছিল, বলেছিল ফিরে আসতে তোমার কাছে, সেই প্রবক্তা নবীদের তারা করেছিল বধ, বার বার তারা তেমায় করেছিল অপমান।


স্নেহের ডোরে, ভালবাসার বাঁধনে বেঁধে আমিই তাদের আমার কাছে টেনে এনেছি, তাদের কুড়িয়ে এনে ঠাঁই দিয়েছি আমার বুকে। আমিই অবনত হয়ে তাদের মুখে জুগিয়েছি অন্ন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন