Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 30:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 তোমরা যদি বিতাড়িত হয়ে পৃথিবীর প্রান্তে গিয়ে পড়, তাহলে সেখান থেকেও তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের সংগ্রহ করে আবার ফিরিয়ে আনবেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 যদিও তোমরা কেউ দূরীকৃত হয়ে আসমানের প্রান্তে থাক, তবুও তোমার আল্লাহ্‌ মাবুদ সেখান থেকে তোমাকে সংগ্রহ করবেন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 পৃথিবীর শেষ সীমানায়ও যদি তোমাদের দূর করে দেওয়া হয় সেখান থেকেও তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সংগ্রহ করবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 যদ্যপি তোমরা কেহ দূরীকৃত হইয়া আকাশমণ্ডলের প্রান্তে থাক, তথাপি তোমার ঈশ্বর সদাপ্রভু তথা হইতে তোমাকে সংগ্রহ করিবেন, ও তথা হইতে লইয়া আসিবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 এমন কি তোমরা যদি পৃথিবীর দূরতম প্রান্তেও গিয়ে থাকো, প্রভু, তোমাদের ঈশ্বর, সেখান থেকে তোমাদের সংগ্রহ করবেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 যদি তোমরা কেউ নির্বাসিত হয়ে আকাশমণ্ডলের (পৃথিবীর শেষ প্রান্তেও) থাক, তা সত্বেও তোমার ঈশ্বর সদাপ্রভু সেখান থেকে তোমাকে সংগ্রহ করবেন ও সেখান থেকে নিয়ে আসবেন।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 30:4
16 ক্রস রেফারেন্স  

কিন্তু যদি তোমরা আমার কাছে ফিরে আস আর আমার আদেশ পালন কর এবং সেগুলি কার্যক্ষেত্রে প্রয়োগ কর, তাহলে তোমাদের মধ্যে কিছু লোক যারা পৃথিবীর সুদূর প্রান্তে ছড়িয়ে আছে, তাদের আমি সেখান থেকে সংগ্রহ করে আনব এবং আমার নাম প্রতিষ্ঠা করার জন্য যে স্থান নির্বাচন করেছি সেখানে তাদের ফিরিয়ে আনব।


আমি উত্তর দিককে বলব তোমাদের ছেড়ে দিতে, দক্ষিণ দিককে বলব, যেন না রাখে তোমাদের রুদ্ধ করে। সুদূর দ্বীপমালা থেকে, পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে ফিরে আসতে দাও আমার প্রজাদের।


পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সর্বজাতির মাঝে প্রভু পরমেশ্বর তোমাদের বিক্ষিপ্ত করবেন এবং সেখানে তোমরা কাঠ ও পাথরের তৈরী দেবতাদের পূজা করবে, যাদের পরিচয় তোমরা কিম্বা তোমাদের পিতৃপুরুষেরা কখনও পাও নি।


তূর্যধ্বনি সহকারে তিনি তাঁর দূতদের প্রেরণ করবেন। তাঁরা জগতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পরিভ্রমণ করে পৃথিবীর চারদিক থেকে তাঁর মনোনীতদের একত্র করবেন।


তিনি তখন দূত পাঠিয়এ পৃথিবীর শেষ প্রান্ত থেকে স্বর্গের শেষ প্রান্ত পর্যন্ত চতুর্দিক থেকে তাঁর মনোনীত লোকদের সংগ্রহ করবেন।


সেইদিন, ইউফ্রেটিস নদী থেকে মিশর সীমান্ত পর্যন্ত বিস্তৃত স্থানের সমস্ত প্রজাদের প্রভু পরমেশ্বর একজন একজন করে এনে একত্র করবেন, যেমন করে লোকে তুষ থেকে গম বাছাই করে নেয়।


চলে যাও তোমরা ব্যাবিলন থেকে তোমরা মুক্ত, স্বাধীন! মহোল্লাসে উচ্চকন্ঠে জানাও এ সংবাদ, কর সর্বত্র ঘোষণা—প্রভু পরমেশ্বর তাঁর দাস ইসরায়েলকে করেছেন উদ্ধার!


স্বয়ং প্রভু পরমেশ্বর পৃথিবীর প্রান্ত পর্যন্ত সমস্ত জাতির উদ্দেশে ঘোষণা করে বলছেনঃ সিয়োন কন্যাকে বল, তোমার ত্রাণকর্তা আসছেন! সাথে নিয়ে আসছেন তাদের, যাদের তিনি করেছেন উদ্ধার।


এবং এই মন্দ জাতির মধ্যে যারা অবশিষ্ট থাকবে, যে সমস্ত জায়গায় আমি তাদের ছড়িয়ে দিয়েছিলাম সেখানে তারা বেঁচে থাকবে। কিন্তু তারা তখন আর বাঁচতে চাইবে না, মৃত্যুই হবে তাদের পরম কাম্য। আমি, সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


উত্তর দেশ থেকে আমি আনব তাদের, একত্র করব তাদের পৃথিবীর সকল প্রান্ত থেকে। অন্ধ ও খঞ্জেরা আসবে তাদের সাথে, আসবে তাদের সাথে সন্তানসম্ভবা রমনী, আসবে আসন্নপ্রসবা জননীও, আসবে পিরে এক সুবিশাল জনতা।


তাহলে স্বর্গ থেকে তুমি তাদের প্রার্থনা শুনো। ক্ষমা করো তোমার প্রজাদের পাপ এবং তাদের পূর্বপুরুষদের যে দেশ তুমি দিয়েছিলে সেইদেশে তাদের ফিরিয়ে এনো।


যদি তোমরা তাঁর কাছে ফিরে আস তাহলে যারা তোমাদের আত্মীয় স্বজনদের বন্দী করে নিয়ে গেছে, তারা তাদের উপরে করুণা করবে এবং তাদের দেশে ফিরে আসতে দেবে। তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর দয়াময়, কৃপাবান তিনি। যদি তোমরা তাঁর কাছে ফিরে আস, তিনি গ্রহণ করবেন তোমাদের।


আমি সমস্ত দেশ ও জাতির মধ্যে থেকে তোমাদের ফিরিয়ে আনব তোমাদেরই নিজের দেশে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন